আজ আন্তর্জাতিক নারী দিবস

0
0
আজ আন্তর্জাতিক নারী দিবস

প্রকাশিত : শনিবার ৮ মার্চ, ২০২৫, খ্রিষ্টাব্দ।। ২৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ( বসন্ত কাল)।। ০৭ রমজান, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : আজ শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে এই দিনটি পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আমাকে ছাড়া আমার বিষয়ে কোন সিদ্ধান্ত নয়’।

এদিকে গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নারীর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি পর্যায়ে নারীর সম্পূর্ণ অংশগ্রহণ এবং স্বাধীন মতামত প্রদানের অধিকার নিশ্চিত করতে এবং নারীর প্রাপ্য অধিকার আদায়ে ১১ দাবি জানায় আন্তর্জাতিক নারী দিবস কমিটি।
সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, নারীর মুক্তি, ক্ষমতায়ন ও অধিকার কেবল কাগজে, শ্লোগানে বা বক্তৃতায় থাকলে হবে না, এর প্রকৃত বাস্তবায়ন ঘটাতে হবে। সম্পত্তির উত্তরাধিকার এবং নিজের ও সন্তানের অভিভাবকত্বে সমান অধিকার দিতে হবে।
জানা যায়, ১৯০৯ খ্রিষ্টাব্দের ২৮ ফেব্রুয়ারি সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। আমেরিকার তৎকালীন সক্রিয় সোশ্যালিস্ট পার্টি ১৫ হাজার নারীর স্মরণে দিনটি উদযাপন করেছিল। যারা কর্মঘণ্টা কমানো, বেতন বৃদ্ধি ও ভোটের অধিকারের দাবিতে নিউইয়র্কের রাস্তায় নেমেছিলো।
এই দিবসকে আন্তর্জাতিকভাবে পালনের চিন্তাটা মাথায় আসে নারী অধিকার নিয়ে কাজ করা আইনজীবী ও সমাজতান্ত্রিক কর্মী ক্লারা জেটকিনের। তিনি তার এই চিন্তাটা জানান, ১৯১০ খ্রিষ্টাব্দে কোপেনহেগেনে নারী শ্রমিকদের এক আন্তর্জাতিক সম্মেলনে। সেখানে ১৭টি দেশের ১০০ জন নারী উপস্থিত ছিলেন, এবং তারা সর্বসম্মতিক্রমে তার এই প্রস্তাব মেনে নেন।
১৯১১ খ্রিষ্টাব্দের ১৯ মার্চ অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইজারল্যান্ডের এক মিলিয়নেরও বেশি লোক আন্তর্জাতিক নারী দিবস পালন করেছিলো। জাতিসংঘের স্বীকৃতি পেতে এই দিনটির ১৯৭৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময় লেগেছিলো।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর।
আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন