প্রকাশিত:বুধবার,১১ নভেম্বর ২০২০ইং ।। ২৬শে কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ২৪শে রবিউল আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন নন্দিত জাদুশিল্পী ও উপস্থাপক জুয়েল আইচ।
শুরুতে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে এখন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার রাতে তার স্ত্রী বিপাশা আইচ গণমাধ্যমকে জানান, গত ৪ নভেম্বর শরীরের জ্বর অনুভব করেন জুয়েল আইচ। জ্বরের মাত্রা বাড়তে থাকায় কোভিড-১৯ পরীক্ষা করান। ফলাফল পজিটিভ পান।
৯ নভেম্বর শরীরের অবস্থার অবনতি হলে দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রেখেছেন। জানা গেছে, জুয়েল আইচের জ্বর ও কাশি রয়েছে।
পারিবারিক সূত্র বলছে, দীর্ঘদিন ধরেই জুয়েল আইচ ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন।
জুয়েল আইচের স্ত্রী বিপাশা আইচ ও মেয়ে খেয়া আইচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আগেই। তবে তারা দুজনই এরমধ্যে সেরে উঠেছেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’