কনকসার দিশারী সংঘের সেচ্ছাসেবক টিম মানবতার ফেরিওয়ালা নুর নবীর নেতৃত্বে করোনা রুগি মৃত্যু জাহাঙ্গীর বেপারীর দাফন সম্পন্ন

0
45
কনকসার দিশারী সংঘের সেচ্ছাসেবক টিম মানবতার ফেরিওয়ালা নুর নবীর নেতৃত্বে করোনা রুগি মৃত্যু জাহাঙ্গীর বেপারীর দাফন সম্পন্ন

প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন ২০২০ ইং ।। ৯ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : অফিস ডেস্ক : কনকসার দিশারী সংঘের সেচ্ছাসেবক টিম মানবতার ফেরিওয়ালা মোস্তাক আহম্মেদ নুর নবীর নেতৃত্বে করোনা রুগি মৃত্যু জাহাঙ্গীর বেপারীর দাফন সম্পন্ন

গতকাল ২২ জুন লৌহজং উপজেলার বড় নওপাড়া নিবাসী হাজি মোহাম্মদ জাহাঙ্গীর বেপারি করোনা আক্রান্ত হয়ে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। পরে তাহার মরদেহ গ্রামে বড় নওপাড়ার নিজ বাড়িতে নিয়ে আসে। কিন্তু পরে সমস্যা বাধে দাফন কাফন নিয়ে। তখন রঞ্জু মোল্লা মানবতার ফেরিওয়ালা লৌহজং উপজেলা যুবলীগএর সহ সভাপতি মোস্তাক আহম্মেদ নুর নবীকে খবর দেয়। দাফন কাফন করার খবর পেয়ে মোস্তাক আহম্মেদ নুর নবী তাহার নেতৃত্বে গঠিত কনকসার দিশারী সংঘের গঠিত টিম নিয়ে হাজির হন মরহুম হাজি মোহাম্মদ জাহাঙ্গীর বেপারির বাড়িতে। উল্লেখ্য যে অনেক আগে থেকেই কনকসার, সিংহের হাটি গ্রামের যুবকদের নিয়ে অর্থাৎ দিশারী সংঘের সদস্যদের নিয়ে এই করোনায় মৃত্যু মানুষের দাফন কাফন বা সৎকারের ব্যবস্থা করার জন্য ২টি টিম গঠন করে রেখেছিলেন, একটি মোসলমানদের জন্য অপরটি হিন্দু সম্প্রদায়ের জন্য। এবং পর্যন্ত বেশ কয়েকজনকে দাফন কাফন এবং সৎ কার করেছে এই দল।

গতরাতে করোনাভাইরাসের বিধি অনুযায়ী বড় নওপাড়া গ্রামের হাজি মোহাম্মদ জাহাঙ্গীর বেপারির দাফন কাফনের কাজ সম্পুর্ন করেন এই টিম। বেলা তিনটার পরে বেজগাও কবরস্থানে দাফন করেন উপজেলা যুবলীগের সহ সভাপতি মোস্তাক আহম্মেদ নুর নবী এর দল। এই দলের অন্যান্য সদস্যদের মধ্যে ফজল দপ্তরী, ইউসুফ দপ্তরী, কাদির মোল্লা, আল-আমিন দপ্তরী, সাইফুল বাবু,মোহন বাবু, মিঠু খান, রাসেল আল রাজু, সুজন মাতবর, ছাত্র লীগের লিমন তানভির প্রমুখ। এরা সকলেই আওয়ামী লীগ, যুব লীগ এবং ছাত্র লীগের নেতা এবং কর্মী।

হাজি মোহাম্মদ জাহাঙ্গীর বেপারি ঢাকার ধোলাইখালে ব্যাবসা করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছোট ১ মেয়ে রেখে গেছেন। তিনি ঢাকায় বসবাস করতেন গেণ্ডারিয়াতে। হাজি মোহাম্মদ জাহাঙ্গীর বেপারি ব্রাক্ষণ গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাএ ছিলেন। সে ব্রাক্ষণ গাঁও উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এসএসসি পাশ করেন।

নিউজটি শেয়ার করুন .. ..  

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন