প্রকাশিত:সোমবার,১১ফেব্রুয়ারি ২০১৯।
বিক্রমপুর খবর:অনলাইন ডেস্ক:সাবেক রাষ্ট্রপতি ড.ইয়াজউদ্দিন আহম্মেদ এর প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট প্রফেসর ড.ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের এক যুগপূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত শুক্রবার(৮ফেব্রুয়ারি)দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
প্রধান আলোচক ছিলেন,ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য ড.শহিদ আকতার হুসাইন। জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলে বুয়েটের ডীন প্রকৌশল অনুষদ ড. মো.রফিক উল্লাহ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. শওকত আরা হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু মো.মোশারফ হোসেন খাঁন, জিপিএইচ ইস্পাত ও ক্রাউন সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর মো.জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মেজর গাজী মোহাম্মদ তাওহিদুজ্জামান।
আলোচনা শেষে কলেজ প্রাঙ্গণে নবনির্মিত পিপিআইএমএসসি জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়। এর আগে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে দিবসটি শুরু হয়। পরে দেশ বরেণ্য ও স্থানীয় শিল্পীদের পরিবেশন এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।