প্রকাশিত : বুধবার,১৯ জুন ২০২৪ ইংরেজি,৫ আষাঢ় , ১৪৩১ বাংলা (বর্ষা কাল),১২ জিলহজ ১৪৪৫ হিজরি
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :কবি অসীম সাহা আর নেই। গত মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় একুশে পদকপ্রাপ্ত এই কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী সংগীতশিল্পী কবি অঞ্জনা সাহা এবং দুই ছেলে অভ্র ও অর্ঘ্যসহ অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন।
কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। তিনি জানান, মাঝখানে দীর্ঘদিন অসুস্থ থাকার পর অসীম সাহা মোটামুটি সুস্থই ছিলেন।
আজ বৃহস্পতিবার সকালে শ্রদ্ধা নিবেদনের জন্য অসীম সাহার মরদেহ বাংলা একাডেমি চত্বরে নেওয়া হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, কবি অসীম সাহার বড় ছেলে অভ্র সাহার অপেক্ষায় রয়েছে পরিবার। তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
জানা যায়, চলতি বছরের শুরুর দিকেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবি অসীম সাহা। চিকিৎসকরা তখন জানিয়েছিলেন, কবি বিষণ্নতায় ভুগছেন। এ ছাড়া পারকিনসন (হাত কাঁপা রোগ), কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিসেও ভুগছিলেন তিনি।
শোকনামা
কবি অসীম সাহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় তিনি বলেন, অসীম সাহার মৃত্যুতে বাংলা ভাষা ও সাহিত্যাঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো। কবির বিদেহী আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি এক বিবৃতিতে অসীম সাহার আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
অসীম সাহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। প্রতিমন্ত্রী প্রয়াত কবির আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্মানিত ফেলো কবি অসীম সাহার প্রয়াণে গভীর শোকাহত বাংলা একাডেমি। তার আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি একাডেমি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
একনজরে অসীম সাহা
১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি নেত্রকোনার মামাবাড়িতে জন্মগ্রহণ করেন অসীম সাহা। পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলা সাহিত্যে। সামগ্রিকভাবে সাহিত্যে অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। পরে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।
বিশিষ্ট কবি অসীম সাহা বাংলাদেশের কবিতার ইতিহাসে এক অনন্য নাম। তিনি ছিলেন সমকালীন বাংলা কবিতার তাৎপর্যপূর্ণ কারুকৃৎ। ব্যক্তিমানুষের আর্তি থেকে সমষ্টিমানুষের আর্তনাদ, মুক্তিকামি মেহনতি মানুষের লড়াকু অভিলাষ এবং শোষণমুক্ত জগৎ গড়ার অঙ্গীকার তার কবিতার ছত্রে ছত্রে স্বতন্ত্র আঙ্গিকশোভায় ভাস্বর হয়েছে। কবিতার পাশাপাশি প্রবন্ধ-গবেষণা, অভিধানচর্চা এবং কাব্যানুবাদেও তিনি বিশিষ্টতার স্বাক্ষর রেখেছেন।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com