আমেরিকায় হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে নিহত ৪

0
14
আমেরিকায় হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে নিহত ৪

প্রকাশিত : বুধবার, ৫ই আগস্ট ২০২০ইং ।। ২১শে শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : আমেরিকার নর্থ ক্যারোলিনা থেকে নিউইয়র্ক পর্যন্ত ভয়াবহ তাণ্ডব চালিয়েছে হারিকেন ইসাইয়াস। আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, হারিকেন ইসাইয়াস সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১০মিনিটে প্রথমে নর্থ ক্যারোলিনার দক্ষিণাঞ্চলের আঘাত হানে।

এতে কমপক্ষে চারজন নিহত হয়েছে। এদের মধ্যে দুজন নর্থ ক্যারোলিনা এবং অপর দুজন নিউইয়র্কে। বৃষ্টির কারণে দুই ক্যারোলিনার পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বেড়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এছাড়া নিউয়র্কের অনেক এলাকাও আকস্মিক বন্যায় ডুবে গেছে।

এছাড়া আহত হয়েছে অসংখ্য মানুষ, বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়িসহ বিভিন্ন ধরনের স্থাপনা। খবর বিবিসি’র।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গত সপ্তাহে আঘাত হেনে দু’জনের প্রাণ কেড়ে নেওয়ার পর ইসাইয়াস ক্যাটাগরি ওয়ান হারিকেনে পরিণত হয়েছিল। নতুন করে শক্তি অর্জন করার পর এটি ঘণ্টায় ১৪০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে নর্থ ক্যারোলিনায় আঘাত হানে। এরপর এটি সাউথ ক্যারোলিনা হয়ে নিউইয়র্কের ওপর দিয়ে বয়ে যায়।

নিউজটি শেয়ার করুন .. ..           

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন