ইবারাকী এবং তোচিগির জন্য ভারী বৃষ্টির সতর্কতা প্রত্যাহার করা হয়েছে

0
9
ইবারাকী এবং তোচিগির জন্য ভারী বৃষ্টির সতর্কতা প্রত্যাহার করা হয়েছে
প্রকাশিত:রবিবার,১৩ অক্টোবর ২০১৯ ইং ।। ২৮শে আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক :জাপানের আবহাওয়া সংস্থা ইবারাকী এবং তোচিগি অঞ্চলের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা প্রত্যাহার করে নিয়েছে।
অন্য পাঁচটি প্রিফেকচারের জন্য সতর্কতা যথাযথ রয়েছে।
সেগুলি হল: নাগানো, নিগাতা, ফুকুশিমা, মিয়াগি এবং ইওয়াতে।
সংস্থাটি বন্যা ও ভূমিধসের জন্য জনগণকে সজাগ থাকার জন্য অনুরোধ করে চলেছে।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন