প্রকাশিত : বুধবার ০২ এপ্রিল, ২০২৫খ্রিষ্টাব্দ।। ১৯ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ০৩ শাওয়াল ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি : জেলার শেখর নগরে গতকাল ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা শুরু হয়েছে। পূজায় দেশ বিদেশের কালী ভক্তদের সমাবশ ঘটেছে। কালী ভক্তদের মানত শতাধিক পাঁঠাবলি দেওয়া হয়েছে।
জেলার সিরাজদিখান উপজেলার শেখরনগরে কালী পূজা শুরু হয়েছে। সনাতন ধম্বালম্বীদের এক বিশেষ পূজা। স্থানীয় ঋষি সম্প্রদায়ের লোকজন বাংলা ৯০১ সন হতে শেখর নগরে শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা করে আসছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে আনুষ্ঠানিক ভাবে কালীপূজা শুরু হয়েছে। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত কালী পূজা এবং গ্রামীণ মেলা পরিদর্শন করেন। আজ কালীপূজার দ্বিতীয় দিন বুধবার ভোর থেকে ঐতিহ্যবাহী
পাঁঠাবলিতে প্রায় সহশ্রাধিক পাঠাবলি দেওয়া হয়। কালী পূজা উপলক্ষে বাংলাদেশসহ ভারত শ্রীলঙ্কা নেপালের কালী ভক্তদের এখানে সমাগম ঘটেছে। পূজা উপলক্ষে শেখর নগরে কালী মন্দির প্রাঙ্গনে গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। বাঁশ বেতের তৈরী আসবাবপত্র, বটি কাঁিচ, গৃহস্তালির রকমারী জিনিসপত্র এবং খাবারের শতাধিক ষ্টল আর শিশুদের জন্য নাগর দোলা। শেখর নগর কালী মন্দিরে পূজা উদযাপন কমিটির সভাপতি রতন চন্দ্র দাস বলেন, প্রতি বছর কালী পূজা উপলক্ষে এখানে বহু লোকের সমাগম ঘটে।পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com