প্রকাশিত:শনিবার,১১মে ২০১৯। ২৮শে বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ। ৫ রমজান ১৪৪০ হিজরি।
বিক্রমপুর খবর: স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ঝিলু : কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিংহেরহাটি ঈদগাহ মাঠে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। ইফতার পূর্ব আলোচনা সভায় কনকসার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনির হোসেন মাস্টারের সভাপতিত্বে কনকসার ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সাংসদ এমিলি তাঁর বক্তৃতায় বলেন,আমাদের রমজানের প্রকৃত শিক্ষা নিয়ে সম্প্রীতি বজায় রাখতে হবে। এছাড়া মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম খান,জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সদস্য মুজিবুর রহমান আকন,উপজেলা ভাইস-চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন,সাবেক এলজিএডির প্রকল্প পরিচালক ইঞ্জি. ঢালী আব্দুল জলিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ কনক, বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিরাজ মৃধা,উপদেষ্টা আবদুর রশিদ মোল্লা,উপদেষ্টা রফিকুল ইসলাম ঢালী,সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার,যুগ্ম সম্পাদক শেখ মো. আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, বিশিষ্ট ব্যবসায়ী ও জাপান আওয়ামী লীগ নেতা মো. শাহীন টিটু, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ঝিল্লুর রহমান মিঠু,
উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর কবির খান,সহ-সভাপতি সেলিম মোড়ল, সহ-সভাপতি মোস্তাক আহমেদ নুরুন্নবী,সাধারণ সম্পাদক শাহজাহান সাজু,যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির খোকা মৃধা,উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক রাজিব,সাধারণ সম্পাদক শেখ শাওন, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হামিদুর রহমান জুয়েল প্রমুখ। এছাড়া সভায় স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মুসলিম উম্মাহ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।