আত্মশুদ্ধি ও ইবাদতের প্রকৃত উপলব্ধি

0
0
আত্মশুদ্ধি ও ইবাদতের প্রকৃত উপলব্ধি

প্রকাশিত : রবিবার ৩০ মার্চ, ২০২৫খ্রিষ্টাব্দ।। ১৬ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ২৯ রমজান, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক : রমজানের শেষ দশকের একটি বিশেষ রাত লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। এই রাত পেলে এবং যথাযথভাবে ইবাদত করলে অনেক সওয়াব অর্জিত হয়, এবং ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়। তবে এটি কি জান্নাতের নিশ্চয়তা? নাকি জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট?

*নেক আমল সংরক্ষণ ও আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা:*
আমরা অনেক ইবাদত করি, কিন্তু এমন কিছু খারাপ অভ্যাস বা কর্ম রয়েছে, যা আমাদের অর্জিত নেক আমলগুলোকে নষ্ট করে দিতে পারে। তাই কেবল একটি রাতের ইবাদত নয়, বরং সার্বিক জীবনযাত্রায় ইসলামের মূলনীতি অনুসরণ করাই আসল চ্যালেঞ্জ।
*নেক আমল নষ্ট হওয়ার কারণ:*
_হিংসা-বিদ্বেষ:_ অন্যের প্রতি বিদ্বেষ রাখলে আমাদের ইবাদত ও সওয়াব বিফলে যেতে পারে।
_অন্যের হক নষ্ট করা:_ যদি কারও সম্পদ, সম্মান বা অধিকার নষ্ট করি, তবে কিয়ামতের দিনে আমাদের নেক আমল দিয়ে তার পাওনা শোধ করতে হবে।
_মুনাফেকির বৈশিষ্ট্য:_ মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, গালিগালাজ করা, দ্বিমুখী আচরণ করা—এগুলো আমাদের সওয়াবকে বিনষ্ট করতে পারে এবং পরকালে কঠিন শাস্তির কারণ হতে পারে।
*সফলতার প্রকৃত মানদণ্ড:*
ইসলামে কেবল নির্দিষ্ট কিছু ইবাদতের ওপর নির্ভর করা যথেষ্ট নয়, বরং পরিপূর্ণ আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন করাই চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। এজন্য প্রয়োজন:
_শিরকমুক্ত ঈমান:_ আল্লাহর সাথে কাউকে অংশীদার না করা এবং তাওহিদের ওপর অবিচল থাকা।
_বিদ’আতমুক্ত আমল:_ ইবাদাতে অতিরিক্ত নতুন কিছু সংযোজন না করা এবং সুন্নাহ অনুযায়ী আমল করা।
_তাকওয়ার ভিত্তিতে জীবনযাপন:_ আল্লাহভীতি ও ন্যায়পরায়ণতা বজায় রাখা।
_আত্মশুদ্ধি ও সংশোধন:_ নৈতিক ও চারিত্রিক পরিশুদ্ধি আনয়ন করা।
*পরিশেষে:*
লাইলাতুল কদরের ইবাদত গুরুত্বপূর্ণ, তবে এক রাতের আমলই চূড়ান্ত সফলতার নিশ্চয়তা নয়। বরং পূর্ণ জীবনব্যাপী আত্মশুদ্ধি, ইনসাফ, ন্যায়পরায়ণতা ও ইখলাসের সাথে ইবাদত করাই প্রকৃত সফলতার পথ। তাই ইবাদতের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা, কুরআন ও সুন্নাহর আলোকে পথ চলা, এবং অন্যের হক নষ্ট না করা—এসবই আল্লাহর সন্তুষ্টি অর্জনের মূল উপায়।
*আল্লাহ-হুম্মা সাল্লি, ওয়া সাল্লিম, ওয়া বারিক আ’লা মুহাম্মাদ; আল-হামদু লিল্লাহি রাব্বিল আ’লামীন*

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন