প্রকাশিত : মঙ্গলবার, ৪ঠা আগস্ট ২০২০ইং ।। ২০শে শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : এ বছর আরাফায় দেওয়া হজ্জের খুতবাহ (যা একসাথে ১০টি ভাষায় সরাসরি অনুদিত হয়েছে) ২৯ মিলিয়ন মানুষ শুনেছেন। বাংলাভাষী শ্রোতারা আছেন ৩য় অবস্থানে!
নিচে পূর্ণ তালিকাটি দেওয়া হলো:—
০১. উর্দু (১.৫২ মিলিয়ন)
০২. ইংলিশ (১.০১ মিলিয়ন)
০৩. বাংলা (০.৮৯ মিলিয়ন)
০৪. ফ্রেঞ্চ (০.৭৩ মিলিয়ন)
০৫. মালাই (০.৭১ মিলিয়ন)
০৬. চাইনিজ (০.৭১ মিলিয়ন)
০৭. ফার্সি (০.৬৭ মিলিয়ন)
০৮. তুর্কি (০.৬২ মিলিয়ন)
০৯. হাউসা (০.৬২ মিলিয়ন)
১০. রাশিয়ান (৭১৭৮)
তথ্যসূত্র: হারামাইন প্রেসিডেন্সি
নিউজটি শেয়ার করুন .. ..