আলুর দাম কম হওয়ায় কৃষক বিপাকে

0
0
আলুর দাম কম হওয়ায় কৃষক বিপাকে

প্রকাশিত : বৃহস্পতিবার ২০ মার্চ, ২০২৫খ্রিষ্টাব্দ।। ৬ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ১৯ রমজান, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : বিক্রমপুরে জমি থেকে আলু উত্তোলন করে বস্তায় ভরে রাখা হয়েছে জমি থেকে সরাসরি হিমাগারে পাঠানো হবে। আলুর দাম কম হওয়ায় কৃষক বিপাকে।

এই বছরে আলুর উৎপাদন ভালো হলেও বাজারে দাম কম থাকার কারণে কৃষকরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। আলু চাষের জন্য খরচ বেড়ে যাওয়ার পরও বাজারে বিক্রির জন্য যে দাম পাওয়া যাচ্ছে তা তাদের পুঁজি উদ্ধার করতে যথেষ্ট নয়। একজন কৃষক জানান “ফলন ভালো হওয়ায় আমাদের খুশি হওয়ার কথা ছিল, অথচ তার বদলে এখন আহাজারি করতে হচ্ছে।” তিনি জানান, তার ৯০ বিঘা জমিতে আলু চাষে প্রায় ২০ টাকা খরচ হয়েছে প্রতি কেজি, কিন্তু বাজারে এখন প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে মাত্র ১৩ টাকায়। এর ফলে তাকে ব্যাপক লোকসান গুনতে হচ্ছে। একদিকে ভালো ফলন, অন্যদিকে নিম্ন দামে বিক্রি—এই সংকট কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর।
আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন