প্রকাশিত: বুধবার ২৪ নভেম্বর ২০২১ইং।।১০ অগ্রাহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ ১৬ রবিউস সানি ১৪৪৩ হিজরী।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : ইউরোপের দেশগুলোতে করোনার সংক্রমণ বাড়ছে। প্রতিদিন রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত হচ্ছে। আজ বুধবারও ইউরোপের বিভিন্ন দেশে রেকর্ড করোনা শনাক্তের খবর পাওয়া গেছে। ফলে, এই মহাদেশে করোনার নতুন ঢেউ নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ শীতের আগে হাসপাতালগুলোতে চাপ বাড়ছে। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বুধবার স্লোভাকিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০ হাজার ৩১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ ৫.৫ মিলিয়ন জনসংখ্যার দেশটিতে করোনার সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
স্লোভাকিয়ার মন্ত্রীদের মাঝে আজ স্বল্পমেয়াদী লকডাউন আরোপ করা নিয়ে বিতর্ক হয়েছে। প্রেসিডেন্ট জুজানা কাপুতোভা বলেছেন, লকডাউন মানুষের কাছে অপ্রিয় হলেও একেবারে অনিবার্য হয়ে পড়েছে।
স্লোভাকিয়ার প্রতিবেশী পোল্যান্ডের সরকার নতুন কোনো বিধি-নিষেধ আরোপে অনিচ্ছুক। তবে, দেশটিতে একদিনে ২৮ হাজার ৩৮০ জনের করোনা রিপোর্ট করা হয়েছে।
অন্যদিকে, চেক প্রজাতন্ত্রে মহামারি শুরুর পর প্রথমবারের মতো দৈনিক সংক্রমণ ২৫ হাজার অতিক্রম করেছে।
নিউজটি শেয়ার করুন .. ..
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’