ওমরাহ পালনে ১০ হাজার বিদেশি পৌঁছেছেন সৌদিতে

0
10
ওমরাহ পালনে ১০ হাজার বিদেশি পৌঁছেছেন সৌদিতে

প্রকাশিত: সোমবার,২ নভেম্বর ২০২০ইং ।। ১৭ই কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ১৫ই রবিউল আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : কঠোর স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে সৌদি আরবে ওমরাহ করার সুযোগ পাচ্ছেন বিদেশিরা। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে ১০ হাজার মানুষ পৌঁছেছেন সেখানে।

দেশটির হজ্জ ও উমরাহ উপমন্ত্রী জানান, ওমরাহ পালনকারীদের সৌদিতে পৌঁছানোর পর অবশ্যই তিনদিনের আইসোলেশনে থাকতে হবে। সেই সঙ্গে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি।

১০ দিন সৌদিতে থাকার অনুমতি পাবেন তারা। কারও করোনা শনাক্ত হলে পর্যবেক্ষণে রাখা হবে। করোনার কারণে সাত মাস পর গত ৪ঠা অক্টোবর থেকে সীমিত পরিসরে চার ধাপে ওমরাহ চালুর ঘোষণা দেওয়া হয়।

এতোদিন শুধু সৌদি আরবের নাগরিক ও প্রবাসীরা ওমরাহ পালনের অনুমতি পেয়েছিলেন। তবে আজ থেকে বিদেশিরাও ওমরাহতে অংশ নিতে পারবেন।

গত বছর এই উপসাগরীয় দেশটিতে ১ কোটি ৯০ লাখ হজযাত্রী ওমরাহ পালন করেছেন। মহামারি শুরুর আগে পবিত্র মক্কা-মদীনার ১৩শ’র বেশি হোটেল এবং কয়েকশ স্টোর হজযাত্রীদের সেবায় নিয়োজিত ছিল।

কিন্তু গত কয়েক মাসে এই চিত্র একেবারেই পাল্টে গেছে। সর্বত্রই নীরবতা চোখে পড়েছে। তবে হজ ও ওমরাহ করার অনুমতি দেওয়া হলেও কাবা স্পর্শ করার অনুমতি দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন