এরশাদের সঙ্গে দেখা না হওয়ার আক্ষেপ বিদিশার

0
10
এরশাদের সঙ্গে দেখা না হওয়ার আক্ষেপ বিদিশার

প্রকাশিত:রবিবার,১৪ জুলাই ২০১৯ ইং ||৩০ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর:অনলাইন ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে এ জন্মে আর দেখা হলো না বলে আক্ষেপ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। আজ রোববার এরশাদের মৃত্যুর পর সকাল ১০টার দিকে বিদিশা তার ফেসবুক পেজে এ স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে বিদিশা লিখেছেন, এ জন্মে আর দেখা হলো না। আমিও আজমীর শরিফ আসলাম আর তুমিও চলে গেলে। এত কষ্ট পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল। আবার দেখা হবে হয়তো অন্য এক দুনিয়াতে যেখানে থাকবে না কোনও রাজনীতি।

এর আগে সকাল পোনে ৮টার দিকে সাবেক এই প্রেসিডেন্ট মারা যান।

এরশাদের ছোট ছেলে এরিক এরশাদের মা বিদিশা এরশাদ। এরিকের বর্তমান বয়স ১৮ বছর। বিশেষ চাহিদাসম্পন্ন এরিক বারিধারার প্রেসিডেন্ট পার্কে বাবা এরশাদের সঙ্গে থাকেন। গান-বাজনায় বিশেষ পারদর্শিতা রয়েছে তার।

এরিকের মা বিদিশার সঙ্গে এরশাদ বিয়ে কয়েক বছর টিকেছিল। ২০০৫ সালে বিচ্ছেদের পর এরিককে নিয়ে এরশাদ ও বিদিশার যুদ্ধ আদালতে গড়িয়েছিল। পরে আদালতের আদেশে এরিকের দায়িত্ব পান এরশাদ।

এক অনুষ্ঠানে এরশাদ বলেছিলেন,রাজনৈতিক ব্যস্ততার কারণে এরিককে আমি সময় দিতে পারিনি। এরিক যখন আমার জীবনে আসে,তখন সে মাত্র দুই বছরের শিশু। সে স্নেহবঞ্চিত সন্তান। ছেলেবেলা থেকে মাতৃস্নেহ পায়নি। আমিও আমার অপর সন্তান জাতীয় পার্টি নিয়ে ব্যস্ত থেকেছি সব সময়। ওকে স্নেহ-ভালবাসা দিতে পারিনি,বঞ্চনা করেছি।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন