প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই ২০২৩।। ২৩ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১৮ জিলহজ, ১৪৪৪ হিজরি।। বিক্রমপুর খবর :স্টাফ রিপোর্টার লৌহজং থেকে। মুন্সীগঞ্জের লৌহজংয়ে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের লৌহজং কেন্দ্রের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে মো. কবির ভূঁইয়া কেনেডি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ পুনর্নির্বাচিত হয়েছেন।
গতকাল শুক্রবার বিকালে উপজেলার কনকসার গ্রামে অবস্থিত ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের আব্দুল জব্বার খান মুক্ত মঞ্চে এ সম্মেলন হয়।
বর্তমান সভাপতি মো. কবির ভূঁইয়া কেনেডির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় পর্ষদের সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ড. নূহ-উল-আলম লেনিন।
সভার আগে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। এরপর দেশাত্মবোধক সংগীত পরিবেশন ও সংগঠনের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনায় অংশ গ্রহণ করেন স্বপন কুমার বর্মন, পলাশ কুমার দে, কাজী বাবুল, রফিকুল ইসলাম, মিজানুর রহমান উজ্জ্বল, বেলায়েত হোসেন, মুক্তিযুদ্ধা শাহ আলম বাহার, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সী, লৌহজং কেন্দ্রের সহ সভাপতি অধ্যাপক ফারুক আহমেদ, লৌহজং কেন্দ্রের সহ সভাপতি কোহিনূর বেগম, ডা. শামিম আহমেদ, টঙ্গীবাড়ী কেন্দ্রের সাধারণ সম্পাদক শ্রী বিমল পাল, মুন্সীগঞ্জ কেন্দ্রের সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ, কেন্দ্রীয় পর্ষদের দফতর ও পরিসম্পদ বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন আহমেদ জুয়েল জুয়েল, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক অধ্যাপক হাসিনুল আলম শহিদ প্রমুখ।
নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহসভাপতি সবজল শিকদার, কহিনুর বেগম, মো. ফারুক হোসেন, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান উজ্জ্বল, যুব ও ক্রীড়া সম্পাদক শিমুল কুমার দে, প্রত্নতত্ত্ব ও।সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম বাহার, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কাজী বাবুল, নারী ও শিশুকল্যাণ সম্পাদক মনিকা রানী পাল, পাঠাগার-পাঠচক্র সম্পাদক মনজুরুল হাসান শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবের মাহবুব তুষার, দফতর সম্পাদক লিয়াকত হোসেন, কার্যকরী সদস্য মনোয়ার রফিকুল আলম, অধ্যাপক ড. শবনম জাহান, সাংবাদিক রাশেদ আহমেদ, ডা. শামিম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বাবুল মুন্সী, ড. রাজিয়া সুলতানা লিপি, পলাশ কুমার দে, স্বপন কুমার বর্মন, মো. রফিকুল ইসলাম, আব্দুর রহিম, হুমায়ূন বেপারী, তারকনাথ সাহা, মনোজ কুমার সিংহ অমিত, মাহমুদুল হাসান শ্যামল, ইভান সিকদার, বেলায়েত হোসেন ও সুমন মল্লিক।
সভা শেষে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয়।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
নিউজ ট্যাগ: