একসঙ্গে কাজ করবে নগদ ও গ্রামীণফোন

0
9
একসঙ্গে কাজ করবে নগদ ও গ্রামীণফোন

প্রকাশিত: বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০ইং ।। ১লা পৌষ ১৪২৭ বঙ্গাব্দ (শীতকাল)।  ৩০শে রবিউস-সানি,১৪৪২ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’ মোবাইলফোন অপারেটর গ্রামীণফোনের গ্রাহকদের জন্য আর্থিক অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোনের সাড়ে সাত কোটি গ্রাহক চাইলেই সহজে ‘নগদ’-এর সেবা নিতে পারবেন।

সম্প্রতি ‘নগদ’ ও গ্রামীণফোনের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।  চুক্তির ফলে গ্রামীণফোনের গ্রাহকরা তাদের মোবাইল ফোন থেকে *১৬৭# ডায়াল করে পিন সেট করলেই ‘নগদ’ এর গ্রাহক হয়ে যাবেন।  গত কয়েক মাস ধরে পরীক্ষামূলকভাবে ‘নগদ’র অ্যাকাউন্ট খোলার এই সেবা পেয়ে আসছিলেন গ্রামীণফোনের গ্রাহকরা।  এছাড়া গ্রামীণফোনের গ্রাহকরা ‘নগদ’র অ্যাপ ডাউনলোড করে পিন সেট করলেও হয়ে যেতে পারবেন নগদের গ্রাহক।

মোস্তাফা জব্বার বলেন, ‘কোনোরকম ঝক্কি ঝামেলা ছাড়াই ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট খোলার এই প্রক্রিয়া চালু করায় ‘নগদ’ এবং গ্রামীণফোনকে আমি ধন্যবাদ দিতে চাই। ফলে বাংলাদেশের সাধারণ জনগণের আর্থিক অন্তর্ভুক্তিতে অংশ নিতে আর কোনও বাধা কিংবা দীর্ঘসূত্রতা থাকবে না। এই উদ্যোগ দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা পালন করবে।’

নগদ’র ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘আমাদের জানা মতে, এত সহজে কোনও ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট খোলার কোনও নজির কোথাও নেই।’

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘নগদের সঙ্গে এই পার্টনারশিপের ফলে গ্রামীণফোনের গ্রাহকরা সহজেই আর্থিক লেনদেনের সুযোগ পাবেন।’

নিউজটি শেয়ার করুন .. ..                    

 ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন