আমিরাতে মসজিদে তারাবির নামাজ আদায়ের অনুমতি

0
12
আমিরাতে মসজিদে তারাবির নামাজ আদায়ের অনুমতি

প্রকাশিত: শুক্রবার, ১৯মার্চ ২০২১ইং।। ৫ই চৈত্র  ১৪২৭ বঙ্গাব্দ (বসন্তকাল)।। ৫ শা’বান ১৪৪২হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে এবছর মসজিদে তারাবি নামাজ আদায় করার অনুমতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

 

এশা ও তারাবি মিলে নামাজের জন্য সর্বাধিক ৩০ মিনিট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। নামাজ শেষ হওয়ার পরপরই মসজিদ বন্ধ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি মহিলাদের উপস্থিতির উপর নিষেধাজ্ঞা চলমান রাখা হয়েছে।

কর্তৃপক্ষ কিয়াম-উল-লায়ল অর্থাৎ রমজানের শেষ দশ দিনের মধ্যরাতে প্রদত্ত বিশেষ নামাজের বিষয়ে করোনার সংক্রমণের উপর নির্ভর করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে।

এদিকে আমিরাতে কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে গত বছর মার্চ মাসে মসজিদ প্রথম বন্ধ করা হয়েছিলো। মসজিদ বন্ধ থাকায় তারাবির নামাজ ঘরে আদায় কর‍তে হয়েছিলো। এরপর জুলাইয়ে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের জন্য পুনরায় চালু হয়, তবে শুক্রবারের জুমার নামাজ শুরু হয় ৪ ডিসেম্বর থেকে।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।    

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন