প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২১ইং।। ৮ই পৌষ ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।। ১৯ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী।।
বিক্রমপুর খবর : স্টাফ রিপোর্টা, লৌহজং থেকে।।লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নে নির্বাচনের আর মাত্র একদিন বাকী। এর মধ্যেই চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীরা তাদের ঘর গোছানোর কাজ শেষ করেছেন। ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে তরুন নেতৃত্ব প্রতিষ্ঠায় নাহিদ ব্যাপারী টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচন নিয়ে নাহিদ ব্যাপারীর সাথে আমাদের প্রতিনিধির আলাপকালে তিনি বলেন, কনকসার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডবাসী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকেই নির্বাচিত করবে বলে আমি আশা করি। এসময় তিনি তার নির্বাচনী মেনিফেস্টোর কথা উল্লেখ্য করে বলেনভোট একটি পবিত্র আমানত !!
নিজের পছন্দের প্রার্থীকে এবং যোগ্য ব্যক্তিকে দান করুন। ৫নং ওয়ার্ডবাসীর আমানত তাকে দিন, যে ব্যক্তি নির্বাচিত হলে ওয়ার্ড বাসীর আমানত রক্ষা থাকবে।
মনে রাখবেন টাকার কাছে বিক্রি হয়ে কোন লাভ নেই আপনার একটি ভোট মৃল্যবান। সুতরাং টাকার কাছে বিক্রি না হয়ে সৎ সরল যোগ্য প্রার্থীকে দান করুন এতে ওয়ার্ডবাসীর ভালো কিছু পাবার আশা করা যায়। সরকারি এবং পরিবারের পক্ষ থেকে সমাজের উন্নয়নে মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তাদেরকে দায়িত্ব দিন। যাদের পূর্ব পুরুষদের ঐতিহ্য আছে, অভিজ্ঞতা আছে মানুষের কল্যাণে কাজ করার। যাদের পরিবারে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ডাক্তার, ইন্জিনিয়ার আছে এবং পাশপাশি আত্মীয় স্বজনের মধ্যে আছে। যাদের সহযোগিতায় অর্থাৎ এরকম উচ্চ পর্যায়ের মানুষের কল্যাণে বিগত দিনে সমাজের উন্নয়নে ভালো কাজের স্বাক্ষর রেখেছেন তাদের দায়িত্ব দেন। ভোটটি তাকেই দিন যার ডাকে সাড়া দিয়ে এলাকাবাসী ময়মুরুব্বি থেকে শুরু করে তরুণ প্রজন্ম এক মঞ্চে একত্রিত হয় ভালো কাজের জন্য।
নতুন কান্দি গ্রামের মোঃ কুদ্দুস খালাসি বলেন,
“এলাকার মুরুব্বিদের মুখে শুনে থাকবেন, ‘নাহিদ ছেলেটি সৎ এবং দক্ষ’ নির্বাচনী প্রচারণার কথায় নয়! বাস্তবে সে হচ্ছে একজন প্রকৃত ভালো মানুষ ন্যায় কথা বলার বলিষ্ঠ কন্ঠস্বর।”
তিনি আরো বলেন, আমাদের ৫নং ওয়ার্ডের উন্নয়নের এবৎ অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য একজন উপযুক্ত ব্যাক্তি। তাই বলছি হুজুগে কান দিয়ে নয়, কোন অর্থের প্রলোভনে নয়, দুস্ট লোকের মিস্টি কথায় নয়, এলাকায় বিগত দিনে কার কি কাজের অভিজ্ঞতা আছে তা যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিন। ভোটটি কাকে দিবেন?
আপনার ভুল সিদ্ধান্ত যেন সমাজের ক্ষতি না হয়। যোগ্য ব্যক্তি বাছাই করুন, মোঃ নাহিদ বেপারী সেই মাপকাঠিতে সবার উপরে ইনশাআল্লাহ! একজন আর্দশ ন্যায়নিষ্ঠাবান, নম্র, ভদ্র, বিনয়ী, সৎ মেধাবী, শ্রদ্ধাশীল একজন ব্যাক্তি হচ্ছেন- মোঃ নাহিদ বেপারী।
একই গ্রামের ফোরহাদ মৃধা বলেন,আমরা সকলে জানি নাহিদ বেপারী কতোটুকু ব্যাক্তিত্বসম্পন্ন মানুষ ও ন্যায়পরায়ণ, সহজ সরল সামাজিক মূলোবোধ অধ্যবসায়শীল একজন মানুষ, করোনাকালীন এই দুই বছরের মধ্যে বিশেষ করে লক গাউনের সময় মোঃ নাহিদ বেপারীর নেতৃত্বে আমাদের এলাকার সকলের জানা যখন কেউ ঘর থেকে বের হয় নাই সে ঠিক তখন ঘরে ঘরে গিয়ে খবর নিয়েছেন পাশাপাশি সাধ্যমত সরকারি, এনজিও, তাহাদের পরিবারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করেছেন। সত্যি কথা বলতে হয় তখন কাউকে আমারা খোঁজ খবর নেওয়ার লোক পাই নাই। মোঃ নাহিদ বেপারীর ঐ সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা কোন দিন এই এলাকার মানুষ ভুলবে না। তাহার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সে অত্র এলাকার সমস্যার বিষয় তুলে ধরে তাদের সহযোগিতায় সরাসরি তাহার নিজ তত্ত্বাবধানে সে নিজে ত্রান দিয়েছেন। করোনারি মহামারীর সময় তিনি পরিবারের সমূহ বিপদ যেনেও প্রতিদিন বাহির হয়ে সকলের খোঁজ খবর নিয়েছেন। এমনকি বলতে দ্বিধা নেই ত্রান চাইতে লজ্জা বোধ করা বিপদে পড়া গোপনীয়তা রক্ষা করে অনেককে কাঁধে করে রাতে সাহায্য পৌঁছে দিয়েছেন। আমরা তাহার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমরা যেমন মোঃ নাহিদ বেপারীকে ভালোবাসি, তেমনি তাহার কাজের এবং দক্ষতার মূল্যবোধ আমাদের কাছে অত্যান্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।আমরা সকলে বিশ্বাসের সাথে আগামী ২৬ তারিখ ভোটের মাধ্যমে মোঃ নাহিদ বেপারীর সহজ সরল মনের পরিচয় বিকশিত করবো ইনশাআল্লাহ।
তিনি আহ্বান জানিয়েছে আসুন আমরা সকলে ইতিবাচক ও সমাজ পরিবর্তন ঘটাতে সক্ষম এমন একজন সজ্জন ব্যক্তি মোঃ নাহিদ বেপারীকে টিউবয়েল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করি।
পশ্চিম নাগের হাট গ্রামের কামাল মোল্লা বলেন, আমাদের পরিবারের মতো দক্ষিণ নাগের হাট নতুন কান্দি গ্রামের নাহিদ বেপারীদের পরিবারটি, তার বাপ চাচারা নয় ভাই, খুবই শিক্ষিত ফ্যামিলি, এদের অনেকে ঐতিহ্য আছে লঞ্চ কোম্পানি ছিল সে সময় খুব সম্মানিত ফ্যামিলি। পাকিস্তান আমলে লঞ্চ ছিল পরে দেশ স্বাধীন হওয়ার পর নাগের হাট বাজার থেকে ঢাকা রুটে এদের লঞ্চ ছিল, সর্বশেষ যে লঞ্চটি ছিল এটির নাম ছিল ‘কিসমত’। আমার যাওয়া আসা করতাম সম্মান করে ভাড়া নিতেন না, সেই স্মৃতিগুলো ভুলার নয়। লঞ্চ দেখা শুনা করতেন আবুল কাশেম বেপারী ও নজরুল বেপারী আমাদের এই পাড়ার অনেকের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। এর আরেক চাচা নুরুল ইসলাম বেপারী তাকে কেরানী সাব বলে সাধারণ মানুষ ডাকতেন, বিচার সালিশে খুব ভালো ছিলেন মানুষ তাঁকে খুব মানতো, ন্যায় বিচারক ছিলেন। এদের সকলের ছেলে মেয়েরা প্রতিস্ঠিত খুব শিক্ষিত নির্বাচনে দেখে সত্যিই খুব ভালো লাগছে।
আল্লাহর রহমতে আমি খুবই আশাবাদী “টিউবওয়েল মার্কার জয় হবে- ইনশাআল্লাহ্।” এমন ছেলেদের আমরা যায়গা না দিলে ভুল করবো।
আমি মনে করি ভোট একটি পবিত্র আমানত এটি এই ছেলেটিকে দিয়ে পাশ করায়ে আনতে পারে সকলের উপকার হবে।