অধ্যাপক ঝর্না রহমান
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮মার্চ ২০২১ইং।। ৪রা চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ (বসন্তকাল)।। ৪ শা’বান ১৪৪২হিজরী বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : গতকাল ১৭ মার্চ ছিল আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। জাতির জনক বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পূর্তি দিবস। দেশ জুড়ে বাস্তব এবং ভার্চুয়াল নানা অনুষ্ঠান। কয়েকটি অনুষ্ঠানে আমার অংশগ্রহণ করার কথা। কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত কেটে গেল আমার একটি বইয়ের মেকআপের কাজে পল্টনে, প্রকাশকের কার্যালয়ে। বাসায় ফিরে বাকি সব অনুষ্ঠান বাদ দিয়ে দ্রুত হাতে আয়োজন করলাম আমার পরিবারের শিশুকিশোরদের মনে আজকের দিনের মূলমন্ত্র ছড়িয়ে দেবার জন্য একটি অনুষ্ঠানের।
সন্ধ্যায় অনুষ্ঠান। চললো রাত দশটা পর্যন্ত। অন্য অনুষ্ঠানগুলোতে যোগ দিতে না পারার কারণে কিছু অনুযোগ অভিযোগও জুটলো। কিন্তু আমার মনে হলো মহান নেতা বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশুদিবসে আগামী প্রজন্মের মনে চেতনার বীজ বুনে দেওয়া আমার সবচেয়ে বড় এবং নৈতিক দায়িত্ব। পরিবারের শিশুদের আমি শুনিয়েছি বঙ্গবন্ধুর জীবনকাহিনি, বলেছি মুক্তিযুদ্ধের ইতিহাস। ছিল প্রশ্নোত্তর পর্ব, ইতিহাস থেকে পাঠ, বিশেষ বিশেষ শব্দ শিক্ষা ইত্যাদি। আমার প্রবাসী দৌহিত্র ইরন সিডনি থেকে বঙ্গবন্ধুর জন্মদিনে ভিডিও বার্তা পাঠিয়ে অংশগ্রহণ করেছে। আলোচনায় অংশগ্রহণ করেছে বড়রা। এভাবেই আমি উদযাপন করলাম জাতীয় জীবনের একটি মাহেন্দ্রক্ষণ। ইরনের ভিডিও সহ অনুষ্ঠানের কিছু মুহূর্ত থাকলো এখানে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor