প্রকাশিত: বুধবার, ২৬ মে ২০২১ইং।। ১২ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ (গ্রীস্মকাল)।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : দেশের উপকূল অতিক্রম শুরু করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াস’। তবে এটি বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ‘ইয়াস’ সরাসরি আঘাত না হানলেও এর প্রভাব ও পূর্ণিমার কারণে জোয়ারের পানিতে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়ে যা ক্ষয়ক্ষতি হওয়ার তা ভারত অংশে হবে। তবে দেশের উপকূলীয় অঞ্চল কিছুটা প্লাবিত হবে এবং পূর্ণিমা ও ঘূর্ণিঝড়ের প্রভাবে ৩-৬ ফুট অধিক উচ্চতার জোয়ারের পানি প্রবাহিত হতে পারে।
এদিকে, ‘ইয়াস’ সম্পর্কিত বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এর আগে,আজ বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে ভারতের ওড়িশায় আঘাত হানে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। এ সময় ঝোড়ো বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। অতি শক্তিশালী এ ঘূর্ণিঝড়ের দাপটে রাজ্যটিতে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়া।
এদিকে ভারতীয় আবহাওয়ার অধিদপ্তরের সর্বশেষ আপডেটে বলা হয়েছে, এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার। আগামী ৩ ঘণ্টা ধরে এই প্রক্রিয়া চলবে। এই মুহূর্তে ধামরা থেকে ৪৫ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্ব, দিঘা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিম ও বালেশ্বর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ইয়াস।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন। https://www.facebook.com/BikrampurKhobor