ইতিহাসের এই দিনে -২৫ নভেম্বর

0
0
ইতিহাসের এই দিনে -২৮ নভেম্বর

প্রকাশিত : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল)।। ২২ জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : শ্রীনগর প্রতিনিধি : অনলাইন ডেস্ক : আজ সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল)।। ২২ জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী। কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আলোচিত ঘটনাসমূহ
১৫৩৮ – পর্তুগিজ নৌবাহিনী ভারত থেকে নৌ-সেনাদের সরিয়ে নিয়ে যায়।
১৭৫৯ – একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করে বৈরুত ও দামেস্কে। তাতে প্রায় ৩০ হাজার মানুষ মৃত্যুবরণ করে।
১৮১৩ – জেনারেল হেস্টিংসের উপস্থিতিতে কলকাতার বিখ্যাত চৌরঙ্গী থিয়েটারের উদ্বোধন হয়।
১৮৩৮ – ভারতের করিঙ্গ (বন্দর শহর) শহরে সাইক্লোন আঘাত করে। ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের তোড়ে পুরো শহর তছনছ হয়ে যায়। প্রায় তিন লাখ লোক নিহত হয়।
১৮৩৯ – ভারতের করিঙ্গ (বন্দর শহর) শহরে ঘূর্ণিঝড় আঘাত করে। ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের তোড়ে পুরো শহর তছনছ হয়ে যায়। প্রায় তিন লাখ লোক নিহত হয়।
১৮৭৫ – ব্রিটেন মিশরে খতিবের কাছ থেকে সুয়েজ খালের ৪৪ শতাংশ মালিকানা কিনে নেয়।
১৮৮০ – ফরাসী বিজ্ঞানী লাভরান ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেন।
১৮৯২ – প্যারিস বৈঠকে অলিম্পিক পুনপ্রবর্তনের জন্য কুবার্তার প্রস্তাব।
১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধে পোল্যান্ড দখলকারী দেশগুলো অর্থাৎ রাশিয়া, জার্মানি ও অষ্ট্রিয়া পরাজিত হওয়ার পর পোল্যান্ড আবারও স্বাধীনতা লাভ করে।
১৯৩৬ – জার্মানি ও জাপান কমিউনিস্ট ইন্টারন্যাশনাল বিরোধী চুক্তি স্বাক্ষর করে।
১৯৭১ – পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল কাইউমকে নৃশংসভাবে হত্যা।
১৯৭২ – উত্তর ভিয়েতনাম ও বাংলাদেশের পরস্পরকে স্বীকৃতি দান।
১৯৭২ – উত্তর ভিয়েতনাম ও বাংলাদেশের পরস্পরকে স্বীকৃতি দান।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উত্তর ভিয়েতনাম এবং ইথিওপিয়া।
১৯৭২ – বাংলাদেশকে ইথিওপিয়ার স্বীকৃতি।
১৯৭২ – মঙ্গলা বন্দরে শ্রমিক সংঘর্ষ, ১৪৪ ধারা জারি।
১৯৭৩ – রাজশাহী জেলার তানোর থানার পাঁচনদর ফাঁড়ি লুট।
১৯৭৫ – দক্ষিণ আমেরিকার দেশ সুরিনাম হল্যান্ডের উপনিবেশ থেকে মুক্ত হয়ে পূর্ণ স্বাধীনতা লাভ করে।
১৯৭৫ – দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে মেজর (অবঃ) জলিল, আ.স.ম. রব ও কর্নেল আবু তাহেরসহ ১৬ জন গ্রেপ্তার।
১৯৭৫ – সুরিনামের স্বাধীনতা লাভ।
১৯৭৬ – চিনা বাণিজ্য প্রতিনিধিদলের ঢাকা আগমন।
১৯৭৭ – কুমার দেবাশিস রায় চাকমা প্রধান হিসেবে অধিষ্ঠিত।
১৯৭৮ – নেত্রকোনার দুর্গাপুর থানার চরপাড়া গ্রামে দস্যুদের হাতে ১২ জন দগ্ধ।
১৯৮০ – থাই উপপ্রধান প্রেমরামের ৪ দিনের সফরে আগমন।
১৯৮১ – পার্বত্য চট্টগ্রামে উপজাতি শরণার্থী প্রত্যাগমন শুরু।
১৯৮৪ – সেনাবাহিনী প্রধান হিসাবে এরশাদের চাকুরির আরও এক বৎসর বৃদ্ধি।
১৯৮৬ – ইউএনডিপি’র সঙ্গে সাহায্য চুক্তি।
১৯৮৬ – ঢাকা ফুটবল লীগে মোহামেডান চ্যাম্পিয়ন।
১৯৮৭ – ঢাকা নগরীর কয়েকটি স্থানে সমাবেশ, মিছিল নিষিদ্ধ।
১৯৯০ – ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেড় ঘণ্টা স্থায়ী বন্দুকযুদ্ধ। ছাত্রঐক্যের মিছিলে ছাত্রদলের সশস্ত্র কর্মীদের গুলিবর্ষণে ৭ জন গুলিবিদ্ধ।
১৯৯১ – পাটকল ও চটকল শ্রমিকরা ৪৮ ঘণ্টা অবরোধ শুরু করে।
১৯৯১ – মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্রতীরবর্তী বৃহত্তর একটি বিমান ঘাঁটি ফিলিপিন্সের হাতে তুলে দেয়।
১৯৯১ – খুলনা বিশ্ববিদ্যালয়-এর অ্যাকাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
১৯৯২ – চেক পার্লামেন্ট চেকযুক্তরাষ্ট্র বিভাজন বিল অনুমোদন করা হয়।
১৯৯২ – সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক শারমীন রীমা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনীরের আপিল করার অনুমতির প্রার্থনা খারিজ।
১৯৯২ – ছাত্র সংঘর্ষে ৮ জন আহত। ইসলামি বিশ্ববিদ্যালয় ৭ দিনের জন্যে বন্ধ।
১৯৯৬ – পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশ সফরে এসেছিলেন।
১৯৯৭ – রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের হামলায় ছাত্রলীগের ২০ জন আহত।
১৯৯৭ – চট্টগ্রামে ভূমিকম্পে মোট মৃত্যের সংখ্যা ২১।
১৯৯৭ – ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে ইউনেস্কো মহাপরিচালক ডঃ ফেডেরিকোকে ডিএসসি ডিগ্রি প্রদান।
১৯৯৭ – ঢাকাণ্ডটাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৫, আহত ৬।
১৯৯৮ – আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক দু’দল আইনজীবীর হট্টগোলে হাই কোর্টের একটি বেঞ্চের বিচারকদ্বয় কিছু সময়ের জন্য এজলাস থেকে উঠে যান।
১৯৯৮ – কুষ্টিয়ায় ৩ জাতীয় পার্টি কর্মীকে গুলি ও জবাই করে হত্যা।
১৯৯৯ – রাষ্ট্রীয় মর্যাদায় আজিমপুর কবরস্থানে কবি সুফিয়া কামালের দাফন সম্পন্ন।
২০০০ – চৌমুহনীতে অগ্নিকাণ্ডে ২৮টি দোকান ভস্মীভূত।
২০০০ – ৫টি সড়ক দূর্ঘনায় নিহত ৪, আহত ৪৪।
২০০০ – নরসিংদীর শিবপুর পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ৪৭ জন নিহত।
২০০০ – নারায়ণগঞ্জের মাম্মী হত্যার মামলায় স্বামী, শাশুড়ি ও ননদের ফাসি।
২০০০ – কাসেম গ্রুফ অব ইন্ডান্টিজের চেয়ারম্যান ও অষ্ট্রিয়ার অনারাবি কনসাল মাঈনুল ইসলামের মৃত্যু।
২০০০ – সাত বছরে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের ১০০ অডিট আপত্তির মীমাংসা হয়নি। ১২শ কোটি টাকার অনিয়মে কারো শাস্তি হয়নি।
২০০০ – তিতুমীর কলেজের নিহত ছাত্রনেতা আঁখির সহচর তপনকে মহাখালিতে গুলি করে হত্যা।
২০০০ – ঢাকার বাতাসে ক্যান্সার সৃষ্টিকারী জৈব যৌগ বিপজ্জনক মাত্রায়।
২০০১ – আফগানিস্তানে মার্কিন হামলার ব্যাপারে সরকার দুই অবস্থানে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিএনপির সমর্থন। জামায়াত ও ইসলামিক ঐক্যজোট তার বিরুদ্ধে।
২০০১ – পল্লবীতে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ১, আহত ২।
২০০১ – প্রশাসনে জোড়াতালি, দেড়মাসে ৭ শতাধিক রদবদল!-ভোরের কাগজ
২০০১ – মুক্তিযোদ্ধা সংসদ দখল। বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের অপসারণ। শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে পূর্বের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাওয়ায় আ.লীগের প্রতিবাদ।
২০০১ – শাহরিয়ার কবিরের জামিন আবেদন আদালতে নামঞ্জুর।
২০০১ – খুলনায় মৌজে আলী হত্যায় এরশাদ সিকদার ১৪ সহযোগীসহ খালাস। ন্যায় বিচার পেলাম, খালেদা জিয়া জিন্দাবাদ।-সিকদার।
২০০১ – সংসদে কোরাম সংকট চলছে। ৬০ সদস্য থাকলেও মন্ত্রিসভার অধিকাংশ আসন শূন্য পড়ে থাকে।
২০০১ – সুইস এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হলে ২৪ জন নিহত হয়।
২০০২ – গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন ব্রিটিশ জাইবা মালিক ও একজন। ইটালিয়ান ব্রুনো সরেন্তিনো যশোরের বেনাপোলে গ্রেপ্তার।
২০০২ – যৌথ বাহিনীর হাতে আরো দুজনের মৃত্যু-খুলনার রূপসার শরিফুল মল্লিক এবং গাজীপুরের যুবক আরজ মিঞা।
২০০২ – মাঠ প্রশাসনে ১৪০০ কর্মকর্তা সর্বক্ষণ কর্মস্থলে থাকেন না।
২০০২ – রাঙামাটিতে শান্তিচুক্তির পক্ষ-বিপক্ষের বন্দুকযুদ্ধে নিহত ৪
২০০২ – কৃষিপদক থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়ার প্রস্তাবে সংসদ থেকে আ.লীগের ওয়াকআউট।
২০০২ – হাসানাত আবদুল্লাহ ও তাঁর তিন পুত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা।
২০০২ – ‘ঢাকা শহরে ১৭১টি দৈনিক। ২৩১টি সাপ্তাহিক ও ২৬৯টি মাসিক পত্রিকা প্রকল্পিত হয়।-সংসদে তথ্যমন্ত্রী।
২০০২ – ঢাকায় দুই শীর্ষ সন্ত্রাসীসহ ৭৮ জন আটক।
২০০৪ – দ্য ব্রিটিশ কাউন্সিলের ১০২টি দেশে ৪০ হাজার লোকের মধ্যে একটা জরিপে ‘মা’ বা ‘মাদার’ শব্দটি মধুরতম শব্দ হিসেবে শীর্ষস্থান লাভ।
২০০৪ – আবদুশ শাকুরের গোলাপ সংগ্রহ ও শাহিন আখতারের তালাশ প্রথম আলোর বর্ষসেরা বই।
২০০৪ – নরওয়ের রাষ্ট্রদূত নরহেইমের ছিনতাইকৃত মালামাল উদ্ধার। ৩ ছিনতাইকারী গ্রেপ্তার।
২০০৪ – পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ঝিনাইদহের বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা ও একাধিক মামলার আসামি মিজানুর রহমান আসাদ (৩৫) নিহত।
২০০৪ – মুক্তিযোদ্ধা কবি ত্রিদিব দস্তিদার (৫২)-এর মৃত্যু।
২০০৪ – রাতে তাজমহল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
২০০৪ – কুষ্টিয়ায় যৌথবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে ক্রসফায়ারে আওয়ামী লীগ নেতা আবদুস সামাদ ও বিপ্লবী কমিউনিস্ট বাহিনীর আঞ্চলিক নেতা আশরাফুল কাদির লালটু (৩৮) নিহত।
২০০৪ – সাবমেরিন কেবল প্রজেক্টের সময়সীমা রক্ষায় অসুবিধা।
২০০৪ – ‘এভাবে হাত ধরাধরি করে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও এ সরকারের পতন হবে না। আ.লীগের সভায় এক নেতা।
২০০৪ – চট্টগ্রামে মৃদু ভূমিকম্প।
২০০৪ – চট্টগ্রামের মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা শফিউদ্দিন আহমদ হত্যা মামলায় দুজনের ফাঁসি, পাঁচ জনের যাবজ্জীবন।
২০০৫ – হেনার বক্তব্য মতিউর রহমান নিজামী অস্বীকার করেন।
২০০৫ – বাংলা ভাই একটা সময় মাঠে নেমেছিল যখন সর্বহারার বিরুদ্ধে জনমত ছিল প্রবল। আর তাই বাংলা ভাইয়ের তৎপরতাকে সরকার কাজে লাগালেও লাগাতে পারে। তবে জামায়াত জঙ্গিদের পৃষ্ঠপোষক আবু
২০০৫ – মাদারিপুর জেএমবি নেতা আলী আহমদের বাড়ি থেকে টাইমবোমা, রাজশাহীতে জেহাদি বই-লিফলেট এবং রংপুরে বিস্ফোরক উদ্ধার।
২০০৫ – মাল্টায় তিনদিনব্যাপী কমনওয়েলথ শীর্ষ সম্মেলন।
২০০৫ – ‘গোপনে কেউ যদি চেহারা বদল করে থাকে তাকে কি সহজে ধরা যাবে? জনযুদ্ধ ও সর্বহারাদের বহু নেতা যুগের পর যুগ আত্মগোপন করে আছেন। সবাই ধরা পড়েননি।-এক টেলিভিশন সাক্ষাৎকারে মতিউর রহমান নিজামী। তিনি ডেইলি স্টারের আট কলামের হেডিং-এর কথা উল্লেখ করে বলেন, অপকর্ম করে কেউ যদি ৮ কলামের হেডিং পায় তা হলে শতশত বাংলা ভাই সৃষ্টি হবে।
২০০৫ – ‘এখনই জঙ্গি তৎপরতা দমন করা না হলে দেশের পরিস্থিতি আরো ভয়াবহ হবে। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটির সদস্য কর্নেল (অব.) অলি আহমদ।
২০০৫ – ‘জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছে তাদের অনেকেই জামায়াত-শিবির সমর্থক বা সমর্থন করত।-সরকারি দলের হুইপ আশরাফ হোসেন, প্রথম আলোকে।
২০০৫ – চারুকলার বকুলতলায় সপ্তম বছরের মতো নবান্ন উৎসব পালিত।
২০০৬ – দাওয়াতে গেলে তাদের পালানোর মতো আচরণ করার কথা নয়। সাবেক উপদেষ্টা এম হাফিজুদ্দিন খান।
২০০৬ – শেখ রাজ্জাক আলীকে নিয়ে আজমির শরিফ গেছেন কর্নেল অলি।
২০০৬ – উত্তরায় আমলাদের বৈঠক নিয়ে তদন্ত হবে।-সংস্থাপন সচিব।
২০০৬ – উত্তরায় ষড়যন্ত্র বৈঠকের মিলিত কর্মকর্তাদের শাস্তির দাবি।-১৪ দল।
২০০৬ – চরমোনাই পীর সৈয়দ ফজলুল করিম (৭১)-এর মৃত্যু।
২০০৬ – ফি না নিয়ে রোগীদের কাছে ধানের শীষে ভোট চাওয়াকে জেনেভা ডিক্লারেশনের পরিপন্থী বলে নিন্দা করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ।
২০০৭ – নকল চাবি দিয়ে কারা সেলের তালা খুলে শায়খ আবদুর রহমানের ছেলে নাবিলসহ ৫ জঙ্গির পলায়ন চেষ্টা। সারাদেশে কারাগারে বিশেষ সতর্কাবস্থা।
২০০৭ – উপদেষ্টা পরিষদ সশস্ত্র বাহিনীর জন্য প্রস্তাবিত আলাদা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস অধ্যাদেশ ২০০৭ অনুমোদন করে।
২০০৭ – উপকূল অঞ্চলে নেতৃদ্বয়ের মুক্তির কোনো দাবি ওঠেনি।-ড. কামাল হোসেন।
২০০৮ – চট্টগ্রাম আদালতে বিচারককে লক্ষ্য করে বোমা হামলা মামলার রায়ে চার জঙ্গির ২০ বছর করে জেল।
২০০৮ – বিএনপির মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ২ হাজার ২৬০টি।
২০১০ – প্রশিক্ষাপ্রার্থী চালকের গাড়ি চাপায় ছাত্র আহত, ২ গাড়িতে আগুন, ভাঙচুর।
২০১০ – এনজিও নির্ভর এইড চিকিৎসা! ১৫-২৪ বছরের নারীদের ঝুঁকি বেশি।
২০১০ – জাতিসংঘ জলবায়ু তহবিল বাংলাদেশ এক টাকাও পায়নি এপর্যন্ত।
২০১০ – বিএনপি সাংসদের পদত্যাগ পত্রে সই নেওয়া হচ্ছে।
২০১১ – নতুন বিদ্যুৎ-সংযোগ পেতে হলে অনেক অর্থ খরচ করে সৌর বিদ্যুতের প্যানেল বসাতে হবে। গ্রাহককে বাধ্য করা হচ্ছে। সরকারেও তেমন লাভ হচ্ছে না। বিদ্যুৎ উৎপাদনে এক মেগাওয়াটও বাড়েনি। সৌর বিদ্যুৎতে লাভ নেই গ্রাহকের। সামান্য বিদ্যুৎ কোনো হিসাবের মধ্যে আসছে না, মুনাফা করছে ব্যবসায়ীরা।
২০১২ – পুড়ে যাওয়া শ্রমিকের হাড়-দাঁত থেকে ডিএনএ সংগ্রহ।
২০১২ – রাজশাহী শহরের মহাজনেরা ২০০ টাকায় সাত দিনে সুদ নেয় ১০ টাকা, যাতে বার্ষিক সুদের হার দাঁড়ায় ৫২১ টাকা।
২০১৩ – শেষ সময়ে ১৩ টিভি ১৪ রেডিওর লাইসেন্স।
২০১৩ – ৫ জানুয়ারি ভোট গ্রহণ, মনোনয়নপত্র সংগ্রহ আজ থেকে। মনোনয়নপত্র জমার শেষ সময় ২ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৫ ও ৬ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর।
২০১৩ – আজ থেকে ৪৮ ঘন্টার অবরোধ ১৮ দলের।
২০১৩ – ভাঙচুর-আগুন, ককটেল-নাশকতা, নিহত ১।
২০১৩ – মন্ত্রীরা সরকারি সুবিধা পাবেন না। আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল।
২০১৩ – যুক্তরাষ্ট্রের বানিজ্য ও বিনিেেয়াগ সহযোগিতা ফোরাস চুক্তি (টিকফা) অবশেষে সই হয়েছে।
২০১৩ – শতকোটি টাকার সরকারি সম্পত্তি ৪ কোটিতে বিক্রি।
২০১৩ – সমঝোতা ছাড়াই তফসিল।
২০১৩ – বিএনপি নেতা শাহ হান্নান গ্রেপ্তার।
২০১৪ – দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি’র চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন।
২০১৪ – ইরাকের রাজধানী বাগদাদে শক্তিশালী জোড়া গাড়ি বোমা বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু, আহত ৪০ জন।
২০১৪ – প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৮তম শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ।
২০১৪ – ভারত-বাংলাদেশের মধ্যে স্থলসীমান্ত চুক্তি ভারতীয় পার্লামেন্টে সর্বসম্মতভাবে পাস।
২০১৪ – একটি কোম্পানির লাভজনক পদে থেকেও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন কেন অবৈধ নয়-তা জানতে চেয়ে রুল জারি।
২০১৪ – মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার রিভিউ (পুনর্বিবেচনার) আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ।
২০১৪ – মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীর রাজধানীর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ, কারাগারে র্পের ণ।
২০১৪ – রাজধানীতে ফুটওভার ব্রিজ ব্যবহার না করে যত্রতত্র রাস্তা পারাপার ঠেকাতে ঢাকা মহানগর পুলিশের অভিযান শুরু। নিয়ম না মানায় অনেক পথচারীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।
২০১৪ – রাজধানীর ক্যান্টনমেন্ট থানার কালশীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নাজমুল ইসলাম নিহত।
২০১৪ – চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা আজিজুর রহমান ও দামুড়হুদা ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিল্টনকে কারাগারে প্রেরণ।
২০১৪ – লিবিয়ায় বিমান হামলা বন্ধ এবং মতপার্থক্য দূর করতে সকলপক্ষকে আলোচনায় বসতে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের আহ্বান।
২০১৪ – সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসআই অধ্যুষিত রাক্কা শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় ৬৩ জন নিহত।
২০১৫ – বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মেট্রো সার্ভিস ও স্কুলগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে।
২০১৫ – ১৫৩ জন বিশিষ্ট ব্যক্তিকে আইএস ও আনসারুল্লাহ বাংলা টিমের নামে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তেজগাঁও এলাকা থেকে আবদুল হক (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিবি।
২০১৫ – ২৪ নভেম্বর রাতে আইএস-এর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে রাজধানীর বাড্ডা এলাকা থেকে নাহিদ হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
২০১৫ – খুলনা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে আচার্য হিসেবে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, দেশে শিক্ষার হার বৃদ্ধি পেলেও শিক্ষার গুণগতমান এখনো কাক্সিক্ষত পর্যায়ে পৌঁছায়নি এজন্য শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
২০১৫ – স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) মালিকানা পরিবর্তন হয়েছে।
২০১৫ – গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাটের প্রত্যন্ত দহগ্রাম ও আঙরপোতায় গ্রামীণফোনের থ্রিজি নেটওয়ার্ক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সুদের চাপে সঞ্চয় থাকে না বলেই ক্ষুদ্রঋণ ব্যবস্থায় গ্রহীতাদের পক্ষে দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে আসা সম্ভব হয় না। এ কারণে সরকার ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর সঞ্চয় বৃদ্ধি ও পল্লি কর্মসংস্থান ব্যাংক সৃষ্টির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর ঋণের ব্যবস্থা করেছে।
২০১৫ – ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষক পরিমল জয়ধরের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে ট্রাইবুনাল। যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি একই সঙ্গে তার ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে তার আরো ছয় মাসের কারাদণ্ডের নির্দেশও দিয়েছে ট্রাইবুনাল।
২০১৬ – দুই সপ্তাহ পর জ্ঞান ফিরল তামিলনাড়-র মুখ্যমন্ত্রী জয়ললিতার।
২০১৬ – জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা।
২০১৬ – ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল টেসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ।
২০১৬ – দিল্লিতে আতশবাজি নিষিদ্ধ। সুপ্রিম কোর্টের রায়।
২০১৬ – বিপিএল। রাজশাহী কিংসকে হারিয়ে ১২ রানে রংপুর রাইডার্সের বিজয়।
২০১৬ – মিসরের সিনাইয়ে গাড়িবোমা হামলা। নিহত ১২।
২০১৬ – ঢাকায় অনুষ্ঠিত সাউথ এশিয়া ইভিশিয়ার কনফারেন্সে এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ সেমিনারের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
২০১৭ – লেখক অভিজিৎসহ পাঁচ ব্লগার হত্যায় অংশগ্রহণকারী জঙ্গি আরাফাত রহমান ওরফে সাজ্জাদ গ্রেপ্তার।
২০১৭ – লেখক গবেষক বাচিকশিল্পী ‘নরেন বিশ্বাস পদক-২০১৭’ পেলেন বরেণ্য নাট্যশিল্পী আলী যাকের।
২০১৭ – নন-ক্যাডারদের সমমান ঠেকাতে ধর্মঘটে বিসিএস শিক্ষা ক্যাডারভুক্ত কলেজ শিক্ষকরা। ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী বললেন, এ আন্দোলন অযৌক্তিক।
২০১৭ – পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, মিয়ানমারের ইচ্ছায় ১৯৯২ সালের চুক্তি অনুসরণ করে চুক্তি করা হয়েছে। ২০১৬ পর থেকে আসা রোহিঙ্গাদের ফেরত নেবে মিয়ানমার। ভারত ও চীনের সঙ্গে আলোচনার পর চুক্তি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যৌক্তিক সময়ের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন। অস্থায়ীভাবে থাকার জন্য চীন ও ভারত প্রি-ফেব্রিকেটেড বাড়ি দেবে। মিয়ানমার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সময়ে ইউএনএইচসিআরকে প্রক্রিয়ায় যুক্ত করবে, যাচাই প্রক্রিয়ার মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত নেবে নেপিডো।
২০১৭ – বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মিলনায়তনে এক সেমিনারে বক্তৃতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজনীতিকরা দুর্নীতিমুক্ত হলে দেশের দুর্নীতি স্বয়ংক্রিয়ভাবে অর্ধেক কমে যাবে।
২০১৭ – বরিশাল বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশড়বপত্র ফাঁস চক্রের ৬ জন গ্রেপ্তার।
২০১৭ – রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারির উৎসব উদ্বোধন।
২০১৭ – জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘বিশ্ব ঐতিহ্য’ স্বীকৃতি উদযাপন। রাজধানীসহ সর্বত্র বর্ণাঢ্য শোভাযাত্রায় উৎসবমুখর দেশ। এ উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষের বিশাল সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ইতিহাস বিকৃতকারীরা যেন ক্ষমতায় আসতে না পারে। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপেড়বর ক্ষুধা, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে দেশকে গড়ে তুলবই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে।’
২০১৭ – মিশরের সিনাই প্রদেশে মসজিদে হামলা ও গুলির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০৫ জন। এ ঘটনায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে জঙ্গিদের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল ফাতাহ আল মিসি।
৬৫৬ – দুঃখজনক ‘জঙ্গে জামাল’ সংঘটিত হয়।

জন্ম
১৫৬২ – লাফান ডি ভেগা, স্পেনীয় নাট্যকার ও কবি।
১৮৪১ – আর্নেস্ট সচ্রডের, জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ।
১৮৯৫ – লুডভিক সভোবডা, চেক জেনারেল, রাজনীতিবিদ ও ৮ম প্রেসিডেন্ট।
১৮৯৮- দেবকী কুমার বসু, বাংলা চলচ্চিত্রের শীর্ষ পরিচালক, লেখক ও অভিনেতা।
১৯০৪ – বা জীন, চীনা লেখক।
১৯০৮ – নাট্যকার নূরুল মোমেন জন্মগ্রহণ করেন।
১৯১৫ – অগাস্টো পিনোশের, চিলির জেনারেল, রাজনীতিবিদ ও ৩০তম প্রেসিডেন্ট।
১৯১৫ – রন হামেন্স, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯১৯ – ধ্বনি বিজ্ঞানী ও ভাষাতাত্ত্বিক মুহম্মদ আবদুল হাইয়ের জন্ম।
১৯২০ – রিকার্ডো মন্টাল্বান, মেক্সিকান বংশোদ্ভূত মার্কিন অভিনেতা, গায়ক ও পরিচালক।
১৯২৩ – মাউন কইভিস্টো, ফিনিশ মহাজন, রাজনীতিবিদ ও ৯ম প্রেসিডেন্ট।
১৯২৫ – নারায়ণ দেবনাথ, প্রখ্যাত ভারতীয় বাঙালি কার্টুনিস্ট ও চিত্রশিল্পী।
১৯৩১ – মিন্টু দাশগুপ্ত বাংলা প্যারোডি গানের রচনাকার ও গায়ক।
১৯৩৩ – শক্তি চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি কবি।
১৯৩৪ – ভৈরব গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি যাত্রা পালাকার।
১৯৪৬ – ইউসুফ মুতালা, পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও দায়ী।
১৯৫২ – ইমরান খান, পাকিস্তানি ক্রিকেটার ও রাজনীতিবিদ।
১৯৬২ – হিরনবু সাকাগুচি, জাপানি খেলা ডিজাইনার ও মিস্টওয়াল্কারের প্রতিষ্ঠিাতা।
১৯৭৭ – গুইলেরমো কানাস, আর্জেন্টিনার টেনিস খেলোয়াড়।
১৯৮১ -জাবি আলোনসো, স্পেনীয় ফুটবলার।
১৯৮৪ – গাস্পারড উলিয়েল, ফরাসি মডেল ও অভিনেতা।
১৯৮৬ – ক্রেগ গার্ডনের, ইংরেজ ফুটবল খেলোয়াড়।

মৃত্যু
১৫৬০ – আন্দ্রেয়া ডরিয়া, ইতালীয় এডমিরাল।
১৮৫৭ – সালে এই দিনে সিপাহী বিদ্রোহ দমনকারী ব্রিটিশ সেনা অফিসার স্যার হেনরি হ্যাভলক।
১৮৮৫ – টমাস এ. হেন্ড্রিক্স, মার্কিন আইনজীবী, রাজনীতিবিদ ও ২১তম উপণ্ডরাষ্ট্রপতি।
১৯১১ – ফরাসি মার্কসবাদী নেতা পল লাফাগ।
১৯২৫ – যদুনাথ পাল,খ্যাতনামা মৃৎশিল্পী।
১৯৪১ – বিনয় কুমার, সমাজতাত্ত্বিক।
১৯৫০ – ইয়োহানেস ভিলহেল্ম ইয়েনসেন, নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ লেখক ও নাট্যকার।
১৯৫৬ – অলিয়েক্সান্দ্র পেত্রভিচ দোভজেন্‌কো, ইউক্রেনীয় বংশোদ্ভূত রুশ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৫৯ – জেরার্ড ফিলিপ, ফরাসি অভিনেতা।
১৯৭০ – ইয়ুকিও মিশিমা, জাপানি লেখক, অভিনেতা ও পরিচালক।
১৯৭৩ – লরেন্স হার্ভি, লিথুয়ানীয় ব্রিটিশ অভিনেতা।
১৯৭৪ – মহা থ্রায় সিথু উ থান্ট, বর্মী কূটনীতিবিদ এবং জাতিসংঘের তৃতীয় মহাসচিব।
১৯৮১ – রাইচাঁদ বড়াল, প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরশিল্পী ও সঙ্গীত পরিচালক।
১৯৯০ – ভারতের ট্রেড ইউনিয়ন সংগঠক মহম্মদ ইলিয়াস
১৯৯৭ – হাস্টিংস বান্ডা, মালাউইর চিকিৎসক, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
২০১৩ – উইলিয়াম অ্যান্থনি ফোকেস, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
২০১৬ – ফিদেল কাস্ত্রো, তিনি ছিলেন একজন কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী।
২০২০ – ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।

দিবস
বিশ্ব নারী নির্যাতন বিলোপ দিবস
নারীর প্রতি সহিংসতার অবসান ঘটানোর আন্তর্জাতিক দিবস
Byu Nothing Day

(বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

 ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর।

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন