আজ ভারতের উপহারের আরো ৪০ অ্যাম্বুলেন্স আসছে

0
1
আজ ভারতের উপহারের আরো ৪০ অ্যাম্বুলেন্স আসছে

প্রকাশিত:বৃহস্পতিবার,২৬ আগস্ট ২০২১ইং।। ১১ই ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ (শরতকাল)।।১৬ মহরর, ১৪৪৩ হিজরী।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : করোনা মহামারি মোকাবিলা ও জনস্বাস্থ্য পরিষেবা উন্নয়নে বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া ভারতের আরো ৪০ টি অ্যাম্বুলেন্স আসছে আজ বৃহস্পতিবার।

বুধবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে প্রথম চালানে গত ১৭ আগস্ট ৩১টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় চালানে আরো ৪০টি অ্যাম্বুলেন্স এখন পেট্রাপোলে এসে পৌঁছেছে। বেনাপোল স্থল শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর এগুলো বৃহস্পতিবার ঢাকার উদ্দেশে রওনা হবে।

বাকি ৩৮টি অ্যাম্বুলেন্স সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এই উপহার বাংলাদেশের জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত এবং দীর্ঘমেয়াদী অঙ্গীকারের প্রতিফলন করে বলে হাইকমিশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..                

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

    Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন