ইতিহাসের এই দিনে -২৪ অক্টোবর

0
2
ইতিহাসের এই দিনে -২৮ নভেম্বর

প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, খ্রিষ্টাব্দ।। ০৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল)।। ২০ রবিউস সানি ১৪৪৬ হিজরি।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, খ্রিষ্টাব্দ।। ০৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল)।। ২০ রবিউস সানি ১৪৪৬ হিজরি। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১১৪৭ – চার মাস অবরধের পর ক্রুসেডার সৈন্যদের নেতৃত্ব নেন আফনসো হেনরিকস্, লিসবন পুনরদ্ধার করেন।
১২৬০ – ফ্রান্সের রাজা নবম লুইসের উপস্থিতিতে চারট্রেসের গির্জা উৎসর্গ করা হয়। যেটি বর্তমানে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত।
১২৬০ – মিশিরের মামলুক সুলতান সাইফ আদ্দিন কুতুয কে গোপনে খুন করা হয়।
১৩৬০ – দ্বিতীয় রয়ানক কলনির গভর্নর জন হোয়াইট তার সঙ্গীদের খুঁজে না পেয়ে ব্যর্থ হয়ে ইংল্যান্ডে ফিরে আসেন।
১৬০৫ – মোগল সম্রাট জাহাঙ্গীর আগ্রার সিংহাসনে আরোহণ করেন।
১৬৪৮ – ত্রিশ বছর যুদ্ধের পর ওয়েস্ট ফেলিয়ার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৯৫ – পোল্যান্ড-লিথুনিয়ান কমনওয়েলথ অস্ট্রিয়া,প্রুশিয়া এবং রাশিয়া এই তিনটি ভাগে বিভক্ত হয়।
১৮১২ – নেপলিয়ানের যুদ্ধের গোলাগোলি ক্রমশ মালয়ারস্লাভেতস হতে মস্কোর সন্নিকটে সরে আসে।
১৮৫১ – কলকাতা ও ডায়মন্ড হারবারের মধ্যে সংযোগের মাধ্যমে ভারতে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ লাইন চালু হয়।
১৮৫৭ – ইংল্যান্ডের শিফিল্ড শহরে পৃথিবীর সর্বপ্রথম ফুটবল ক্লাব,শিফিল্ড এফ. সি প্রতিষ্ঠিত হয়।
১৮৬১ – বিশ্বের প্রথম অ্যাসোসিয়েশন ফুটবল স্টেডিয়াম গুডিসন পার্ক উন্মুক্ত করা হয়।
১৯০১ – এ্যানি এডিসন টেইলর,একটি পিপার ভিতরে করে সর্বপ্রথম নায়াগ্রা জলপ্রাতন পার হন।
১৯১১ – অভরিল রাইট্ তার আবিষ্কৃত উরজাহাজে করে নর্থ ক্যারলিনাআর আকাশে নয় মিনিট পাঁচল্লিশ সেকেন্ড ভেসে বেরান।
১৯১২ – প্রথম বল্কান যুদ্ধঃ সার্বিয়ানদের বিজয়ের মাধ্যমে কুমানোভের যুদ্ধের অবসান ঘটে।
১৯১৭ – প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্র-ইতালীয় কাপরেতোর সম্মুখ যুদ্ধ শুরু।
১৯২৬ – উত্তরমুখী অভিযানের সঙ্গে সহযোগিতা করার জন্যে সাংহাই এর শ্রমিকদের সশস্ত্র অভ্যুত্থানের আয়োজন করা হয়।
১৯৩১ – জর্জ ওয়াশিংটন ব্রীজ জনগণের যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয়।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধঃ লেয়ট গালফ যুদ্ধে জাপানের যুদ্ধবিমান যুইকাকু এবং মুসাশি নামের একটি যুদ্ধ্বজাহাজ ডুবে যায়।
১৯৪৫ – সানফ্রান্সিসকো সনদ কার্যকর। জাতিসংঘ প্রতিষ্ঠা।
১৯৪৫ – জাতিসংঘের যাত্রা শুরু।
১৯৪৬ – ভি-২ নং ১৩ নামক নভোযান বহিঃমন্ডল থেকে পৃথিবীর ছবি তুলতে সমর্থ হয়।
১৯৪৭ – ওয়াল্ট ডিজনী ্রহাউস আন-আমেরিকান এ্যাক্টিভিটিস কমিটীগ্ধ দৃঢ়ভাবে সমর্থন করেন।
১৯৫৪ – ডুইট ডি. আইসেনহাওয়ার আমেরিকার পক্ষে সাওথ ভিয়েতনামের সমর্থন করেন।
১৯৫৭ – আমেরিকান বিমানবাহিনী সামরিক ব্যবহারে জন্য ্রঢ-২০ ডায়না-সয়ার ্র কর্মসূচি চালু করে।
১৯৬০ – প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়।
১৯৬৪ – আফ্রিকার দেশ জাম্বিয়া ব্রিটিশ উপনিবেশের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৬৪ – যুক্তরাজ্য থেকে উত্তর রোডেশিয়া স্বাধিনতা অর্জন করে।
১৯৭১ – ভারতের শরণার্থী সমস্যা ও বাংলাদেশ সংকটে ভারতের ভূমিকা ব্যাখ্যাকল্পে উনিশ দিনের জন্য পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইন্দিরা গান্ধী দিল্লি ত্যাগ করেন।
১৯৭১ – ভারতের শরণার্থী সমস্যা ও বাংলাদেশ সংকটে ভারতের ভূমিকা ব্যাখ্যাকল্পে উনিশ দিনের জন্য পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইন্দিরা গান্ধীর দিল্লি ত্যাগ।
১৯৭৩ – জাপান সফরশেষে প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন।
১৯৭৬ – রাজনৈতিক দলগঠনের শর্ত পূরণপ্রশ্নে সরকারি সিদ্ধান্ত চূড়ান্ত ঘোষণা।
১৯৭৭ – পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ১০০ কোটি টাকার স্কীম গ্রহণ।
১৯৭৭ – বাংলাদেশের প্রথম হজযাত্রীবাহী জাহাজ হিজবুল বাহার চট্টগ্রামে পৌঁছে।
১৯৭৭ – চটকলের যন্ত্রাংশ তৈরির প্রথম কারখানায় উৎপাদন শুরু। পৌরসভা দ্বিতীয় সংশোধনী অর্ডিন্যান্স জারি। দেশের প্রথম হজযাত্রীবাহী জাহাজ হিজবুল বাহার-এর চট্টগ্রাম উপস্থিতি।
১৯৭৮ – ২০তম এশীয় যুব ফুটবল থেকে ইরান দল বাতিল। কুয়েতকে সেমিফাইনালের মর্যাদা দান।
১৯৮০ – ইতালিতে সারা দেশ কাঁপানো তেল পাঁচার ঘটনা উদ্ঘাটন করা হয়। এই কেলাংকারীর সঙ্গে বেশ কয়েক জন সরকারী কর্মকর্তা জড়িত ছিলেন। সত্তর জনের বেশি লোক গ্রেপ্তার হয়।
১৯৮৪ – ভারতে প্রথম চালু হল কলকাতা মেট্রো [এসপ্লানেড থেকে ভবানীপুর (নেতাজী ভবন)]
১৯৮৬ – নয়ামন্ত্রী পরিষদের শপথ গ্রহণ।
১৯৮৬ – হিথরোতে বোমাহামলার জন্য নেযার হিন্দাওয়ি কে ৪৫ বছর কারাবাসের আদেশ দেয় ব্রিটিশ কোর্ট।
১৯৮৭ – ঘেরাও-অবরোধ বেআইনি ঘোষণা।
১৯৯০ – ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের আদেশ এবং শিক্ষাপ্রতিষ্ঠান (আইন ও শৃঙ্খলা) অধ্যাদেশ ১৯৯০ কেন বেআইনি অথবা অসাংবিধানিক ঘোষণা করা হবে এক সপ্তাহের মধ্যে তার ব্যাখ্যা চেয়ে সরকারের ওপর হাইকোর্টের রুল।
১৯৯২ – রোহিঙ্গা শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনের ব্যাপারে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে কর্মকর্তা পর্যায়ের ১০ম বৈঠক অনুষ্ঠিত।
১৯৯৪ – খুলনায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আরও ১ জনের মৃত্যু।
১৯৯৫ – বিশ্বের ১৪০টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের উপস্থিতিতে জাতিসংঘের ৫০ বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়।
১৯৯৬ – যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাংঘাতিক হাঙ্গামা ঘটে।
১৯৯৭ – এডিনবরায় কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী সংবর্ধিত।
১৯৯৮ – স্কুল ছাত্র আকবার হোসেনের হত্যার প্রতিবাদে ধোলাইখালে হরতাল। গুলি, বোমা ও কাঁদানে গ্যাস।
১৯৯৮ – অবিরাম বর্ষণে উত্তরাঞ্চলে রবি ফসলের ব্যাপক ক্ষতি।
১৯৯৮ – পৃথক দুটি ঘটনায় রাজধানীতে দুটি খুন।
১৯৯৮ – প্রধানমন্ত্রী কর্তৃক উইলস কাপ ক্রিকেটের শুভ উদ্বোধন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, জিম্বাবুই, নিউজিল্যান্ড ও বাংলাদেশের অংশ গ্রহণ।
১৯৯৮ – ল কমিশনের সদস্য বিচারপতি আমিনুর রহমান খান (৭৬)-এর মৃত্যু।
১৯৯৮ – জিম্বাবুইয়েকে হারিয়ে নিউজিল্যান্ড কোয়ার্টার ফাইনালে।
১৯৯৮ – ঢাকায় মিনি বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়।
১৯৯৯ – পাকিস্তানের আকাশে বাংলাদেশের বিমান ১৫ মিনিট আটক।
২০০০ – প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনীত আদালত অবমাননার তিনটি মামলা হাইকোর্টে নিষ্পত্তি। আদালত ও বিচারক সম্পর্কে মন্তব্যকালে প্রধানমন্ত্রীকে আরো সতর্ক এবং শ্রদ্ধাশীল থাকতে আহ্বান। অ্যাটর্নি জেনারেল বলেন, “যেহেতু রুল জারি করা হয় নাই সেহেতু প্রধানমন্ত্রীর বক্তব্যে আদালত অবমাননা হয়নি বলা যেতে পারে।”
২০০০ – বকেয়া বেতনের দাবিতে আদমজী জুট মিলে ভাঙচুর, উৎপাদন বন্ধ।
২০০০ – চট্টগ্রামে জননিরাপত্তা আইনে ২৩ জন জামায়াত-শিবির নেতাকর্মীর পাঁচ বছরের কারাদণ্ড।
২০০০ – জাতীয় পার্টির মহাপরিচালক নাজিউর রহমান মঞ্জুরকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
২০০১ – ফেনী-১ আসনে প্রধানমন্ত্রীর ছোট ভাই মেজর (অবঃ) সাঈদ ইস্কান্দার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।
২০০১ – ১৪ দিন দপ্তরবিহীন থাকার পর রেদোয়ান আহমেদ মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী নিযুক্ত।
২০০১ – ২০ বছর পর জিয়া হত্যা মামলার নিষ্পত্তি। কোর্টমার্শালে ১০ আসামীর মৃত্যুদণ্ড কার্যকর করার পর আর কোনো সিদ্ধান্তের আবশ্যকতা নেই। অধিক তদন্তে আর সুফল পাওয়া যাবে না।-সিএমএম।
২০০১ – অর্থ বছরের প্রথম ৩ মাসে ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ কমেছে।
২০০১ – আ. লীগ সরকারের ১৭ মন্ত্রীর ওপর কড়া নজরদারি। তোফায়েল ও। নাসিমের পাসপোর্ট আটক।
২০০১ – আ.লীগের এমপিগণ শপথ নিয়েছেন। শেখ হাসিনা বিরোধীদলীয়। নেত্রী।
২০০১ – নতুন রাষ্ট্রপতি নিয়োগে দেরি হলে স্পিকারের কাছে ক্ষমতা ছেড়ে দেবো।-সাংবাদিকদের রাষ্ট্রপতি।
২০০১ – ফরিদপুর গাজীপুর ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭।
২০০১ – ব্যাংক রেট ১ এবং রপ্তানি ঋণের সুদ ৩ শতাংশ কমলো।
২০০১ – খালেদা জিয়ার আয় ১৪ লাখ ৯৩ হাজার, ব্যয় ৬০ হাজার টাকা। শেখ হাসিনার আয় ২৮ লাখ ১০ হাজার, ব্যয় ৩ লাখ টাকা। সবচেয়ে ধনী। মন্ত্রী হারুনুর রশিদ খান মুনুর আয় ৮৮ লাখ ৮৭ হাজার টাকা। সবচেয়ে কম আয় কৃষিমন্ত্রী মতিউর রহমান নিজামীর। তার সংসার চলে স্ত্রীর আয়ে। নির্বাচন কমিশনের কাছে দেয়া নির্বাচন প্রার্থীদের সম্পত্তির হিসাবের ওপর ভিত্তি করে দৈনিক যুগান্তর-এর প্রতিবেদন।
২০০১ – জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার, কোম্পানি শেল’ এই মুহূর্তে। বাংলাদেশ থেকে গ্যাস রপ্তানির পক্ষে নয়। তারা রপ্তানির আগে গ্যাসের। ওপর সমীক্ষা চালাতে চায়।
২০০২ – বেসরকারি বন্দর নির্মাণ ও গ্যাস রপ্তানির বিরুদ্ধে চট্টগ্রাম অভিমুখে তেল-গ্যাস সম্পদ জাতীয় কমিটির লংমার্চ শুরু।
২০০২ – সেনা অভিযানে ৭ দিনে মৃতের সংখ্যা ৭।
২০০২ – অ্যামনেস্টির উদ্বেগের প্রতি সরকার শ্রদ্ধাশীল। আইন লঙ্ঘনের কোনো প্রমাণ এখন পর্যন্ত সরকার পায়নি।-প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী।
২০০২ – মাটির ময়না চলচ্চিত্রের প্রদর্শনী উদ্বোধন করেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।
২০০২ – রাষ্ট্রপতি কর্তৃক দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশ জারি।
২০০২ – লুই কানের নকশা পরিবর্তন করে সংসদভবনের খোলা মাঠে ৫ কোটি টাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের দুটি বিশাল বাড়ি হচ্ছে।
২০০২ – সাবেক এমপি এবং আওয়ামী লীগ নেতা মকবুল হোসেনের টেক্সটাইল মিল থেকে ৫টি নাইন শুটার গান আটক।
২০০২ – ‘সেনা ও পুলিশ হেফাজতে মৃত্যু ঘটনার তদন্ত করতে হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
২০০২ – ‘সেনাসদস্যদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া ও পোশাক দেখেই আতঙ্কিত সন্ত্রাসীদের কেউ কেউ হার্টফেল করছে।- রাজশাহী অঞ্চলে টাস্কফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল হাসান। সেনাহেফাজতে মৃত্যু সম্পর্কে।
২০০২ – ‘ঝাড়দারদের টাকায় দেশ চলছে, অথচ তারাই যখন আসে তখন বিমানবন্দরেই তাদের সর্বস্ব এমনভাবে কেড়ে নেয় যেন কোনো ডাকাতের মালামাল সবাই মিলে লুটপাট করছে।-অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এক সেমিনারে ড. ইউনূস।
২০০২ – ঢাকায় আওয়ামী লীগের ডাকে অর্ধদিবস হরতাল পালিত।
২০০৩ – ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে বদরুদ্দীন উমরের সভাপতিত্বে এক জাতীয় কনভেনশনে বাংলাদেশ জাতীয় মুক্তি সংগ্রাম সংগঠন কাউন্সিল গঠিত।
২০০৩ – বাংলাদেশ বার কাউন্সিলের উদ্যোগে দলমত নির্বিশেষে অনুষ্ঠিত সম্মেলনে ৭৮ আইনজীবী সমিতির অংশগ্রহণ।
২০০৩ – বরিশালে এক কনসার্টমঞ্চ ভেঙে অর্ধশতাধিক আহত ও লুটপাট।
২০০৩ – মীরেরসরাই-র সাতকানিয়ায় দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২৮।
২০০৩ – কনকর্ডের সর্বশেষ ফ্লাইট।
২০০৪ – পুলিশ হেফাজতে ঢাকায় এনায়েত খাঁ এবং রাজশাহীতে ছাত্রলীগ নেতা ফিরোজ নিহত।
২০০৪ – বুয়েটের ছাত্রদল নেতাকে চাঁদাবাজির সময় র‌্যাবের হাতেনাতে গ্রেপ্তার।
২০০৪ – সুপ্রিমকোর্ট আইনজীবীদের সমিতি বিচারপতি ও আইনজীবীদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান বর্জন করে। সিনিয়র আইনজীবী ও সাধারণ সদস্যদের একাংশের রেওয়াজ মাফিক অনুষ্ঠানে অংশগ্রহণ।
২০০৫ – ওইয়িলমা নামক হারিকেনটি ফ্লোরিডায় ভূমিধসের সৃষ্টি করে যার ফলে প্রায় ২০.৬ বিলিয়ন ডলারের ক্ষতি হয়।
২০০৭ – রোকন-উদণ্ডদৌলা ক্ষমা চাইলেন, একপর্যায়ে কেঁদে ফেলেন।
২০০৭ – শেখ রেহানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা।
২০০৭ – আমরা আর টাকার, টাকার দ্বারা ও টাকার জন্য সরকার দেখতে চাই না।-৬২তম জাতিসংঘ দিবসে প্রধান উপদেষ্টা
২০০৭ – নারায়ণগঞ্জে আকিজ সিমেন্ট ফ্যাক্টরিতে আগুন, এক কোটি টাকা ক্ষতি।
২০০৭ – শীর্ষ সন্ত্রাসীদের ফেরত চাইলে প্রত্যর্পণ করতে হবে অনুপ চেটিয়াসহ অন্য বিদ্রোহীদের?
২০০৭ – সারিয়াকান্দিতে ৩৭ কোটি টাকা ব্যয়ে তৈরি গ্রোয়েন ৯টি বছর টিকল না।
২০০৭ – ‘শেখ হাসিনা নির্দোষ প্রমাণিত হলে খুশি হবো।- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সজীব জয়ের প্রশ্নের জবাবে সেনাপ্রধান।
২০০৭ – চন্দ্র অভিমুখে চীনের এক দেবীর নামানুসারে প্রথম খেয়াযান চ্যাংই-১-র যাত্রা শুরু। ২০২০ সালে চাঁদে মানুষ পাঠানোর চীনের পরিকল্পনা।
২০০৭ – জাহানারা বেগম, রাহমাতুল্লাহ ও কাজী ফারুকের বাসায় তল্লাশি।
২০০৮ – কোষাগারে ১৫০০ কোটি টাকা জমা করলেও, চুরির অনেক টাকা এখনো জমা হয়নি।
২০০৮ – আফগানিস্তানে ব্রাকে কর্তব্যরত দুই বাংলাদেশিকে অপহরণ।
২০০৮ – পুলিশি বাধার মুখে ‘মূর্তি প্রতিরোধ কমিটির মিছিল সমাবেশ পন্ড।
২০০৮ – বাংলাদেশের কোন কোন সন্ত্রাসী কলকাতায় প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলেছে।
২০০৮ – মুসলমান অধ্যুষিত এ দেশে রাস্তার মোড়ে মোড়ে ইসলামি চেতনাবিরোধী ভাস্কর্য হতে হবে না। এটিই আমাদের কামনা।-খুতবার আগে বায়তুল মোকারম্মের ভারপ্রাপ্ত খতিব নূরদ্দিীন। মূর্তি বিরোধীদের বক্তব্য: ‘ঢাকা শহরের বিভিন্ন মোড়ে যে সব মানবভাস্কর্য রয়েছে তা ভেঙে ফেলা হবে।
২০০৮ – কালিছাতী উপজেলার সালগ্রামপুরের বংশাই নদীতে সাড়ে তিন বছর ধরে পড়ে আছে ঠিকাদার কাদের সিদ্দিকীর খুঁটিগুলো।-প্রথম আলার প্রতিবেদন।
২০০৮ – ্রব্লাডি ফ্রাইডেগ্ধ, এইদিন বিশ্ব অর্থনীতিতে ইতিহাসের সবচেয়ে বড় ধ্স নামে। শেয়ারবাজারের সূচক প্রায় ১০% পর্যন্ত নেমে যায়।
২০০৯ – রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা ও রূপালি ব্যাংকের উন্নতিকল্পে পরামর্শকরা প্রায় ১৩ কোটি টাকা নেয়, অগ্রগতি সামান্যই। নভেম্বর ২০০৯।
২০১০ – ‘শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভৈরবে জেলা করব।-রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
২০১১ – বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মান্থলি পেমেন্টে অর্ডার নিয়ে সংসদে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রশ্নবাণে জর্জরিত।
২০১১ – নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে আইভীর সমর্থনে ৭৭ সদস্যের এক সম্মিলিত নাগরিক পরিষদ গঠন।
২০১১ – পরীক্ষামূলক বা নিয়মিত ট্রানজিটের ক্ষেত্রে সুনির্দিষ্ট চুক্তি থাকা উচিত।-ট্রানজিট বিশেষজ্ঞ ড. রহমতুল্লাহ।
২০১১ – পুলিশের জন্য ২১৪টি পিক-আপ কেনা নিয়ে প্রশ্ন।
২০১১ – খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিদিনই রাষ্ট্রদ্রোহ মামলা করা যায়। -আইনপ্রতিমন্ত্রী।
২০১১ – “বাংলাদেশ বিদেশি বিনিয়োগের শতভাগ মুনাফা ও ইকুইটি স্বদেশে পাঠানোর সুযোগ দিচ্ছে।”-এই কথা বলে প্রধানমন্ত্রী জার্মান উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
২০১৪ – কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সংগ্রামী আবদুল মতিনের স্মরণসভা অনুষ্ঠিত।
২০১৪ – ইবোলা আক্রান্ত দক্ষিণ আফ্রিকার দেশগুলোকে একশ’ কোটি ইউরো দেয়ার সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের।
২০১৪ – বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে প্রয়াত অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ এবং মুক্তিযোদ্ধা বজলুর রহমানের আতড়বার শান্তি কামনা করে মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রীর যোগদান।
২০১৪ – যশোরে শামস-উল-হুদা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচে শ্রীলংকার সাথে ১-১ গোলে বাংলাদেশের ড্র।
২০১৪ – রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরীক্ষায় জালিয়াতির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর এক বছরের কারাদণ্ড।
২০১৪ – গণভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আওয়ামী লীগে কার্যনির্বাহী সংসদের বৈঠকে লতিফ সিদ্দিকীকে দল থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত।
২০১৪ – জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গনিত অলিম্পিয়াড ২০১৪ অনুষ্ঠিত।
২০১৪ – মিশরের সিনাই উপত্যকায় একটি তল্লাশি চৌকিতে বোমা বিস্ফোরণে ২৬ সেনা নিহত।
২০১৫ – মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে ¯িপডবোটে বোমা হামলা চালিয়ে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
২০১৫ – করাচিকে ৪-২ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী।
২০১৬ – দুর্নীতির অভিযোগে ঠাকুরগাঁওয়ের সাবেক দায়রা জজ মো. রুহুল আমিন এবং খুলনার অতিরিক্ত দায়রা জজ মঈনুল হক বরখাস্ত।
২০১৬ – ফের সভাপতি নির্বাচিত হওয়ায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানালেন আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
২০১৬ – জেলাভিত্তিক সম্মেলন করার নির্দেশ প্রধানমন্ত্রীর।
২০১৬ – আওয়ামী লীগের জেলা প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময়।
২০১৬ – ইংল্যান্ডের সাথে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২২ রানে পরাজয়।
২০১৬ – ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায় পুলিশের গুলিতে ২১ মাওবাদী নিহত।
২০১৬ – রাজশাহীতে নাগরিক সমাবেশ। গঙ্গা-ব্যারেজ দ্রুত বাস্তবায়নের দাবি।
২০১৬ – তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বুশরায় এক শিক্ষা সম্মেলনে মিসরের আলেপ্পোকে তুরস্কের অংশ হিসেবে দাবি করলেন।
২০১৭ – হেপাটাইটিস ‘বি’ ভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের চিকিৎসায় বাংলাদেশি দুই গবেষক অধিক কার্যকর ও উন্নততর ওষুধ উদ্ভাবন করেছেন। ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পেলে আগামী বছরের শুরুতেই এটি বাজারে আসবে বলে গণমাধ্যমকে জানান গবেষকরা।
২০১৭ – আসন্ন জেএসসি ও জেডিসিতে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক ও পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোন থাকবে না মর্মে এক নির্দেশনা দিয়েছে সরকার। পরীক্ষা শুরু ১ নভেম্বর।
২০১৭ – প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত চলমান সংলাপের শেষদিনে সাবেক সিইসি, ইসি সদস্য ও সচিবদের অভিমত। এ সময় নির্বাচন বিশেষজ্ঞরা বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বর্তমান সরকারের অধীনে সব দলকে নির্বাচনে আসতে হবে। এ বিষয়টি পরিবর্তনের ক্ষমতা বা এখতিয়ার নির্বাচন কমিশনারের নেই।
২০১৭ – রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধে মিয়ানমারের ওপর অবরোধ আরোপসহ বেশ কিছু ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে এই সহিংসতা ও মানসিক নির্যাতনের ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগড়ব।
২০১৭ – রাজধানীতে কুরিয়ার সার্ভিসে আন্তর্জাতিক বাজারে মাদক পাঁচার। মূলহোতাসহ গ্রেপ্তার তিন জন।
২০১৭ – কর ফাঁকির পাঁচ মামলায় আপন জুয়েলার্সের তিন মালিক আত্মসমর্পণ করার পর কারাগারে পাঠিয়েছে আদালত।
২০১৭ – শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনের সংগ্রহশালা থেকে ২০০৪ সালে ২৫ মার্চ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরির তদন্তে ভারতের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা সিবিআই কেন আজও কিছু করতে পারল না, তার লিখিত জবাব চেয়েছেন কলকাতা হাইকোর্ট। এমতাবস্থায় কলকাতা হাইকোর্ট পদক খোঁজার দায়িত্ব সিআইডিকে দেয়ার তাগিদ দিয়েছেন।
২০১৭ – চলতি বছরের এইচএসসি পরীক্ষার খাতা দেখায় অবহেলা ও উদাসীনতার ঘটনায় পরীক্ষক ও প্রধান পরীক্ষকসহ ৫৭ জনকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
২০১৭ – জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ঢাকাণ্ড আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ পাঁচ প্রকল্প অনুমোদন। মোট ব্যয় সরকারি অর্থায়ন থেকে করা হবে ১২ হাজার ৪০২ কোটি ৬৫ লাখ টাকা এবং প্রকল্প ২২ হাজার ১৬৪ কোটি ৬৯ লাখ টাকা।
২০১৭ – বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস উদযাপিত। এ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে, জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের যে পাঁচটি প্রস্তাবনা বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে, তার আলোকে এই সমস্যার স্থায়ী সমাধানে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
২০১৭ – মিয়ানমারের রাজধানী নেপিদো’তে বাংলাদেশ-মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। মিয়ানমারে রাখাইন রাজ্যে সেনা অভিযানে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া নির্ধারণের জন্য ৩০ নভেম্বরের মধ্যে ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ-মিয়ানমার। সফররত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেছেন, মিয়ানমার কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে সম্মতি জানিয়েছে।
২০১৯ – আলোচিত ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা ঘটনার ২০০শত দিনের মাথায় ৬১ কার্যদিবস শুনানির পর প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাসহ ১৬ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত (৬এপ্রিল, ২০১৯)।
৬৯ – দানিয়ুব সেনবাহিনীর সেনাপতি অ্যান্টনিয়াস প্রিমিয়াসের অধীনে বেদ্রিয়াকামের দ্বিতীয় যুদ্ধ, তিনি ভেস্পেসিয়ানের অনুগত হন। তার সেনাবাহিনী সম্রাট ভিটেলিয়াসের বাহিনীকে পরাজিত করে।
৭৮১ – রোমানদের বিরুদ্ধে খলিফা হারুনুর রশীদের বিজয় অভিযান শুরু।

জন্ম
১৬৩২ – ডাচ্ অণুজীব বিজ্ঞানী এ্যান্টন ভন লীউওনহাক।
১৬৭৫ – ইংরেজ সেনা এবং রাজনীতিবীদ রিচার্ড টেম্পল।
১৭১০ – ইংলিশ ক্যাথলিক প্রিস্ট এবং লেখক আলবার্ট বাটলার।
১৭৭৫ – বাহাদুর শাহ জাফর, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট।
১৮০৪ – জার্মান ফিজিস্ট ওয়েলহাম এডুয়ার্ড ওয়েবার।
১৮১১ – জার্মানসঙ্গীত পরিচালক ফার্ডিনান্ড হিটলার।
১৮৫৪ – জার্মান রসায়নবিদ হেন্ড্রিক উইলিয়াম।
১৮৮৭ – স্পেনের রানি ভিক্টরিয়া উইজেন অভ ব্যাটেনবার্গ।
১৮৯০ – শিশির কুমার মিত্র, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী।
১৮৯১ – ডমিনিকান রিপাবলিকের রাষ্ট্রপতি রাফায়েল মলিনা-ট্রুজিলো।
১৮৯৪ – সালের এই দিনে বাঙ্গালী লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।
১৮৯৯ – ফেরহাত আব্বাস, আলজেরীয় রাজনৈতিক নেতা এবং প্রথম রাষ্ট্রপতি।
১৯০৩ – প্রমথেশ বড়ুয়া, ভারতীয় বাঙালি অভিনেতা পরিচালক চলচ্চিত্র নাট্যকার।
১৯০৬ – রাশিয়ান গণিতবিদ আলেকজান্ডার জেলফন্ড।
১৯১৪ – লক্ষ্মী সেহগল, ভারতের স্বাধীনতা আন্দোলনের এক সক্রিয় কর্মী,ভারতীয় জাতীয় সেনাবাহিনীর কর্মকর্তা ও আজাদ হিন্দ ফৌজের নারী সংগঠনের ভারপ্রাপ্ত মন্ত্রী।
১৯২১ – রাসীপুরম কৃষ্ণস্বামী লক্ষ্মণ, আর কে লক্ষ্মণ নামে সুপরিচিত ভারতীয় ব্যঙ্গশিল্পী ও কার্টুনশিল্পী।
১৯৩০ – মালায়শিয়ার বাদশাহ সুলতান আহমাদ শাহ।
১৯৩২ – নোবেল পদক প্রাপ্ত কানাডিয়ান অর্থনীতিবীদ রবার্ট মান্ডেল।
১৯৩৬ – সঞ্জীব চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও ছোটগল্পকার।
১৯৩৯ – রশীদ তালুকদার, বাংলাদেশী প্রখ্যাত আলোকচিত্র শিল্পী।
১৯৬৮ – সালের এই দিনে বাংলাদেশী প্রখ্যাত লেখক ও ঔপন্যাসিক তুহিন রহমান জন্মগ্রহণ করেন।
১৯৭৬ – সালের এই দিনে ভারতীয় অভিনেত্রী ও সাবেক মডেল মল্লিকা শেরওয়াত জন্মগ্রহণ করেন।
১৯৮০ – কৌশিকী চক্রবর্তী, একজন বিখ্যাত ভারতীয় ক্লাসিকাল সঙ্গীত শিল্পী।
১৯৮১ – ভারতীয় অভিনেত্রী মল্লিকা শারাওয়াত।
১৯৮৫ – ওয়েন রুনি, ইংরেজ ফুটবল পেশাদার খেলোয়াড়।
১৯৮৬ – ইংরেজ ফুটবল খেলোয়াড় জন রুডি।

মৃত্যু
১২৬০ – সাইফ আদ্দিন কুতুয মিশরের মামলুক সুলতান।
১৫৩৭ – ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির তৃতীয় স্ত্রী জেন সেইমুর।
১৬৫৫ – পিয়ের গাসেঁদি, ফরাসি গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী ও দার্শনিক।
১৯১৮ – সিজার রিটজ, সুইস ব্যবসায়ী।
১৯৫০ – রাজনীতিবিদ ও সাহিত্যিক, সাংবাদিক মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর মৃত্যু।
১৯৫০ – সালের এই দিনে রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী মৃত্যুবরণ করেন।
১৯৫০ – সালের এই দিনে চিকিৎসাবিজ্ঞানী কুমুদশঙ্কর রায় মৃত্যুবরণ করেন।
১৯৫৪ – রফি আহমেদ কিদোয়াই, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।
১৯৫৮ – সালের এই দিনে ইংরেজি দার্শনিক জর্জ এডওয়ার্ড “জি” মুর মৃত্যুবরণ করেন।
১৯৭৭ – হাতেম আলী খান, একজন যুক্তফ্রন্ট দলীয় রাজনীতিবিদ ও পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক সদস্য।
২০০১ – জার্মান নিও নাৎসী হারম্যান গ্যাভিরিয়া।
২০১৩ – মান্না দে ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী।
২০১৭ -গিরিজা দেবী, সেনিয়া ও বারাণসী ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী।

দিবস
জাতিসংঘ দিবস
বিশ্ব উন্নয়ন তথ্য দিবস
বিশ্ব তথ্য উন্নতকরণ দিবস

তথ্য সূত্র: উইকিপিডিয়া, বাংলাদেশের তারিখ ১-৩ খন্ড, বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপঞ্জি ১৯৭১-২০১১, ইতিহাসের এই দিনে।

(বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন