প্রকাশিত : শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, খ্রিষ্টাব্দ।। ১০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল)।। ২১ রবিউস সানি ১৪৪৬ হিজরি।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : আজ শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, খ্রিষ্টাব্দ।। ১০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল)।। ২১ রবিউস সানি ১৪৪৬ হিজরি। ২৫ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৯৮তম (অধিবর্ষে ২৯৯তম) দিন। বছর শেষ হতে আরো ৬৭ দিন বাকি রয়েছে। জেনে নিন ইতিহাসের আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনাবলি, জাতীয় দিবস সমূহ এবং এই দিনে কোন কোন বিশিষ্টজন জন্মগ্রহণ ও মৃত্যু বরণ করেছেন।
ঘটনাবলি
১১৫৪ – দ্বিতীয় হেনরি ইংল্যান্ডের রাজা হন।
১৭৬০ – তৃতীয় জর্জ গ্রেট ব্রিটেনের রাজা হন।
১৮২৫ – ব্রাজিলের কাছ থেকে উরুগুয়ে স্বাধীনতা লাভ করে।
১৯১৭ – জারদের পতন ঘটিয়ে কমিউনিস্টরা রাশিয়ার ক্ষমতায় আরোহণ করে।
১৯৩৬ – ইতালি জার্মানি চুক্তির মাধ্যমে রোম-বার্লিন অক্ষ শক্তি গড়ে ওঠে।
১৯৪৫ – চিয়াংকাইসেক তাইওয়ান দখল করে নেন।
১৯৪৬ – স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশ ভারতে কংগ্রেস-লীগ অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হয়।
১৯৫১ – স্বাধীন হওয়ার পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
১৯৬২ – উগান্ডা জাতিসংঘে যোগদান করে।
১৯৬৪ – স্বাধীনতার প্রাক্কালে ভারতে কংগ্রেস-লীগ অন্তবর্তীকালীন মন্ত্রিসভা গঠন করে।
১৯৭১ – ইংল্যান্ডের কভোন্ট্র শহরের প্রবাসী বাঙালিদের ঐতিহাসিক সমাবেশ ও বাংলাদেশ অ্যাকশন কমিটি গঠন।
১৯৭৩ – ফরিদপুরের বালিয়াকান্দি থানা লুট।
১৯৭৪ – বাংলাদেশের সাহায্য দাবি বিবেচনার জন্য প্যারিসে বিশ্বব্যাংকের বৈঠক।
১৯৭৫ – ভারতীয় বিজ্ঞানীদের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উত্তক্ষিপ্ত হয়।
১৯৭৬ – প্রবীণতম আইনজীবী নাজিরুদ্দীন আহমদ (৯১)-র ইন্তেকাল।
১৯৭৬ – পশ্চিম জার্মানির সহিত কারিগরি চুক্তি।
১৯৭৭ – বগুড়া-ঢাকার ঘটনায় দোষীদের শাস্তির ব্যবস্থা অভিনন্দিত।
১৯৭৭ – বঙ্গভবনে শিল্পী সমাবেশে জিয়া, বাংলাদেশী জাতীয়তাবাদই হবে শিল্প সংস্কৃতির প্রেরণা।’ জাতীয় শিল্পণ্ডসংস্কৃতি পরিষদ গঠনের ঘোষণা।
১৯৭৭ – রাজধানীতে মহিলা মিছিল।
১৯৭৭ – কৃষকনেতা হাতেম আলী খানের ইন্তেকাল।
১৯৭৭ – নির্বাচন কমিশনের ঘোষণা, ‘ডিসেম্বরে জেলা পরিষদ নির্বাচন।
১৯৭৮ – জয়দেবপুরে আইআরডিপির প্রশিক্ষণ শিবির উদ্বোধন।
১৯৭৯ – দিনাজপুরে মন্ত্রিপরিষদের বৈঠক।
১৯৮০ – ৫ দফা দাবিতে সরকারের সাথে সমঝোতায় সংবাদপত্র পরিষদের কালোদিবসের কর্মসূচি প্রত্যাহার।
১৯৮১ – মেঘনা ফেরিঘাটে যাত্রীবাহী বাস নিমজ্জিত। ৫ জনের মৃত্যু।
১৯৮২ – মেজর জেনারেল শামসুজ্জামানকে কুয়েতের রাষ্ট্রদূত নিয়োগ।
১৯৮৩ – বৈরুতে সংঘটিত একটি ভয়ংকর বিস্ফোরণে ২১৬জন মার্কিন সৈন্যের মৃত্যু হয়।
১৯৮৩ – ওয়াশিংটনে প্রেসিডেন্ট রিগ্যানের সঙ্গে এরশাদের বৈঠক। পিএল ১৮০তে সাড়ে ৬ কোটি ডলারের খাদ্যসাহায্য চুক্তি।
১৯৮৩ – গ্রানাডায় মার্কিন মেরিনস বাহিনীর গ্রেনেড আক্রমণ।
১৯৮৪ – নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল সুলতান আহমদ যোগাযোগমন্ত্রী।
১৯৮৪ – ঢাকায় ইউপি চেয়ারম্যান সম্মেলনে প্রেসিডেন্ট এরশাদের ভাষণ।
১৯৮৬ – ভারতে এশিয়ার বৃহত্তম নৌঘাঁটি স্থাপন।
১৯৮৯ – মাদকাসক্তি চিকিৎসায় পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণে প্রসিডেন্টের নির্দেশ।
১৯৮৯ – ‘বন্যাসমস্যা সমাধানে জাতিসংঘ বাংলাদেশকে সাহায্য দেবে।’-কুয়েয়ার।
১৯৯০ – শিক্ষাপ্রতিষ্ঠান অধ্যাদেশ ‘৯০ বাতিলের দাবিতে সর্বদলীয় ছাত্রঐক্যের আহ্বানে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ।
১৯৯১ – উপজেলাব্যবস্থা বাতিল অধ্যাদেশ চ্যালেঞ্জ করে তিনটি রিট আবেদন।
১৯৯১ – রাষ্ট্রপতি নির্বাচন আইন ‘৯১ চ্যালেঞ্জ করে আনীত রিট আবেদনের রুল জারি প্রশ্নে আদালত দ্বিধাবিভক্ত।
১৯৯৪ – ভারতের বাররী মসজিদের স্থলে মন্দির নির্মাণ করা যাবে না-মর্মে ভারতীয় সুপ্রিম কোর্টের রায়।
১৯৯৪ – সরকার ও বিরোধীদলের মধ্যে বহুল আলোচিত সংলাপ ভেঙে যায়।
১৯৯৭ – নারায়ণগঞ্জে রেস্তোরা থেকে পিস্তলসহ বিএনপির ১০ ক্যাডার গ্রেপ্তার।
১৯৯৭ – রাষ্ট্রপতি ও চিফ স্কাউট বিচারপতি সাহাবুদ্দীন আহমদ সিলেটের লাক্কাতুরা গলফ এরিনায় ৯ম এশিয়া প্যাসিফিক ও ৭ম বাংলাদেশ রোভারমুট উদ্বোধন করেন।
১৯৯৭ – সাবেক আওয়ামী লীগ সাংসদ হাতেম আলী তালুকদারের মৃত্যু।
১৯৯৮ – অবৈধ অবস্থান ও বাংলাদেশ পাসপোর্ট ব্যবহারের অভিযোগ স্বীকার করায় আসামের উলফা নেতা অনুপ চেটিয়ার ৬ বছর ৯ মাস কারাদণ্ড।
১৯৯৮ – উইলস কাপে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ইংল্যান্ডের বিদায়।
১৯৯৯ – ডাক্তারদের অবহেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনির হোসেনের মৃত্যু ঘটেছে-এই অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ। প্রায় ১০০ গাড়ি ভাঙচুর। কাঁদানে গ্যাসের ফলে নারী-শিশু রোগীদের আর্তনাদ।
২০০০ – প্রধানমন্ত্রীর কাফকো চুক্তি সম্পর্কে শ্বেতপত্র প্রকাশের নির্দেশ।
২০০০ – বরিশালে যুবলীগ ক্যাডার ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের তা-ব।
২০০০ – ভারতীয় ডাকাতদের ব্রাশফায়ারে শার্শার বিডিআরসহ তিনজন আহত।
২০০০ – মতিঝিলে ট্রাভেল এজেন্সির সিন্দুক ভেঙে ৪৬ লাখ টাকা লুট।
২০০০ – গত বছর চট্টগ্রাম বন্দরে ২৩টি জলদস্যুতার ঘটনা ঘটে, এ বছরে তা বৃদ্ধি পেয়ে ৩২টি। আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যুরো ঘটনাগুলোকে বিপজ্জনক বলেছে।
২০০০ – ‘দেশে ভারতীয় বিদ্রোহীদের কোনো আস্তানা নেই।-বিডিআর এর এ বক্তব্য বিএসএফ মানতে নারাজ।
২০০০ – “কোনো হুমকি ও ত্রাস সৃষ্টি করা ছাড়া হরতাল করা যেতে পারে।”-হরতাল অবৈধ ঘোষণা করার রিট খারিজ করে হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চের রায়।
২০০০ – “সাংবাদিকদের হাত-পা ভেঙে দিন-থানায় মামলা হবে না।”-সাতক্ষীরা সদরের ইউপি চেয়ারম্যানদের এক সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ড. মোজাম্মেল হোসেন।
২০০০ – চট্টগ্রামে দেড়কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৬।
২০০০ – টাঙ্গাইলে ২৭ শাখার পণ্যবোঝাই ট্রাক ছিনতাই।
২০০০ – ফিলিস্তিনে ইসরাইলি হামলায় প্রতিবাদে ঢাকায় জাতিসংঘ কার্যালয় অভিমুখে ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অর্ধশতাধিক আহত।
২০০১ – নয়া দিল্লিতে বাংলাদেশের পতাকা পোড়ানোর প্রতিবাদে ভারতীয় হাই কমিশনারকে তলব।
২০০১ – গ্যাস রপ্তানির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে আবারো মার্কিন রাষ্ট্রদূতের তাগিদ, তবে তাঁর মতে তৈরি পোশাকের কোটামুক্ত সুবিধা ও গ্যাস। রপ্তানি পৃথকভাবে বিবেচনার জন্য দুটি পৃথক বিষয়।
২০০১ – সঞ্চয়পত্রের সুদের হার কমালেই বিনিয়োগ বাড়বে এমন নিশ্চয়তা নেই বলে ব্যাংকার ও অর্থনীতিবিদদের অভিমত।
২০০১ – ‘দুর্নীতি দমন ব্যুরোর অনুরোধেই আ. লীগ নেতাদের পাসপোর্ট আটক করা হয়েছে।-স্বরাষ্ট্রমন্ত্রী।
২০০২ – নবম পদাতিক ডিভিশনের জিওসি মে. জে. আবু রুশদ রোকনউদদৌলা কারো কাছে গত ২৩ অক্টোবর একথা বলেননি যে, ‘সন্ত্রাস দমনে বেসামরিক প্রশাসন কার্যকর ভূমিকা না রাখতে পারাতেই সরকার শেষ ভরসা হিসেবে সেনাবাহিনীকে এই কাজে নিয়োগ করেছে। এই প্রসঙ্গে আইএসপিআর বক্তব্য, ওই জিওসি সাংবাদিকদের সহজ এক আলাপচারিতার একপর্যায়ে বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সন্ত্রাস দমন কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যেই সেনাবাহিনী নিয়োজিত রয়েছে।
২০০২ – নারায়ণগঞ্জে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে ২ সেনার মৃত্যু।
২০০২ – রংপুরে সাবেক এমপি সরফুদ্দিন আহমেদ ঝন্টু ও পৌরকমিশনার আশেক আলীকে আটক।
২০০২ – শরীয়তপুর-১ আসনের স্বতন্ত্র এমপি হেমায়েত উল্লাহ আওরঙ্গকে নাইনশুটারগানসহ তাঁর ঢাকার বাসা থেকে গ্রেপ্তার।
২০০২ – সাবেক আওয়ামী লীগ এমপি ডা. ইকবালের বাসা থেকে অস্ত্র উদ্ধার।
২০০৩ – ভোলা ও নোয়াখালীতে আ.লীগের গড ফাদার তালিকা নিয়ে ১৮ কোটি টাকার মানহানির মামলা।
২০০৩ – রেলের ১৭ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ৫ কোটি ৮৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ।
২০০৩ – জোটের গডফাদারদের আরো তালিকা প্রকাশ হবে। জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগের প্রক্কালে শেখ হাসিনা।
২০০৩ – প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ইংল্যান্ড সাত উইকেটে জয়ী।
২০০৩ – প্রতিবন্ধীদের ক্যাডার সার্ভিসে নেওয়া হবে। আ. লীগ দুবার দেশে দুর্ভিক্ষ ও দুর্নীতি এনেছে।-ঝিনাইদহের জনসভায় প্রধানমন্ত্রী।
২০০৩ – বরিশালে কনসার্ট হয়নি, আয়োজকরা লাপাত্তা, পুলিশের সঙ্গে সংঘর্ষ।
২০০৩ – বুড়িগঙ্গার ৮টি বহুতল অবৈধ স্থাপনা উচ্ছেদ রয়ে গেল।
২০০৩ – মংলায় লংমার্চের সমাপ্তি।
২০০৩ – ছয়দিনের সফরে জার্মানির উদ্দেশ্যে শেখ হাসিনার ঢাকা ত্যাগ।
২০০৩ – ত্রিশালে ট্রাক উল্টে নিহত ৩, আহত ১০
২০০৪ – বরিশালে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বিএনপির নেতা ও কমিশনার মাহবুব আলম মেহেদী নিহত। র্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ।
২০০৪ – ময়মনসিংহে বি. চৌধুরীর বিকল্প ধারা ও ড. কামাল হোসেনের ঐক্যমঞ্চের সংলাপে যুবদলের বাধা, তুমুল হট্টগোল।
২০০৪ – র্যাবের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন।
২০০৪ – গভীর রাতে ঢাকার কারওয়ান বাজারের শাহাবুদ্দিন (৪২) এবং পল্লবীর। ফারুক (২৭), নাজিউর রহমান ও সেকান্দার আলী (২৯) নিহত।
২০০৪ – ‘৫১০ কেজি চাল ২ ঘণ্টার মধ্যে বিক্রি। এরপর দোকান খোলা রাখলে লোকজন আমাকে পাথর মারবে। চট্টগ্রামে খোলাবাজারে চাল বিক্রি কার্যক্রমে ডিলার মফিজউল্লাহ।
২০০৫ – ১৩৬০ ডলারের কমে হজযাত্রী নেবে না বিদেশী এয়ারলাইন্স।
২০০৫ – খুলনায় র্যাবের সঙ্গে ক্রসফায়ারে ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান নিহত।
২০০৬ – ‘সংলাপ ব্যর্থ হলে হতাশ হওয়ার কিছু নেই; সংবিধানই রক্ষাকবচ। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বিদায়ী ভাষণ।
২০০৬ – বি. চৌধুরী ও অলি আহমদের নেতৃত্বে গঠিত নতুন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে বর্তমান ও সাবেক ২৪ জন মন্ত্রী-এমপিসহ ১ ০২ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এলডিপিতে যোগ দেওয়ার জন্য পদত্যাগী মন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা।
২০০৬ – বিকেলে প্রেসব্রিফিং-এ মান্নান ভূঁইয়া : কে এম হাসানকে বাদ দিয়ে সমঝোতা সম্ভব নয়।
২০০৭ – দেশে ফিরেছেন সাবিনা ইয়াসমিন।
২০০৭ – ইয়াবা ও ভিওআইপি সরঞ্জামসহ ২০ কোটি টাকার পণ্য আটক, গ্রেপ্তার
২০০৭ – বাংলাদেশে কোনো স্বাধীনতাবিরোধী নেই, এমনকি যুদ্ধাপরাধীও নেই।-জামায়াত সেক্রেটারি মুজাহিদ। নির্বাচন কমিশনের কাছে জামায়াত বলে, স্বচ্ছ ব্যালট বাক্সের প্রয়োজনই নেই। রায় আছে যে। দাঁড়িপাল্লা দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে।
২০০৭ – কয়লা ও গ্যাস উত্তোলনের কাজ দেওয়ায় খালেদা জিয়ার অনিয়ম মেলেনি।
২০০৯ – বাগদাদে বোমা হামলায় ১৫৫ জন নিহত এবং ৭২১ জন আহত হয়।
২০১০ – তল্লাশি আইন মানে না র্যাব ও পুলিশ। সুযোগ নিচ্ছে দুবৃত্তরা।
২০১১ – শেয়ার বাজারে স্থিতিশীলতা ফেরাতে বিশেষ তহবিল গঠন করায় দায় আরও বাড়বে বলে বিশ্ব ব্যাংকের ধারণা। আইএমএফের মতে এই তহবিল ব্যর্থতাকে পুরস্কৃত করবে।
২০১১ – কম টাকায় ব্যাংক চান, অর্থের উৎস জানাতেও চান না ব্যাংক প্রতিষ্ঠায় আগ্রহী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বুদ্ধিজীবী আগ্রহীরা। নতুন ব্যাংকের শর্ত শিথিল করার চাপ।
২০১১ – কুষ্টিয়ায় ইসলামি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ ও গুলি, আহত ২৮।
২০১৩ – ২৫ অক্টোবর থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সব দলের সমন্বয়ে সর্বদলীয় সরকার। সেই সরকারের মন্ত্রিপরিষদে বিরোধীদলের সদস্যরা থাকতে পারবেন। আপনারা কি চান, তা সংসদে এসে বলুন একবার বলছেন তত্ত্বাবধায়ক সরকার, আরেকবার নির্দলীয়, আবার বলছেন হাসিনামুক্ত। নানা অবাস্তব কথা বলে যাচ্ছেন। মানুষকে বিভ্রান্ত করছেন। ছুড়ি, দা, খুন্তা, কুড়াল নিয়ে মানুষ মারার নির্দেশ প্রত্যাহার করুন।
২০১৩ – যুদ্ধাপরাধীদের ব্যানারে ছেয়ে যায় বিএনপির সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে।
২০১৩ – রানা প্লাজা ধসে নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের মধ্যে ৯৪ শতাংশ এখনো কারখানার মালিকের কাছ থেকে কোনো ক্ষতিপূরণ পায়নি দুর্ঘটনার ছয় মাস পরেও।-অ্যাকশন এইডের জরিপ।
২০১৩ – সংলাপ হলে রোববার থেকে ষাট ঘন্টার হরতাল।
২০১৩ – বিভিন্ন স্থানে সহিংসতায় ভাঙচুর ও আগুনে নিহত ৬, আহত শতাধিক।
২০১৩ – শিক্ষা, স্বাস্থ্য ও রাজনীতিতে নারী পুরুষ সমতার ভিত্তিতে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের ২০১৩ সালের প্রতিবেদনে ১৩৬ দেশের মধ্যে বাংলাদেশ ১১ ধাপ এগিয়ে ৭৫ এ অবস্থান।
২০১৪ – স্প্যানীশ লা লীগায় রিয়াল মাদ্রিদের কাছে বার্সেলোনার ৩-১ গোলের হার।
২০১৪ – আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার পরেও ইরানে এক নারী কয়েদির ফাঁসি কার্যকর।
২০১৪ – নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির ৬৩ নেতাকর্মী আটক।
২০১৪ – বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইসিসি ইন্টারন্যাশনাল কনফারেন্স অন গ্লোবাল ইকোনমি রিকভারি : এশিয়া পারস্পেকটিভ এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাষন দান।
২০১৪ – ভারতে বিএসএফের হাতে নিহত বাংলাদেশী কিশোর আবদুল আলিম শুভ’র লাশ ২২ দিন পর ফেরত।
২০১৪ – মগবাজারে গোলাম আযমের লাশ দাফন।
২০১৪ – মিরপুর স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম দিনে সাকিবের পাঁচ উইকেট লাভ।
২০১৪ – তিনদিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আবর আমিরাতে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৫ – গুসি শান্তি পুরস্কার পেয়েছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।
২০১৫ – দেশের একুশতম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ শফিউল আলম।
২০১৫ – পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত দহলা খাগড়াবাড়ী ছিটমহলে বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সমাবেশে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর উন্নয়নের পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
২০১৫ – প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা নদীতে গঙ্গা ব্যারাজ নির্মাণে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগের প্রতি গুরুত্বারোপ করেছেন।
২০১৫ – সুন্দরগঞ্জের গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যাচেষ্টাসহ দুই মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মঞ্জুরুল ইসলাম ওরফে লিটনের জামিনের আবেদন আবার নামঞ্জুর করেছেন আদালত।
২০১৫ – চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে গ্রুপ পর্যায়ের শেষ খেলায় কলকাতা মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের রানার্স আপ হিসেবে সেমিফাইনালে ওঠে ঢাকা মোহামেডান।
২০১৬ – ১৯৭০ সালে ব্রাজিলের বিশ্বকাপ বিজয়ী অধিনায়ক আলবার্তোর মৃত্যু।
২০১৬ – আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে ২২ জন নতুন কর্মকর্তার নাম ঘোষণা।
২০১৬ – রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে দুদকের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর।
২০১৬ – বিএনপির গুলশান কার্যালয় তৃণমূল কর্মীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত।
২০১৭ – দুদকের মামলায় ঝিনাইদহের-২ আসনের সাবেক বিএনপি এমপি মশিউর রহমানের ১০ বছর কারাদণ্ড। সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে আদালত।
২০১৭ – টেকনাফে ব্যবসায়ী অপহরণ ঘটনায় সাত গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার। মুক্তিপণের ১৭ লাখ টাকা উদ্ধার।
২০১৭ – রাজধানীতে সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা দুই দেশের বিভিন্ন ইস্যুতে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের নিয়ে সৃষ্ট ঘটনার অগ্রগতি হয়েছে। মিয়ানমার সরকার প্রাথমিকভাবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার আশ্বাস দিয়েছে। আর রোহিঙ্গা ফেরত বিষয়ে ভারতসহ বিশ্ব জনমত জোরালো হয়েছে।
২০১৭ – রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে শেরেবাংলা একে ফজলুল হকের ১৪৪তম জন্মবার্ষিকীর আলোচনাসভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, গণমানুষের নেতা শেরেবাংলা মানুষের হৃদয়ে লেখা নাম।
২০১৭ – সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে ক্রয় কমিটির সভায় বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও চাল আমদানির অনুমোদন পেল দেশি কোম্পানি সামিট।
২০১৭ – জাতিসংঘের প্রতিবেদন- বিশ্বের ১৩ কোটি কন্যাশিশু স্কুলে যাওয়া থেকে বঞ্চিত।
২০১৭ – বিবিসি’র জরিপণ্ড যুক্তরাজ্যে অর্ধেক নারী কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার।
২০১৭ – মিয়ানমারের নেপিদোতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচির সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে বৈঠক করেন। এ সময় সুচি জানিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার কাজ শুরু করেছে। এ ছাড়া কফি আনান কমিশনের সুপারিশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচদফা প্রস্তাবের ভিত্তিতেই অনুপ্রবেশকারীদের ফেরত নেয়ার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি।
২০১৭ – ঢাকায় সফররত চীনের এশিয়া বিষয়ক বিশেষ দূত সুন সুসিয়াংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, বাংলাদেশ-মিয়ানমার দ্বিপক্ষীয় আলোচনার মধ্য দিয়েই রোহিঙ্গা সংকটের সমাধান চায় চীন।
জন্ম
১৮০৬ – ম্যাক্স ষ্টীমের, তিনি ছিলেন জার্মান দার্শনিক ও লেখক।
১৮১১ – এভারিস্ত গালোয়া, ফরাসি গণিতবিদ।
১৮৮১ – স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো জন্মগ্রহণ করেন।
১৮৮১ – পাবলো পিকাসো, স্পেনীয় চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্টমেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, কবি ও নাট্যকার।
১৮৮২ – আমেরিকান গায়ক, গীতিকার এবং পিয়ানোবাদক টনি জ্যাকসন জন্মগ্রহণ করেন।
১৮৮২ – আমেরিকান সাংবাদিক ও লেখক জন টি ফ্লিন জন্মগ্রহণ করেন।
১৮৮৯ – আবেল গাঞ্চে, তিনি ছিলেন ফরাসি অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৮৯১ – কিরণশঙ্কর রায়,প্রখ্যাত ব্যারিস্টার,স্বরাজ দলের সদস্য, সুভাষ চন্দ্র বসু ও শরৎচন্দ্র বসুর সহযোগী।
১৯০২ – স্বপন বুড়ো নামে সুপরিচিত খ্যাতনামা শিশু-সাহিত্যিক অখিল নিয়োগী জন্ম গ্রহণ করেন।
১৯০৬ – বাংলাদেশের জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ সুনামগঞ্জে।
১৯২৪ – বিলি বারট্য, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।
১৯২৯ – অনিল চট্টোপাধ্যায়,প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র অভিনেতা।
১৯৩৩ – সন্দীপন চট্টোপাধ্যায়,খ্যাতনামা ভারতীয় বাঙালি সাহিত্যিক।
১৯৩৭ – উইলফ ম্যাকগিনেস, একজন ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
১৯৪৭ – কবি মাহাবুব সাদিক জন্মগ্রহণ করেন।
১৯৫৮ – ফিল ডানিএলস, তিনি ইংরেজ অভিনেতা এবং গায়ক।
১৯৬৯ – ওলেগ আনাতোলিভিচ সালেঙ্কো, তিনি রাশিয়ান ফুটবল।
১৯৮৪ – আহমেদ বিন মুসা, তিনি বাংলাদেশ কম্পিউটার প্রকৌশলী।
১৯৯৩ – আনিকা কবির শখ, বাংলাদেশ মডেল।
১৯৯৩ – সাবিনা খাতুন (ফুটবলার)
১৯৯৪ – জ্যাক পেনি, তিনি ইংরেজ ফুটবলার।
মৃত্যু
১৪০০ – ইংরেজ লেখক, কবি, দার্শনিক, আমলা, রাজউপদেষ্টা ও কূটনীতিক জিওফ্রে চসার।
১৪৫৯ – খান জাহান আলী, একজন মুসলিম ধর্ম প্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক।
১৮৩৩- আব্বাস মির্জা, তিনি ছিলেন ফার্সি রাজকুমার।
১৯০২- ফ্রাঙ্ক নরিস, তিনি ছিলেন আমেরিকান লেখক।
১৯৩৪ – ব্রজকিশোর চক্রবর্তী, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯৩৪ – রামকৃষ্ণ রায়, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯৭৫ – রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা কবিশেখর কালিদাস রায়।
১৯৮৫- গ্যারি হল্টন, তিনি ছিলেন ইংরেজ গায়ক, গীতিকার ও অভিনেতা।
২০১১ – রশীদ তালুকদার, বাংলাদেশী প্রখ্যাত আলোকচিত্র শিল্পী।
২০১৩- মারচিয়া ওয়ালেস, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
২০২০ – হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা।
তথ্য সূত্র: উইকিপিডিয়া, বাংলাদেশের তারিখ ১-৩ খন্ড, বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপঞ্জি ১৯৭১-২০১১, ইতিহাসের এই দিনে।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor