প্রকাশিত : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।। ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ(হেমন্তকাল)।। ২০ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : আজ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।। ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ২০ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরী। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া নানান ঘটনা।
আলোচিত ঘটনাসমূহ
০৯৩০ – পৃথিবীর প্রাচীনতম সংসদ আইনল্যান্ড সংসদ যাত্রা শুরু করে।
১৫৩৬ – জেনেভায় ফ্রান্সের প্রোটেস্টেন্ট ধর্মতত্ত্ব বিশারদ জন কেলভিন সংস্কার আন্দোলন শুরু করেন।
১৭২৪ – রাশিয়া ও তুরস্কের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৪৪ – ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জন কার্টারেট পদত্যাগ করেন।
১৭৮৩ – অ্যানাপোলিস মেরিল্যান্ড যুক্তরাষ্ট্রের রাজধানী হয়।
১৮৩৪ – ইংরেজ অর্থনীতিবিদ টমাস ম্যালথানের মৃত্যু।
১৮৬০ – উমেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘মনোহর’ প্রকাশিত হয়।
১৮৭৩ – ফরাসী সেনারা ভিয়েতনামের রাজধানী হ্যানয় দখল করে নেয়।
১৮৯০ – নেদারল্যান্ড থেকে লুক্সেমবার্গ বিচ্ছিন্ন হয়ে যায়।
১৯১২ – ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ হাতিতে চড়ে দিল্লীতে প্রবেশকালে বোমার আঘাতে নিহত।
১৯১৪ – যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মেক্সিকো থেকে সরে আসে।
১৯১৬ – প্রথম কার্ল অস্ট্রিয়ার সিংহাসন আরোহণ করেন।
১৯১৮ – বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর।
১৯১৯ – দিল্লীতে প্রথম নিখিল ভারত খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯২১ – বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ( আনুষ্ঠানিক উদ্বোধন) স্থাপিত হয়।
১৯২২ – রাজদ্রোহের অভিযোগে কবি কাজী নজরুল ইসলাম গ্রেপ্তার হন এবং সরকার কর্তৃক তার বই নিষিদ্ধ ঘোষণা করা হয়।
১৯২৬ – নাট্যকার শিশিরকুমার ভাদুড়ী নাট্যমন্দির প্রতিষ্ঠা করেন।
১৯৩৪ – সাত সপ্তাহ সীমান্ত যুদ্ধের পর সৌদি আরব ও পরাজিত ইয়েমেনের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৩৬ – লাইফ ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৯৩৯ – ফ্রান্স, সিরিয়ার ইসকেনদেরুন বন্দরকে তুরস্কের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া হয়।
১৯৪১ – সোভিয়েত লাল ফৌজ জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ যুদ্ধ শুরু করে।
১৯৪৭ – ট্রানজিসটার আবিষ্কার।
১৯৪৯ – মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
১৯৪৯ – হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে ১২ নারী গ্র্যাজুয়েশন লাভ করেন।
১৯৫০ – সুইস পার্লামেন্ট নারীর ভোটাধিকার প্রয়োগের বিরুদ্ধে ভোট দেয়।
১৯৬৪ – ব্রিটেনে সর্বপ্রথম বাণিজ্যিক বেতার কেন্দ্র চালু হয়।
১৯৭১ – দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।
১৯৭১ – আলোচনার জন্য মুজিবকে রাওয়ালপিণ্ডিতে আনা হয়।
১৯৭১ – পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক ঘোষণা করেন যে, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উত্তরোত্তর ঘনিষ্ঠ হবে।
১৯৭১ – পাকিস্তানি সেনাবাহিনীর অন্তত ৮৯,০০০ নিয়মিত সদস্য ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ। ৫ হাজার সৈন্য ভারতে অপসারিত হয়।
১৯৭১ – বাংলাদেশ আওয়ামী লীগের সমাজসেবা সম্পাদক কে. এম. ওবায়দুর রহমান সর্বদলীয় সরকারের ধারণার বিরোধিতা করেন।
১৯৭১ – ভারতীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত ডি. পি. ধর, ভারত বাংলাদেশের বিধ্বস্ত অর্থনীতি পুনঃপ্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা দেবে।
১৯৭১ – মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণা। স্টেট ব্যাংক-এর ‘বাংলাদেশ ব্যাংক’ নামে রূপান্তর। মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশে স্মৃতিসৌধ নির্মাণ। প্রেস ট্রাস্ট অবলুপ্ত। যুদ্ধ চলাকালে অনুষ্ঠিত সকল পরীক্ষার ফলাফল বাতিলের সিদ্ধান্ত।
১৯৭১ – চিন পাকিস্তানকে জানায় যে, বাংলাদেশে চিন দূতাবাসের কার্যক্রম বন্ধ।
১৯৭২ – ঢাকাণ্ডডেমরা রোডে জনতা ব্যাংকের ৬ লক্ষ টাকা ছিনতাই।
১৯৭৩ – ইউনিয়ন পরিষদের নির্বাচনে বহু দাঙ্গা-হাঙ্গামার খবর।
১৯৭৬ – সোভিয়েত সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোলাই ফিরুবিনের ঢাকা আগমন।
১৯৭৭ – বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন হবে।
১৯৭৭ – ঢাকাণ্ডইসলামাবাদ যুক্ত ইশতেহারে, দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করার সংকল্প।
১৯৭৮ – অতীশ দীপঙ্করের দেহভস্ম চীন থেকে ঢাকায় আনা হয়।
১৯৭৮ – চা-বাগান উন্নয়নে ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠীর ৭৫ লক্ষ ডলার মঞ্জুরি।
১৯৮০ – বিরোধী নেতার বক্তব্যকে কেন্দ্র করে সংসদে তুমুল বিতণ্ডা। বিরোধীপক্ষের সংসদবর্জনের সিদ্ধান্ত।
১৯৮১ – পাবনায় সেতু ভেঙে ইছামতিতে বাস নিমজ্জিত হওয়ায় ৩ জন নিহত।
১৯৮১ – ঢাকায় গাড়ির ধাক্কায় পুলিশ কনেস্টবল নিহত।
১৯৮৪ – শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের আহূত ৪৮ ঘন্টা হরতাল।
১৯৮৫ – টরেন্টো থেকে বোম্বে যাবার পথে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭ আটলান্টিক সাগরে বিধ্বস্ত হয়। এ সময় ৩২৯ যাত্রীর সবাই নিহত হয়।
১৯৮৫ – তিন পেশার কর্মজীবীদের কর্মবিরতি।
১৯৮৯ – ১৪ বছর গৃহযুদ্ধের পর আঙ্গোলায় যুদ্ধ বিরতি হয়।
১৯৯০ – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জামায়াত-শিবিরের হামলায় আহত ছাত্রনেতা ফারুকুজ্জামান ফারুকের মৃত্যু।
১৯৯৩ – ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের জয়লাভ।
১৯৯৪ – ২০ বছর পর দক্ষিণ আফ্রিকা পুনরায় জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১৯৯৫ – বসনিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৫ – কমরেড আবদুল হাইয়ের ইন্তেকাল।
১৯৯৬ – শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে।
১৯৯৭ – সেনাবাহিনী প্রধান হিসেবে লেঃ জেঃ মুস্তাফিজুর রহমানের কমান্ড গ্রহণ।
১৯৯৭ – ৫ বছর মেয়াদি রপ্তানি নীতি অনুমোদিত।
১৯৯৭ – প্রধানমন্ত্রীর পঞ্চম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন।
১৯৯৭ – সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী তৎপরতায় জড়িত ১৩ জন ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা।
১৯৯৮ – দর্শনা ও ফরিদপুরে দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ছয়, আহত ৪৫।
১৯৯৮ – হেলপারের লাথি খেয়ে চলন্ত বাস থেকে পড়ে চাকার তলায় পিষ্ট হয়ে প্রকৌশলী আলী আযমের মৃত্যু। ব্যাপক ভাঙচুর।
১৯৯৮ – ২৯ মার্চ ১৯৯৮ থেকে দপ্তরবিহীন মন্ত্রী লে. জে. মোহাম্মদ নূরউদ্দীনখানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান।
১৯৯৮ – ধর্মঘট প্রত্যাহার নিয়ে ইন্টার্নি ডাক্তারদের মধ্যে বিরোধ।
১৯৯৮ – পৃথিবীর ১১তম ও বাংলাদেশের সর্ববৃহৎ যমুনা সেতু উদ্বোধন করা হয়।
১৯৯৮ – সরকারি প্রতিষ্ঠান, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তিদের জন্য পরিবেশ অধিপ্তরের বুড়িগঙ্গা বাঁচাও কর্মসূচি কার্যত বন্ধ প্রথম আলো।
১৯৯৮ – সংসদে মন্ত্রীদের ৬২৫ টি প্রতিশ্রুতির মধ্যে ১২৪টি পুরো এবং ১৬৭টির আংশিক বাস্তবায়ন।
১৯৯৮ – জামালপুরের বাঘারচরে বিএসএফর গুলিতে এক বাংলাদেশী নিহত।
২০০০ – ১৬৮ দিন পর জাতীয়তবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠিত : নাসির উদ্দিন আহমদ পিন্টু সভাপতি ও সাহাবুদ্দিন লাল্ট সাধারণ সম্পাদক। ছাত্রদলে উত্তেজনা।
২০০০ – এম.হারুণ-অর-রশীদ বীর প্রতীক নতুন সেনাপ্রধান।
২০০০ – বিদায়ী সেনাপ্রধান মুস্তাফিজুর রহমান বীর বিক্রম চার-তারকা জেনারেল হলেন। ওসমানীর পর বাংলাদেশের দ্বিতীয় জেনারেল।
২০০১ – গুড়ো দুধ, ফলমূল, শ্যাম্পু, সাবান, জুতো, খেলনা ইত্যাদি অর্ধশত আমদানি পণ্যের ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ।
২০০১ – আগামী বছরে ১৯৯৫ সালের ছুটির তালিকা পুনর্বহাল। বঙ্গবন্ধুর জন্ম ও মৃত্যু দিবসে সরকারি ছুটি থাকবে না।
২০০১ – বায়তুল মোকাররমের খতিব ভ্রান্তপথে চালিত।-মার্কিন দূতাবাস।
২০০১ – রংপুরে যুবদল কর্মী স্বপন খুন, দিনভর সংঘর্ষ ও ভাঙচুর। আহত ৩০।
২০০১ – ঠাকুরগাঁওয়ে শৈত্যপ্রবাহে ৬ জনের মৃত্যু।
২০০২ – ৯২ সদস্যের প্রতিনিধিদল নিয়ে প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।
২০০৩ – পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত ৯৭।
২০০৩ – পশ্চিমবঙ্গে সর্বত্র বাংলা ভাষা চালুর দাবিতে কলকাতায় গণঅনশন ও অবস্থান ধর্মঘট।
২০০৩ – মানব সম্পদ উন্নয়নে কাজ করতে ইমামদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।
২০০৩ – খাগড়াছড়িতে ২০ গ্রামবাসী সন্ত্রাসীদের দ্বারা অপহৃত।
২০০৩ – খুলনায় যৌথবাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএ)-র নেতা শওকাত ফারাজী (৩২) নিহত। যৌথবাহিনীর লেফটেন্যান্ট আবদুল্লাহ ও ৪ জন পুলিশ কর্মকর্তা আহত।
২০০৩ – সরকার বেতনবৃদ্ধিতে সম্মত। বিমান পাইলটদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার।
২০০৩ – সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুশফেক উদ্দিনের মৃত্যু হলে। ক্যাম্পাসে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ।
২০০৩ – চুয়াডাঙ্গার পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ) আবারো দুজনকে। জবাই করে হত্যা করেছে।
২০০৩ – মিরপুরের ব্যবসায়ী দুই ভাই মিজানুর রহমান হারেজ ও জিয়াউল হক হারেজ খুন করার অপরাধে ৫ চাঁদাবাজের ফাঁসি এবং ২ জনের যাবজ্জীবন।
২০০৪ – পূর্বঘোষণা ছাড়াই কেরোসিন-ডিজেলের মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া।
২০০৪ – রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগে ৯০ জন শিক্ষার্থীর জন্য ৩৪ জন শিক্ষক।
২০০৪ – সরকারনিযুক্ত সচিবকে কাজে যোগ দিতে দেয়নি দুর্নীতিদমন কমিশন।
২০০৪ – ঢাকা শিক্ষক সমিতির নির্বাচনে সাদা দল ৮টি এবং নীলদল ৭টিতে। জয়ী। আরেফিন সিদ্দিকী ও ড. আখতারুজ্জামান সভাপতি ও সম্পাদক।
২০০৪ – ঢাকার গুলিস্তানে পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক সন্ত্রাসী নিহত।
২০০৫ – সেনাবাহিনীতে কয়েকটি শীর্ষপদে রদবদল ও পদোন্নতি। প্রথম চাকমা। মেজর জেনারেল অনুপ কুমার চাকমা।
২০০৫ – রাজধানীর আদাবরে ৫০ লাখ টাকা লোপাট করে ভুয়া এনজিও উধাও।
২০০৫ – খতমে নবুওয়াত কর্মীদের সংঘর্ষে ১০ পুলিশসহ আহত ৬০। ভাঙচুর।
২০০৬ – আনোয়ার হোসেন মঞ্জুর চার দলে যোগদান।
২০০৬ – আওয়ামী লীগ ও খেলাফত মজলিসের মধ্যে নির্বাচনী সমঝোতা স্মারক। ১. পবিত্র কুরআন সুন্নাহ্ ও শরীয়তবিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না। ২. কওমি মাদ্রাসা সনদের সরকারি স্বীকৃতি যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। নিম্নবর্ণিত বিষয়ে আইন প্রণয়ন করা হবে : ক. “হযরত মুহাম্মদ (সাঃ) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। খ. সনদপ্রাপ্ত হক্কানী আলেমগণ ফতোয়ার অধিকার সংরক্ষণ করেন। সনদবিহীন কোনো ব্যক্তি ফতোয়া প্রদান করতে। পারবে না। গ. নবী-রাসূল ও সাহাবায়ে কেরামের সমালোচনা ও কুৎসা রটনা। করা দণ্ডনীয় অপরাধ।
২০০৬ – ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১৫।
২০০৬ – বন্ড সুবিধার আওতায় বিনা শুল্কে আনা মূল্যবান কাঁচামাল রপ্তানিপণ্যে ব্যবহার না করে খোলা বাজারে বিক্রি হচ্ছে?-সমকাল।
২০০৬ – সাতক্ষীরা-কুষ্টিয়া সীমান্তে ৪ বাংলাদেশী বিএসএফের হাতে নিহত।
২০০৬ – বিশ্বের সেরা ক্ষুদ্র ঋণ সংস্থা বাংলাদেশের ‘আশা।
২০০৬ – ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির অধিকাংশ পদে বিএনপি-জামায়াত। সমর্থিত সাদা দল। নীল দল সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে নির্বাচিত।
২০০৭ – ফ্রান্স না যেতেই দু’বিষ্ণুমূর্তি উধাও। ১১ বিমানকর্মী আটক।
২০০৭ – বাংলাদেশের জন্য কিছু করতে চায় জুনিয়র মিস আমেরিকা নোরা আলী।
২০০৭ – ভারতের উত্তর প্রদেশে বাংলাদেশভিত্তিক হরকাতুল জিহাদের ২ নেতা গ্রেপ্তার।
২০০৭ – একুশের প্রথম কবিতার কবি ও ভাষাসৈনিক মাহবুব উল আলম (৮১) এর মৃত্যু।
২০০৭ – মাওলানা তাজউদ্দিনের নামে ইন্টারপোলের রেড ওয়ারেন্ট জারি।
২০০৭ – চুরি যাওয়া পুরাকীর্তি উদ্ধার হয়নি, গ্রেপ্তার ১০। পদত্যাগ করতে চান আইয়ুব কাদরী? যে ক্ষুদ্র মহলটি বাংলাদেশ ও ফ্রান্স সরকারকে বিব্রত করার চেষ্টা করছে, এটি তাদের ষড়যন্ত্রের ফলও হতে পারে।-ফরাসি দূতাবাস।
২০০৯ – দুই বিভাগে ভাগ হলো আইনমন্ত্রণালয়।
২০০৯ – তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতিবিরোধী অভিযানের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা টাকা ফেরত দেওয়া হবে। -অর্থমন্ত্রী।
২০১০ – থানা জরিপে বিচারবিভাগ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত।
২০১০ – র্যাবকে প্রশিক্ষণ বন্ধ করুন।-হিউম্যান রাইটস ওয়াচের আহ্বান।
২০১০ – ‘দেশের সার্বিক অর্থনীতির পঞ্চাশ ভাগ দুর্নীতিগ্রস্ত।-দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান।
২০১০ – নিয়ন্ত্রনাধীন বাজার, এক মাসের ব্যবধানে চাল কেজিতে চার টাকা, পেঁয়াজ কেজিতে ২০ থেতে ৩০ টাকা এবং ভোজ্য তেল লিটারে ৪ থেকে দু’টাকা।
২০১১ – দক্ষিণ এশিয়ার ছয়টির মধ্যে ঘুষ গ্রহনে বাংলাদেশ শীর্ষে প্রথমে পুলিশ পরে বিচার বিভাগ।
২০১১ – মুক্তিযোদ্ধা ও প্রাক্তন মন্ত্রী আবদুর রাজ্জাক (৭০) এর মৃত্যু।
২০১১ – “দলীয় রাষ্ট্রপতির কিছু আশা করা যায় না।”-ড. মোজাফফর আহমদ।
২০১১ – “যে রাষ্ট্রপতির একজন পিওন বদলি করার ক্ষমতা নেই তিনি কীভাবে সংলাপ ফলপ্রসূ করবেন।”-বঙ্গবীর কাদের সিদ্দিকী।
২০১১ – “রাষ্ট্রপতিকে বির্তকের উর্দ্ধে রাখুন।”-এবিএম মুসা।
২০১২ – ২১ জনে মিলে বিশ্বজিৎকে পিটিয়ে হত্যার অভিযোগে জবানবন্দির সঙ্গে ময়নাতদন্ত মিলছে না।
২০১২ – আর্থিক খাতে দুর্নীতির ঘটনাবহুল বছর।
২০১২ – উচ্চ আদালতে হেরেই চলেছে দুদক। দুর্বল প্রস্তুতি ও সদস্য আইনজীবী নিয়োগ, রাষ্ট্রের লাখ লাখ টাকা অপচয়।-অর্থনীতি প্রতিদিনের প্রতিবেদন।
২০১২ – এ বছরটা অর্থনীতির জন্য খুবই ভালো ছিল। সরকার যখন সাফল্যের কথা বলে, দেশের গণমাধ্যম তাতে গুরুত্ব দেয় না, অথচ একই তথ্য যখন বিদেশি পত্রিকায় আসে, দেশের গণমাধ্যম তা ফলাও করে প্রচার করে-অর্থমন্ত্রী।
২০১২ – খালেদা জিয়াকে অতীতের অপকর্ম ও মিথ্যাচারের জন্য নাকে খত দিয়ে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল হানিফ।
২০১২ – সীমানাবিন্যাসে প্রাধান্য পাবে আওয়ামী লীগের প্রস্তাব।
২০১৩ – ২ মিনিটে ১০ বছরের ক্ষতি। অবরোধের নামে ৪০ হাজার বৃক্ষনাশ। বোমার ভয়ে পরিবেশবাদীরা নীরব।
২০১৩ – চট্টগ্রামের নেভাল বার্থে ‘বিএনএস সমুদ্র জয়’ এবং বিএনএস ‘অপরাজেয়’, ‘অদম্য’ ও ‘অতন্দ্র’-এর কমিশনিং ফরমান তুলে দেওয়া। হয়।
২০১৪ – প্রবল বৃষ্টিপাতে শ্রীলংকার তিনটি প্রদেশে ব্যাপক বন্যা, ৪০ হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া।
২০১৪ – পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা- গানের গীতিকার গোবিন্দ হালদারকে দেখতে কলকাতার হাসপাতালে যান বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ।
২০১৪ – পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে কয়েকজন বিদেশিসহ তিনশ’রও বেশি আটক।
২০১৪ – ভারতের আসামে জঙ্গি হামলয় ৩৫ জন নিহত।
২০১৪ – মানবতাবিরোধী অপরাধে সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারকে ফাঁসির আদেশ।
২০১৪ – যুক্তরাজ্য ও বাংলাদেশে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অবাঞ্ছিত ঘোষণা।
২০১৪ – রাজধানী ও গাজীপুরে পৃক ঘটনায় ট্রেনের ধাক্কায় এবং কাটা পড়ে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু।
২০১৪ – গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ দেশের ১৬৫৪ পোশাক কারখানার সদস্যপদ বাতিল করে।
২০১৪ – ঝালকাঠির রাজাপুরে খুলনা-বরিশাল মহাসড়কের ব্রিজের রেলিং ভেঙ্গে বাস খাদে পড়ে নয়জনের মৃত্যু। আহত ২৬ জন।
২০১৫ – পৌরসভা নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের অবহিত করার উদ্দেশ্যে বিএনপি’র একটি প্রতিনিধিদল কূটনীতিকদের সঙ্গে গুলশানে বিএনপি’র চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করে।
২০১৫ – আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি হিসেবেই স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।
২০১৫ – বাংলাদেশ নেভাল একাডেমি প্যারেড গ্রাউন্ডে একাডেমির মিডশিপম্যান ২০১৪/এ এবং ডিইও ২০১৫/বি ব্যাচের কোর্স সমাপনী কুচকাওয়াজ প্রেসিডেন্ট প্যারেড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতা যুদ্ধকালে শহিদ নৌ-কমান্ডারদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণে চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায় ‘বিজয় তরঙ্গ’ নামের একটি জাদুঘর তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
২০১৫ – রাজধানীর তেজগাঁওয়ে বিজি প্রেসের পেছনের বস্তিতে অগিড়বকাণ্ডে শতাধিক ঘর পুড়ে গিয়েছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
২০১৫ – হাতিরঝিল প্রকল্প এলাকায় চালু হয়েছে বাস সেবা। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এই বাস সেবার উদ্বোধন করেন।
২০১৫ – জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে ঢাকায় পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে দুপুরে বাংলাদেশ থেকে প্রত্যাহার করা হয়েছে।
২০১৬ – ৫০০ ও ১০০০ হাজার টাকার নোট বাতিলের অভিযোগে নরেন্দ্র মোদিকে ক্ষমতাচ্যুত করার ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
২০১৬ – নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের বাড়িতে নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র আইভী।
২০১৬ – নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে দেখতে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
২০১৬ – গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করলেন নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী।
২০১৬ – চট্টগ্রামের কলেজিয়েট স্কুলের ১৮০ বছর পূর্তি উৎসব।
২০১৬ – মিরপুরের জাতীয় উদ্যানে পাখি মেলা শুরু।
২০১৬ – লিবিয়ায় ছিনতাই হওয়া বিমানটির ১১৮ জন যাত্রী নিয়ে মাল্টায় অবতরণ।
২০১৭ – ষোড়শ সংশোধনী বাতিল করে আপিলের রায় রিভিউর প্রস্তুতি সম্পন্ন করেছে রাষ্ট্রপক্ষ। এদিকে চলতি সপ্তাহে অপ্রাসঙ্গিক বক্তব্য প্রত্যাহার চেয়ে শিগগিরই আবেদন দাখিল হবে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
২০১৭ – গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) নেতৃবৃন্দ।
২০১৭ – ভারতে পশুখাদ্য মামলা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত আরজেডি দলের প্রধান বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রাসাদ যাদব কারাগারে।
২০১৭ – রংপুর সিটি করপোরেশন নির্বাচন দেশের ইতিহাসে স্থানীয় সরকার নির্বাচনগুলোর মধ্যে সেরা বলে আখ্যায়িত করেছে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)।
২০১৭ – রাজধানীর কেন্দ্রীয় গ্রন্থাগারে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে চার দিনব্যাপী ২৯তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবের সমাপ্তি।
২০১৭ – সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (দ্বিতীয় রাউন্ড) পালন করেছে সরকার।
২০১৭ – গণভবনে আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘স্বচ্ছ, পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য নেতারাই আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন’। এদিকে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ খঁেু জ বের করতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
২০১৭ – ফিলিপাইনে ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধসে প্রাণহানি শতাধিক।
২০১৭ – ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে এক প্রতিবেদন প্রকাশ- চলতি বছরে বিশ্বের ভীতিকর দেশ মিয়ানমার।
২০১৭ – রিয়ালের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে বার্সেলোনা জয়ী।
জন্ম
০০৪৭ – কায়েসারিওন, তিনি ছিলে মিশরের রাজা।
১৫৫৩ – ইতালির চিকিৎসক প্রোসপেরো আলপিনি।
১৬৬৮ – গিয়াম্বাটিস্টা ভিকো, ইতালীয় আইনজ্ঞ, ঐতিহাসিক ও দার্শনিক।
১৭৬০ – ফ্রাঞ্চইস-নয়েল বাবেউফ, ফরাসি সাংবাদিক ও সমাজ কর্মী।
১৭৬৩ – জোসেফিন, ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপোর্টের স্ত্রী।
১৮০৪ – ফ্রাংক্লিন পিয়ের্স, মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি।
১৮২৪ – কার্ল রেইনেকে, জার্মান পিয়ানোবাদক ও সুরকার।
১৮৩৭ – ইয়োহানেস ডিডেরিক ফান ডার ভাল্স, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ পদার্থবিদ ও তাপগতিবিদ্যা বিশারদ।
১৮৪৫ – স্যার রাসবিহারী ঘোষ, ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী, সমাজকর্মী।
১৮৬০ – ইয়ালমার ব্রান্তিং, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও ১৬ তম প্রধানমন্ত্রী।
১৮৮৯ – আনা আখমাতোভা, ইউক্রেনীয় রাশিয়ান কবি ও লেখক।
১৮৯৪ – অষ্টম এডওয়ার্ড, যুক্তরাজ্য রাজা।
১৯০৭ – রুন রুন শাও, চীনা বংশোদ্ভূত হংকং ব্যবসায়ী, মানবপ্রেমিক ও শাও ব্রাদার্স স্টুডিও এর প্রতিষ্ঠিাতা।
১৯১২ – অ্যালান টুরিং, ইংরেজ গণিতবিদ, যুক্তিবিদ ও ক্রিপ্টোবিশেষজ্ঞ।
১৯১৬ – লেন হাটন, ইংরেজ ক্রিকেটার।
১৯২০ – সাহেবজাদা ইয়াকুব খান, পূর্ব পাকিস্তানের গভর্নর।
১৯২২ – ম্যানুয়েল ফ্রাগা ইরিবারনে, স্প্যানিশ রাজনীতিবিদ।
১৯২৫ – সাবেক প্রধানন্ত্রী শাহ আজিজুর রহমান।
১৯২৫ – পিয়ের বেরেগোভোয়া, ফ্রান্সের প্রধানমন্ত্রী।
১৯৩০ – আলতাফ মাহমুদ, বাংলাদেশী সুরকার, সাংস্কৃতিক কর্মী ও স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা।
১৯৩৩ – সম্রাট আকিহিতো, জাপানের সম্রাট।
১৯৩৫ – ভ্লাদিস্লাভ ভোল্কভ, রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী।
১৯৩৭ – মারট্ িআহটিসারি, নোবেল পুরস্কার বিজয়ী ফিনিশ রাজনীতিবিদ ও ফিনল্যান্ড এর ১০তম প্রেসিডেন্ট।
১৯৪০ – মাইক শ্রিম্পটন, নিউজিল্যান্ডীয় সাবেক ক্রিকেটার ও কোচ।
১৯৪১ – ফ্রাঙ্কো নিরো, ইটালিয়ান অভিনেতা ও প্রযোজক।
১৯৪৩ – এলিজাবেথ হার্টম্যান, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৫২ – মুহাম্মদ জাফর ইকবাল, বাংলাদেশী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ।
১৯৫৫ – লুডোভিকো ইনাউডি, ইটালিয়ান পিয়ানোবাদক ও সুরকার।
১৯৫৭ – ডেভিড লড হটন, জিম্বাবুয়ে সাবেক ক্রিকেটার ও কোচ।
১৯৬৪ – জস্ ওহেডন, আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৬৬ – ভিনসেন্ট ক্যাসেল, ফরাসি অভিনেতা ও প্রযোজক।
১৯৭১ – খালেদ আল-মুয়াল্লিদ, সৌদি আরব ফুটবল।
১৯৭৬ – প্যাট্রিক ভিয়েরা, ফরাসি ফুটবলার ও ম্যানেজার।
১৯৮০ – জেসিকা টেলর, ইংরেজ মডেল ও গায়িকা।
১৯৮০ – ফ্রান্সেসকা সচিয়ানোনে, ইতালীয় টেনিস খেলোয়াড়।
১৯৮৪ – ডুফি, তিনি ওয়েলশ গায়িকা, গীতিকার ও অভিনেত্রী।
১৯৯১ – আহমেদ শেহজাদ, পাকিস্তানি ক্রিকেটার।
মৃত্যু
০০৭৯ – ভেস্পাসিয়ান, রোমান সম্রাট।
১৩১৮ – জাপানের গণিতবিদ ইয়োরিইয়ুকি।
১৪৫৭ – লাডিস্লাউস পুস্থুমউস, হাঙ্গেরিয়ান রাজা।
১৫১১ – ৫২ বছর শাসনের পর গুজরাটের শাসক মাহমুদ শাহ্।
১৫৭২ – ব্রনযিনো, ইতালীয় চিত্রশিল্পী ও কবি।
১৬৮২ – ক্লাউডে লরাইন, ফরাসি বংশোদ্ভূত ইতালীয় চিত্রশিল্পী ও খোদকার।
১৮০৬ – মাথুরিন জ্যাকে জাকুইয়েস বরিসন, ফরাসি প্রাণিবিজ্ঞানী ও দার্শনিক।
১৮৩৪ – টমাস রবার্ট ম্যালথাস, বৃটিশ অর্থনীতিবিদ ও জনমিতিবিদ।
১৮৩৬ – জেমস মিল, স্কটিশ ইতিহাসবেত্তা, অর্থনীতিবিদ, রাজনৈতিক তাত্ত্বিক ও দার্শনিক।
১৮৯১ – উইলহেম এডুয়ার্ড ওয়েবার, জার্মান পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
১৯৪৮ – হিদেকি তোজো, জাপানি সেনাপতি ও রাজনীতিবিদ, জাপানের ৪০তম প্রধানমন্ত্রী।
১৯৫৯ – বরিস ভিয়ান, ফরাসি লেখক, কবি ও নাট্যকার।
১৯৭০ – তুন ইউসুফ বিন ইসহাক, সিঙ্গাপুরের সাংবাদিক, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
১৯৭৬ – ফ্রান্সের বিখ্যাত লেখক আন্দ্রে মালরো।
১৯৯০ – রুয়াল দাল, ওয়েল্সীয় সাহিত্যিক।
১৯৯৫ – লুই মালে, ফরাসি বংশোদ্ভূত আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৯৬ – রেমন্ড রাসেল লিন্ডওয়াল, অস্ট্রেলীয় ক্রিকেটার ও রাগবি খেলোয়াড়।
১৯৯৬ – আন্দ্রিয়াস পাপান্ডরেওউ, গ্রিক অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ১৭৪ তম প্রধানমন্ত্রী।
২০০৪ – পি ভি নরসিমা রাও, ভারতের নবম প্রধানমন্ত্রী।
২০০৬ – ফিলিপ নইরেট, ফরাসি অভিনেতা।
২০১০ – ইংরিড পিট, পোলিশ বংশোদ্ভূত ইংরেজ অভিনেত্রী ও লেখক।
২০১১ – আবদুর রাজ্জাক (রাজনীতিবিদ), বাংলাদেশের প্রখ্যাত ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী।
২০১৩ – একে-৪৭-এর উদ্ভাবক মিখাইল কালাশনিকভ।
২০১৩ – রিচার্ড মাথেসন, আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।
২০১৪ – ডরোথি চেনি, আমেরিকান টেনিস খেলোয়াড়।
তথ্য সূত্র: উইকিপিডিয়া,
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com