প্রকাশিত: শনিবার ০৫ এপ্রিল, ২০২৫খ্রিষ্টাব্দ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ০৬ শাওয়াল ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর :শ্রীনগর প্রতিনিধি : মুন্সিগঞ্জ: ঈদুল ফিতরের ছুটিতেও মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র জনসাধারণের জন্য সেবাদানে অঙ্গীকারবদ্ধ থেকেছে। বিশেষ করে, গর্ভবতী মায়েদের জরুরি সেবা ও নিরাপদ প্রসবের জন্য এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ঈদের আনন্দ উপভোগের সময়ও গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা নিশ্চিতে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা নিরলস পরিশ্রম করেছেন। জানা যায়, ঈদের ছুটিতেও এই কেন্দ্রের মাধ্যমে প্রসব সম্পন্ন হয়েছে, যেখানে মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন।
ভাগ্যকুল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মরত ব্যাক্তি বলেন, “আমরা মানুষের সেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ঈদের ছুটিতেও প্রসূতি মায়েদের সেবা দিতে আমাদের টিম সর্বোচ্চ চেষ্টা করেছে। নিরাপদ প্রসব নিশ্চিত করতে আমরা সবসময় সচেষ্ট থাকি।”
সেবা গ্রহণকারী এক গর্ভবতী নারী জানান, “ঈদের ছুটিতে হাসপাতালে সেবা পাওয়া অনেক সময় কঠিন হয়। কিন্তু এখানে এসে আমি ভালো চিকিৎসা পেয়েছি এবং নিরাপদে সন্তান প্রসব করেছি।
এছাড়া, স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ঈদের ছুটিতেও এমন সেবাদান সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব জাহেদ আহমেদ জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ও মুন্সিগঞ্জ জেলা উপপরিচালক মহোদয়ের নির্দেশনায় আমরা মাঠ পর্যায়ে সেবা কার্যক্রম অব্যাহত রেখেছি, স্থানীয় পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা সহ প্রাথমিক স্বাস্থ্য প্রদানে নিরোলস ভাবে কাজ করে যাচ্ছে।
ভাগ্যকুল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এ ধরনের কার্যক্রম জনসাধারণের জন্য স্বস্তিদায়ক এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
ছবি: ভাগ্যকুল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সদ্য জন্ম নেয়া শিশু।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com