এসএসসি ও সমমান পরিক্ষা শুরু মুন্সিগঞ্জে এবছর পরিক্ষার্থী ১৬হাজার ২শ ৩০পরিক্ষার্থী

0
1
এসএসসি ও সমমান পরিক্ষা শুরু মুন্সিগঞ্জে এবছর পরিক্ষার্থী ১৬হাজার ২শ ৩০পরিক্ষার্থী

প্রকাশিত: বৃহস্পতিবার ১০ এপ্রিল, ২০২৫খ্রিষ্টাব্দ।। ২৭শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ১১ শাওয়াল ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : সারাদেশে আজ বৃহস্পতিবার একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরিক্ষা। মুন্সিগঞ্জের ছয় উপজেলা এবছর এসএসসি, দাখিল ও কারিগরি তিন ক্যাটাগরিতে মোট পরিক্ষার্থীর সংখ্যা ১৬হাজার ২৩০ জন। এরমধ্যে এসএসসি পরিক্ষা ১৩হাজার ৭শ ১৭জন পরিক্ষার্থী, দাখিল পরিক্ষায় ১হাজার ৩শ ৭৯জন ও ভোকেশনাল/কারিগরি পরিক্ষায় ১হাজার ১৩৪জন পরিক্ষাথী। জেলা শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষা অফিস সূত্রে জানাযায়, এবছর জেলায় মোট ২৯টি কেন্দ্র ও ৩৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে পরিক্ষা। এরমধ্যে এরমধ্যে এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হবে জেলার ১৭টি কেন্দ্রের অধীনে ৩৬টি ভেন্যুতে। আর দাখিল ৫টি কেন্দ্র ও ভোকেশনাল পরিক্ষা অনুষ্ঠিত হয় ৭টি কেন্দ্রের ৭টি ভেন্যুতে।
এদিকে বৃহস্পতিবার সকালে পরিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। এসময় পরিক্ষার্থীদের সুবিথা অসুবিধার বিষয়ে খোঁজ নেনন তিনি।
জেলা প্রশাসক জানান, পরিক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সবরকমের প্রস্তুতি রয়েছে। কেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখন পর্যন্ত কোন সমস্যা নেই। পরীক্ষক ও সংশ্লিষ্টদের পরিচয় নিশ্চিতেও এবার পরিচয় পত্রের ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে কয়েকটি কেন্দ্রে সরজমিনে দেখাযায় নিরাপত্তা আর নির্বিঘ্নে পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় প্রতিটি কেন্দ্রে শুরু হয় পরিক্ষা।
উপজেলা ভিত্তিক অংশ নিচ্ছে যতজন পরিক্ষার্থী:
সদর:
শিক্ষা অফিস সূত্রে জানাযায়, সদর উপজেলায় এবারের এসএসসি ও সমমান পরিক্ষায় অংশ নিচ্ছে ৪হাজার ২৪৬জন পরিক্ষার্থী। এরমধ্যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএসসি) পরিক্ষায় অংশ নিচ্ছে ৩হাজার ৬৩২জন শিক্ষার্থী, ১৬শ ২২ জন ছাত্র ও ২হাজার ১০জন ছাত্র। সদর উপজেলায় ৩টি কেন্দ্র ও ৭টি ভেন্যুতে এসএসসি অনুষ্ঠিত হবে।
এদিকে আর দাখিল পরিক্ষা পরিক্ষার্থী ৪৪০জন। এরমধ্যে ছাত্র ২২১জন, ছাত্রী২১৯জন। সদর উপজেলায় এবার কারিগরি/ভোকেশনাল পরিক্ষায় পরিক্ষার্থী সংখ্যা ১৭৪জন, এরমধ্যে ছাত্র ১৪৬ ও ২৮জন ছাত্রী।
শ্রীনগর:
শ্রীনগর উপজেলায় এবারের এসএসসি ও সমমান পরিক্ষায় অংশ নিচ্ছে ২হাজার ৯১৪জন পরিক্ষার্থী। এরমধ্যে এসএসসি পরিক্ষায় অংশ নিচ্ছে ২হাজার ৬৭০জন শিক্ষার্থী। এসএসসি পক্ষিায় এউপজেলোয় পরিক্ষার্থীদের মধ্যে ছাত্র ১হাজার ৮৩জন ও ১৫শ ৮৭জন ছাত্রী। ৩টি কেন্দ্র ও ৭টি ভেন্যুতে এসএসসি অনুষ্ঠিত হচ্ছে শ্রীনগর। এদিকে এ উপজেলায় দাখিল পরিক্ষা পরিক্ষার্থী ১৫২জন, এরমধ্যে ছাত্র ৭২জন, ছাত্রী ৮০জন। শ্রীনগর উপজেলায় এবার কারিগরি/ভোকেশনাল পরিক্ষায় পরিক্ষার্থী সংখ্যা ৯২জন, এরমধ্যে ছাত্র ৬৯ ও ২৩জন ছাত্রী।
গজারিয়া:
গজারিয়া উপজেলায় এবারের এসএসসি ও সমমান পরিক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে ২হাজার ২১৫জন শিক্ষার্থী। এসএসসি পরিক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে মোট ১৮শ ৫৬জন পরিক্ষাথীর্র, এরমধ্যে ছাত্র ৯৫২জন ছাত্র ও ৯শ ৪ জন ছাত্রী। গজারিয়া ২টি কেন্দ্র ও ৬টি ভেন্যুতে এসএসসি অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে দাখিল পরিক্ষা পরিক্ষার্থী ১৪৬জন, এরমধ্যে ছাত্র ৬৪জন, ছাত্রী ৮২জন। গজারিয়ায় এবার কারিগরি/ভোকেশনাল পরিক্ষায় পরিক্ষার্থী সংখ্যা ২১৩জন, এরমধ্যে ছাত্র ১৫৮জন ছাত্র ও ৫৫জন ছাত্রী।
সিরাজদিখান:
সিরাজদিখান উপজেলায় এবারের এসএসসি ও সমমান পরিক্ষা মোট ২হাজার ৯শ ৮৮জন পরিক্ষার্থী রয়েছে। এরমধ্যে এসএসসি পরিক্ষায় পরিক্ষার্থী সংখ্যা ২হাজার ৪২২জন, ছাত্র ১হাজার ৪০জন ছাত্র ও ১৩শ ৮২জন ছাত্রী। ৪টি কেন্দ্রর ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরিক্ষা।
এদিকে এ উপজেলায় দাখিল পরিক্ষা পরিক্ষার্থী ২৭৯জন, ছাত্র ১৬৬জন, ছাত্রী ১১৩জন। সিরাজদিখান উপজেলায় এবার কারিগরি/ভোকেশনাল পরিক্ষায় পরিক্ষার্থী সংখ্যা ২৮৭জন, এরমধ্যে ছাত্র ১৬৬ ও ১২১জন ছাত্রী।
টংগিবাড়ী:
শিক্ষা অফিস সূত্রে জানাযায়, টংগিবাড়ী উপজেলায় এবারের এসএসসি ও সমমান পরিক্ষায় পরিক্ষার্থী সংখ্যা ২হাজার ২৯৩জন। এরমধ্যে এসএসসি পরিক্ষায় পরিক্ষার্থী ১হাজার ৯শ ২৩জন, ছাত্র ৯শ ৬ জন ও ১হাজার ১৭জন ছাত্রী। উপজেলায় ৩টি কেন্দ্র ও ৬টি ভেন্যুতে এসএসসি অনুষ্ঠিত হচ্ছে।
এ উপজেলায় দাখিল পরিক্ষায় পরিক্ষার্থী সংখ্যা ১৮০জন, ছাত্র ৯২জন, ছাত্রী ৮৮জন। টংগিবাড়ী উপজেলায় এবার কারিগরি/ভোকেশনাল পরিক্ষায় পরিক্ষার্থী সংখ্যা ১৯০জন, এরমধ্যে ছাত্র ৭১জন ও ৭১জন ছাত্রী।
লৌহজং:
শিক্ষা অফিস সূত্রে জানাযায়, লৌহজং উপজেলায় এবারের এসএসসি ও সমমান পরিক্ষায় পরিক্ষার্থী সংখ্যা মোট ১হাজার ৫শ ৭৪জন। এরমধ্যে শুধু এসএসসি পরিক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে ১হাজার ২১৪জন পরিক্ষার্থী, ছাত্র ৪শ ৬৬জন ও ৭শ ৪৮জন ছাত্রী। উপজেলায় ২টি কেন্দ্র ও ৪টি ভেন্যুতে এসএসসি অনুষ্ঠিত হচ্ছে।
আর দাখিল পরিক্ষা পরিক্ষার্থী ১৮২জন, ছাত্র ৮৩জন, ছাত্রী ৯৯জন। সদর উপজেলায় এবার কারিগরি/ভোকেশনাল পরিক্ষায় পরিক্ষার্থী সংখ্যা ১৭৮জন, এরমধ্যে ছাত্র ১০৪জন ও ৭৪জন ছাত্রী।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন