প্রকাশিত:শুক্রবার,৪ অক্টোবর ২০১৯ ইং ।। ১৯ই আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর উদ্বৃতি দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপকর্মে সংশ্লিষ্ট কোনো বিতর্কিত ব্যক্তি বা অনুপ্রবেশকারী আর আওয়ামী লীগে স্থান হবে না বলে কঠোর হুঁশিয়ারী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা।
সেতুমন্ত্রী বলেন,নেত্রী বলেছেন- যারা বিভিন্ন সময়ে অন্য দল থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে নানা অপকর্ম করে অঢেল অর্থের মালিক হয়েছেন, তাদের তালিকা প্রধানমন্ত্রীর হাতে রয়েছে। একটু অপেক্ষা করুন। এরা কেউই ছাড় পাবেন না, সবাই ধরা পড়বেন।
মন্ত্রী বলেন,তকাল প্রধানমন্ত্রী আমাদের দলের সভাপতি শেখ হাসিনা বিতর্কিত ব্যক্তি এবং অনুপ্রবেশকারীদের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন- যারা বিভিন্ন সময়ে অন্য দল থেকে আওয়ামী লীগে প্রবেশ করে এই দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, নানাভাবে অপকর্ম করে বিতর্কিত হয়েছে, তাদের আর এ দলে স্থান হবে না।