প্রকাশিত : রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪, খ্রিষ্টাব্দ।। ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল )।। ২৫ বরিউল আউয়াল ১৪৪৬ হিজরি।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :
পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন এই দিনে।
আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল মানবসমাজে প্রশান্তি, রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে নিউজজি ২৪ডটকমের নতুন আয়োজন ইতিহাসের এই দিনে।
চলুন জেনে নেয়া যাক ২৯ সেপ্টেম্বরে ঘটা উল্লেখযোগ্য ঘটনাগুলো-
ইতিহাস
১৩৯৯ – দ্বিতীয় রিচার্ড পার্লামেন্টের হাতে সিংহাসনচ্যুত হন।
১৪৪৮ – প্রথম ক্রিশ্চিয়ান ডেনমার্কের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৫২১ – তুরস্কের রাজা প্রথম সোলাইমানের বাহিনী বেলগ্রেড দখল করে।
১৭৬০ – রাশিয়া ও অস্ট্রিয়ার বাহিনী বার্লিন দখল করে।
১৮২৯ – পুলিশ বাহিনী লন্ডনে প্রথম দায়িত্ব পালন শুরু করে।
১৮৯২ – নৈশ ফুটবল খেলা প্রথম অনুষ্ঠিত হয়।
১৯০৬ – মার্কিন সেনাবাহিনী কিউবা পুনর্দখল করে।
১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধে কয়েকবার পরাজিত হওয়ার পর বুলগেরিয়া মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
১৯২২ – বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।
১৯২৯ – বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে।
১৯৩৫ – ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়।
১৯৩৯ – পোল্যান্ড বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয়।
১৯৩৯ – ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।
১৯৮৮ – মওলানা আবুল কালাম আজাদ লিখিত ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ গ্রন্থের অপ্রকাশিত অংশ দিল্লি হাইকোর্টে খোলা হয়।
১৯৯২ – চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফাইট চালু হয়।
১৯৯২ – আফ্রিকা মহাদেশের দক্ষিণে অবস্থিত দেশ এ্যাঙ্গোলায় প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়।
আলোচিত ঘটনাসমূহ
১৩৯৯ – দ্বিতীয় রিচার্ড পার্লামেন্টের হাতে সিংহাসনচ্যুত হন।
১৪৪৮ – প্রথম ক্রিশ্চিয়ান ডেনমার্কের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৫২১ – তুরস্কের রাজা প্রথম সোলাইমানের বাহিনী বেলগ্রেড দখল করে।
১৭৬০ – রাশিয়া ও অস্ট্রিয়ার বাহিনী বার্লিন দখল করে।
১৮২৯ – পুলিশ বাহিনী লন্ডনে প্রথম দায়িত্ব পালন শুরু করে।
১৮৯২ – নৈশ ফুটবল খেলা প্রথম অনুষ্ঠিত হয়।
১৯০৬ – মার্কিন সেনাবাহিনী কিউবা পুনর্দখল করে।
১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধে কয়েক বার পরাজিত হওয়ার পর বুলগেরিয়া মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
১৯২২ – বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।
১৯২৯ – বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে।
১৯৩৫ – ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়।
১৯৩৯ – পোল্যান্ড বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয়।
১৯৩৯ – ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।
১৯৭১ – ভারত-সোভিয়েত যুক্ত ইশতেহার : ‘শান্তিরক্ষণের স্বার্থে উদ্ভূত সমস্যার রাজনৈতিক সমাধান অর্জনের লক্ষ্যে পূর্ব বাংলার মানুষের বাসনা, অবিচ্ছেদ্য অধিকার ও আইনানুগ স্বার্থের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং শরণার্থীদের দ্রুতগতিতে ও নিরাপদে স্বদেশে সম্মান ও মর্যাদার পরিবেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে জরুরি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’
১৯৭৭ – নয়াদিল্লিতে গঙ্গার পানিবণ্টন চুক্তি অনুস্বাক্ষরিত।
১৯৭৭ – শিশুসহ ছিনতাইকৃত বিমানের ৫ জন যাত্রীর মুক্তিলাভ।
১৯৭৮ – মার্কিন সাহায্যে ঢাকায় আবহাওয়া স্টেশন স্থাপন।
১৯৭৯ – ওস্তাদ গুলমোহাম্মদ খানের ইন্তেকাল।
১৯৮৩ – তথ্যমন্ত্রীর নিকট সংবাদপত্র কর্মচারী ওয়েজ বোর্ডের চূড়ান্ত রিপোর্ট।
১৯৮৮ – মওলানা আবুল কালাম আজাদ লিখিত ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ গ্রন্থের অপ্রকাশিত অংশ দিল্লি হাইকোর্টে খোলা হয়।
১৯৯২ – আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এক বিবৃতিতে ভারত সরকারের অপারেশন পুশব্যাক সম্পর্কে তার গভীর উদ্বেগ প্রকাশ করেন।
১৯৯২ – আফ্রিকা মহাদেশের দক্ষিণে অবস্থিত দেশ এ্যাঙ্গোলায় প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৯২ – প্রধানমন্ত্রী কর্তৃক বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সিএনএন সম্প্রচার উদ্বোধন।
১৯৯২ – প্রধানমন্ত্রীর বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সিএনএন সম্প্রচার উদ্বোধন।
১৯৯২ – চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফাইট চালু হয়।
১৯৯৬ – স্পিকারের নেতৃত্বে ৭ সদস্যের সংসদীয় টাস্কফোর্স গঠন।
১৯৯৮ – ৩ নভেম্বর ১৯৭৫ ঢাকা জেলে ৪ জাতীয় নেতাকে হত্যা মামলায় অভিযুক্ত শাহ মোয়াজ্জেম হোসেন, কে এম ওবায়দুর রহমান ও নুরুল ইসলাম মঞ্জুরকে গ্রেপ্তার। আদালতে স্লোগান, ভাঙচুর।
১৯৯৯ – প্রস্তাবিত জননিরাপত্তা আইন সম্পর্কে আরো ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রপতির সচিব মন্ত্রিসভা ডিভিশনের সচিবকে চিঠি লেখার প্রশ্ন নিয়ে বিতর্ক।-দ্য ইন্ডিপেন্ডেন্টে।
১৯৯৯ – জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। ছাত্রদের বর্ধিত ফি অর্ধৈক কমানোর প্রস্তাব সিন্ডিকেট কর্তৃক প্রত্যাখ্যান।
২০০০ – ঢাকার মোহাম্মদপুরে পির মুজিবুর রহমান চিশতি (৫৫) খুন।
২০০১ – আবার বিজয়ী হলে সন্ত্রাস দমন ও দুর্নীতির মূলোৎপাটন। কোরান সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন করব না।-শেখ হাসিনা।
২০০১ – ‘৯৬ সালে তাঁরা ভোটভিক্ষা চেয়েছিলেন। এবার মানুষ ধানের শীষের পক্ষে ভোট দিয়ে তাদের ভোটভিক্ষা নয়, ভোটশিক্ষা দেবে। রাজধানীর বিশাল জনসভায় খালেদা জিয়া।
২০০১ – ‘আশা করি সব দল নির্বাচনী ফলাফল মেনে নেবে।-দাতা দেশের মঙ্গলবার গ্রুপের কূটনীতিকবৃন্দ।
২০০১ – নির্বাচনী সহিংসতায় ভোলা, মুন্সিগঞ্জ, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী ও সিলেটে নিহত ৮-আ. লীগ ৪, বিএনপি ৩ ও মাদ্রাসার ছাত্র ১।
২০০২ – সন্তানদের সামনে সন্ত্রাসীদের গুলিতে ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার শাহাদত শিকদার খুন।
২০০৩ – প্রশ্ন ফাঁসের অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্ট কর্তৃক সাবরেজিস্ট্রার পরীক্ষার ফলাফল প্রকাশ দুই মাসের জন্য স্থগিত ঘোষণা।
২০০৩ – বাংলাদেশের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে-ভারত যৌথ নদী কমিশনের ৩৫তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারতের বিতর্কিত নদী সংযোগ পরিকল্পনাকে আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০০৩ – সড়ক দুর্ঘটনায় কুমিল্লা যাওয়ার পথে নিহত ৪।
২০০৪ – জেলহত্যা মামলায় সাক্ষী সাইফুদ্দিন আহমদের শারীরিক ও মানসিক। অবস্থা পর্যবেক্ষণ করে ৯ অক্টোবরের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ।
২০০৪ – ৩ অক্টোবর পর্যন্ত গণগ্রেপ্তার নিষিদ্ধ করে স্বরাষ্ট্র সচিব, আইজিপি ও। ডিএমপি কমিশনারের ওপর হাইকোর্টের রুল।
২০০৪ – ইয়াসমিন হত্যা মামলার আসামি অমৃত লালের ফাঁসি কার্যকর।
২০০৪ – প্রাক্তন সাংসদ অ্যাডভোকেট সুধাংশু শেখর হালদার (৬৮)-এর মৃত্যু।
২০০৪ – রাঙ্গুনিয়ায় পুলিশ হেফাজতে সন্ত্রাসী জামাল হাজারীর মৃত্যু।
২০০৪ – শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মূল ফটকের পাশে গণশৌচাগারের নির্মাণের প্রতিবাদে শহীদ পরিবারের সন্তান, বুদ্ধিজীবী, সুধীজনের স্মৃতিসৌধ চত্বরে মানববন্ধন।
২০০৪ – বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩।
২০০৫ – রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দু’গ্রুপে বন্দুকযুদ্ধ, বোমাবাজি।
২০০৫ – গত বছর বাংলাদেশে বিদেশী বিনিয়োগ বেড়েছে ৭২%।
২০০৫ – জঙ্গিদের লিফলেট ছাপানোর অভিযোগে ঢাকায় ২৩জন গ্রেপ্তার।
২০০৫ – ঢাকা ও বাগেরহাটে র্যাবের ক্রসফায়ারে দুজন নিহত।
২০০৬ – পৃথিবীর কোনো দেশে সরকারিভাবে কোনো ডিগ্রিকে সমমানের ঘোষণা দেওয়া হয় না।-মুহাম্মদ জাফর ইকবাল ফাজিল-কামিলের স্নাতক ও স্নাতকোত্তর সমমান বিষয়ে।
২০০৬ – ‘বিবেকের তাড়নায়’ পদত্যাগ করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবীর তালুকদার। অব্যাহতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়
২০০৭ – সরকারের মেয়াদ দীর্ঘায়িত হলে তা ভুল সংকেত পাঠাবে। -ওয়াশিংটন জন গ্যাসট্রাইট।
২০০৭ – ‘অনির্বাচিত সরকারের বেশিদিন পরিচালনা সঠিক নয়।-নিউইয়র্কের এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা।
২০০৭ – ‘গণতন্ত্র ও ক্ষমতার মালিক জনগণ। আমরা কেন হাসিনা ও খালেদার। জন্য অপেক্ষা করব।-বিবিসির সংলাপে কামাল হোসেন।
২০০৭ – চট্টগ্রামে পাঁচ কোটি টাকার ভিওআইপির যন্ত্রপাতি আটক।
২০০৮ – দুই নেত্রীর বৈঠকে বিএনপি-আওয়ামী লীগের আগ্রহ নেই।
২০০৮ – ব্যাংকের সেবা মাশুল, ফি ও কমিশন সুর্নিদিষ্ট হলো।
২০০৮ – হুমকিরোধে বিশেষ সেল মোবাইলের দেড় হাজার সিম বন্ধ করেছে। পুলিশ।
২০০৮ – বিদ্যুতের পাইকারি দাম ১৬ শতাংশ বাড়ল।
২০১০ – প্রধানমন্ত্রীকে ঢাকায় বিপুল সম্বর্ধনা। প্রায় দশঘন্টা যানজট।
২০১০ – প্রধানমন্ত্রীর দেশে প্রত্যাবর্তনের কর্মসূচিতে অংশ না নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ৪৪ জন ছাত্রকে রাত্রে হল ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আজম মুন্নার নির্দেশে হল ত্যাগ করতে বাধ্য করা হলে গভীর রাতে কার্জন হলের সামনের চত্বরে তারা অবস্থান নেয়।
২০১০ – গত আট বছরে পুলিশের খাতায় পাঁচ গুন বেড়ে মাদক সংক্রান্ত অপরাধ শীর্ষে, দ্বিতীয় স্থানে নারী নির্যাতন এবং যুক্ত হয়েছে সাইবার ক্রাইম।
২০১১ – দেশে ফিরে প্রধানমন্ত্রী বললেন, ‘সকল ক্ষমতার উৎস জনগণই।
২০১১ – মানবাধিকার চেয়ারম্যানকে সিলেট কারাগারে ঢুকতে দেওয়া হলো না।
২০১১ – “অন্যআইনে যা-ই থাকুক আয়কর অধ্যাদেশ অনুযায়ী মন্ত্রী ও সাংসদদের বেতন-ভাতা করের আওতায় থাকবে।”-এনবিআর।
২০১৩ – ৪৩ ওষুধ মার্কেট বন্ধ। দিনভর বিক্ষোভ মিটফোর্ডে।
২০১৩ – সারাদেশে পলিটেকনিক ছাত্রদের তান্ডব। কুমিল্লায় পুলিশ ফাঁড়ি তহসিল অফিস, ইউএনও’র গাড়িতে আগুন। সারাদেশে আহত ৩০০ আটক ১১০।
২০১৪ – গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার সাথে আলোচনায় “দেশে কোনো জঙ্গি নেই, জঙ্গি আওয়ামী লীগের ভেতরেই আছে” বলে খালেদা জিয়ার মন্তব্য।
২০১৪ – কোরবানির পশু মোটাতাজাকরণের অবৈধ ওষুধ ব্যবহার বন্ধে হাইকোর্টের রুল জারি।
২০১৪ – কথিত ব্যবসায়ী ওয়াহিদুর রহমানের হাজার কোটি টাকা ঋণ জালিয়াতি অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকসহ চার প্রতিষ্ঠানের কাছ থেকে দুদকের নথি তলব।
২০১৪ – সব ধরনের গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন।
২০১৪ – সচিবালয়ে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সামনে র্যাব মহাপরিচালক মোখলেসুর রহমানের সাক্ষ্য প্রদান।
২০১৪ – বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় আশরাফুলের সাজার মেয়াদ আট বছর থেকে কমিয়ে পাঁচ বছর করার সিদ্ধান্ত।
২০১৪ – টিকিট কেটে নির্দিষ্ট গন্তব্যে যেতে না পারায় ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে ইউনাইটেড এয়ারওয়েজের বিরুদ্ধে পাঁচ যাত্রীর ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা।
২০১৫ – অর্থ পাঁচার, প্রতারণাসহ নানা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী ফিফা কর্মকর্তা জ্যাক ওয়ার্নারকে ফিফার নৈতিকতা-বিষয়ক কমিটি সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ড থেকে আজীবন নিষিদ্ধ করেছে।
২০১৫ – ভারতের রাজধানী দিল্লি থেকে ৫০ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের দাদরি গ্রামে ৫০ বছর বয়েসি মোহাম্মদ আখলাক নামের এক ব্যক্তিকে ২৮ অক্টোবর রাতে পরিবারের সদস্যদের নিয়ে গরুর মাংস খাওয়ার অভিযোগে পিটিয়ে ও পাথর ছুড়ে হত্যা করা হয়েছে। খামার কর্মী আখলাকের ২২ বছর বয়েসি ছেলেও হামলায় গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০১৫ – জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা কার্যক্রমের ওপর ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সেনা ও পুলিশ সদস্য পাঠিয়ে শীর্ষ অবদানকারী দেশ হিসেবে শান্তি মিশনে বাংলাদেশ আরো এগিয়ে যেতে প্রস্তুত।
২০১৬ – ৪৮ ঘণ্টা পর ঝালকাঠিতে যান চলাচল শুরু।
২০১৬ – ইরানের সাংবাদিক নার্গিস মোহাম্মদীকে (৪৫) ১০ বছরের কারাদণ্ডের রায় দিল ইরানের আপিল আদালত।
২০১৬ – মাশরাফি বিন মুর্তজা স্মার্ট কার্ডের শুভেচ্ছা দূত।
২০১৬ – যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা নিয়ে সংসদে বিল উত্থাপন।
২০১৬ – জঙ্গিবাদের মদদদাতাদের বিচার হবে। ভার্জিনিয়ায় রিজ কার্লটন হোটেলে স্থানীয় আওয়ামী লীগের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৬ – নিহত ২২ জঙ্গির ভিসেরা পরীক্ষা। তাদের রক্তে কোনো মাদকের উপস্থিতি পাওয়া যায়নি।
২০১৬ – বিএনপি নেতা আ স ম হান্নান শাহর লাশ কাপাসিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন।
২০১৬ – বিশ্বব্যাংক প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেলেন প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।
২০১৭ – ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড (ইউনিসেফ) মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শিশুদের জন্য এক হাজার ৩০০শ’ স্কুল স্থাপন করবে- ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেডার এক সংবাদ বিজ্ঞপ্তি।
২০১৭ – প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ আছেন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এক হাসপাতালে তাঁর গলব্লাডারে সফল অস্ত্রোপচার করা হয়। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী সাতটি জরুরি ফাইল ছেড়ে দিয়েছেন।
২০১৭ – প্রমবারের মতো নারী মুখপাত্র নিয়োগ দিয়েছে সৌদি আরব। ওয়াশিংটনে নিযুক্ত সৌদি দূতাবাসের মুখপাত্র হিসেবে ফাতিমা বাইশেনকে নিয়োগ।
২০১৭ – প্রখ্যাত সাহিত্যিক-সাংবাদিক-রাজনীতিবিদ আবুল মনসুর আহমেদের ১১৯তম জন্মবার্ষিকী উদযাপন।
২০১৭ – উখিয়া উপজেলার ইনানী এলাকায় ঝড়ের কবলে পড়ে রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবির দ্বিতীয় দিনে ২১ নারী-শিশুর লাশ উদ্ধার। নিখোঁজ অর্ধশত।
২০১৭ – রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজাম-প পরিদর্শনকালে রোহিঙ্গা ইস্যুতে চীন ও রাশিয়ার ভূমিকার সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মানবিক সাহায্য ও গণহত্যার সমর্থন দ্বিচারিতা।
২০১৭ – চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-২০১৬ আজীবন সম্মাননা পেলেন খ্যাতিমান সংগীতশিল্পী খুরশীদ আলম।
২০১৭ – নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সহিংসতাকে রাষ্ট্রীয় ব্যর্থতার ফল উল্লেখ করে মানবতাবিরোধী অপরাধের পূর্ণ তদন্তের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান বাংলাদেশের।
জন্ম
১৫৪৭ – মিগেল দি সের্ভান্তিস, স্পেনীয় ঔপন্যাসিক।
১৫৪৭ – মিগুয়েল ডি কারভেনটেস, স্পেনের প্রখ্যাত নাট্যকার কবি ও লেখক।
১৭২৫ – রবার্ট ক্লাইভ,ভারতে প্রথম ইংরেজ শাসক, ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করেন। (মৃ.২২/১১/১৭৭৪)
১৮৪১ – দুর্গাচরণ রক্ষিত ভারতে প্রথম সর্বোচ্চ ফরাসি সম্মান – ‘লেজিয়ঁ দনার’ এ সম্মানিত বাঙালি উদ্যোগপতি । (মৃ.১৮৯৮)
১৯০১ – এনরিকো ফের্মি, ইতালীয় পদার্থবিদ।
১৯০৯ – ভারতের বলিউডের হিন্দি চলচ্চিত্র নির্মাতা শশধর মুখার্জী ।(মৃ.১৯৯০)
১৯০৯ – কোয়ামে নক্রুমা, ঘানার রাজনীতিবিদ।
১৯১৪ – মনি গুহ, বেঙ্গল প্রেসিডেন্সি তেভাগা আন্দোলনের অন্যতম প্রধান নেতা।(.০৭/০৪/২০০৯)
১৯৩১ – আনিতা একবার্গ, সুইডিশ প্রখ্যাত অভিনেত্রী।
১৯৩২ – মেহমুদ আলী, মেহমুদ নামে পরিচিত, ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক এবং প্রযোজক।(মৃ.২৩/০৭/২০০৪)
১৯৩৬ – সিলভিও বেরলুসকোনি, ইতালীয় প্রধানমন্ত্রী এবং ধণাঢ্য ব্যবসায়ী।
১৯৪৩ – লেস ওয়ালেসা, নোবেলশান্তি পুরস্কার বিজয়ী পোল্যান্ডের শ্রমিক নেতা।
১৯৯১ – মমিনুল ‘সোহরাব’ হক, বাংলাদেশী ক্রিকেটার।
১৯৯৪- আরিফুল ইসলাম হিমু, কেন্দ্রীয় ছাত্রলীগ এর সমন্বয়ক সদস্য।
মৃত্যু
১৯০০ – গুরুপ্রসাদ সেন, পূর্ববঙ্গের অধুনা বাংলাদেশের প্রথম এম.এ. এবং বিহারের প্রথম ইংরাজী দৈনিক ‘বিহার হেরল্ড’ এর প্রতিষ্ঠাতা। (জ.১৮৪২)
১৯০২ – এমিল জোলা, ফরাসী ঔপন্যাসিক।
১৯৪২ – মাতঙ্গিনী হাজরা ভারতীয় বিপ্লবী, স্বাধীনতা আন্দোলনের শহীদ। (জ.১৭/১১/১৮৭০)
১৯৭৩ – ডব্লিউ এইচ অডেন, অ্যাংলো-আমেরিকান কবি।
দিবস
উদ্ভাবক দিবস – আর্জেন্টিনা।
আন্তর্জাতিক কফি দিবস।
বিশ্ব হার্ট দিবস
বিশ্ব শিশু অধিকার দিবস৷
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor