এপেক্স ক্লাব অব বিক্রমপুরের ব্যাবস্থাপনায় ট্রাফিক পুলিশের জন্য ছাতা উপহার

0
31
এপেক্স ক্লাব অব বিক্রমপুরের ব্যাবস্থাপনায় ট্রাফিক পুলিশের জন্য ছাতা উপহার

প্রকাশিত: রবিবার,১নভেম্বর ২০২০ইং ।। ১৬ই কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ১৪ই রবিউল আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ি প্রতিনিধি : এপেক্স ক্লাব বাংলাদেশ জেলা-১ এর উদ্যোগে এপেক্স ক্লাব অব বিক্রমপুরের ব্যাবস্থাপনায় মুন্সীগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ বিভাগের জন্য জেলা পুলিশ সুপারের কাছে ছাতা হস্তান্তর করা হয়। এই সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব আব্দুল মোমেন পিপিএম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু ইউসুফ ফকির, মুন্সীগঞ্জ জেলার হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবিবুর হাসান জাতীয় সহ-সভাপতি এপেক্সসিয়ান ভুবন লাল ভারতী, জেলা গবর্নর -১ এপে. সুজিত কুমার সাহা সুব্রত, জেলা গবর্নর-২ এর এপে. রফিকুল ইসলাম, এপেক্স বাংলাদেশ অতীত জেলা গবর্নর-১ এর এপে. আব্দুল মতিন।

এই সময় আরো উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অফ বিক্রমপুর এর সভাপতি এপেক্সসিয়ান মোঃ সাইফুর রহমান, এপেক্স ক্লাব অফ বিক্রমপুর এর সাবেক সভাপতি এপেক্সসিয়ান মোঃ আয়নাল হক স্বপন, এপেক্স ক্লাব অফ বিক্রমপুর এর সিনিয়র সহ সভাপতি এপে.এড. জানে-আলম প্রিন্স ,এপেক্স ক্লাব অফ বিক্রমপুর এর জুনিয়র সহ সভাপতি এপেক্সিয়ান এম জামাল হোসেন মন্ডল, এপেক্স ক্লাব অফ বিক্রমপুর এর সাধারণ সম্পাদক এপেক্সিয়ান নজরুল,এপেক্সিয়ান এড. মুকুল হোসেন , এপেক্সিয়ান এড, মোঃ হোসেন, এপেক্সিয়ান এড,হিরু, প্রমূখ।

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন