প্রকাশিত : সোমবার ,১৪ সেপ্টেম্বর ২০২০ইং ।। ৩০শে ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ২৫শে মুহররম,১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ইউশিহিদে সুগা (৭১)। দেশটির ক্ষমতাসীন দল ডেমোক্র্যাট পার্টি (এলডিপি) তাকে বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের উত্তরসূরী হিসেবে বেছে নেয়। সুগা বর্তমানে জাপানের মন্ত্রিসভার প্রধানের দায়িত্ব পালন করছেন। তিনি অ্যাবের ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত।
ইউশিহিদে সুগা এলডিপির সভাপতি পদে বড় ব্যবধানে বিজয়ী হন। তিনি সংসদ সদস্য ও আঞ্চলিক প্রতিনিধিদের কাছ থেকে ৫৪৪টি ভোটের মধ্যে ৩৭৭টি ভোট পেয়েছেন। এবার পালা পার্লামেন্টের ভোটের। আগামী ১৬ সেপ্টেম্বর, বুধবার ওই ভোট অনুষ্ঠিত হবে। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।
সেখানেই চুড়ান্তভাবে জাপানের প্রধানমন্ত্রী বেছে নেয়া হবে। পার্লামেন্টে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এলডিপির নতুন নেতাই নিশ্চিতভাবে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। প্রধানমন্ত্রীত্বের পাশাপাশি সুগা দলেরও নেতৃত্ব দিবেন। তিনি দেশের জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত আগামী ২০২১ সাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিবেন।
প্রসঙ্গত, ২৮ আগস্ট শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন শিনজো অ্যাবে। দীর্ঘ আট বছর ধরে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
নিউজটি শেয়ার করুন .. ..