প্রকাশিত: শনিবার, ২৪ জুন ২০২৩।। ১০ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৫ জিলহজ, ১৪৪৪ হিজরি।। বিক্রমপুর খবর : অফিস ডেস্ক : গত ২৩ জুন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন মুন্সীগঞ্জ কেন্দ্রের ত্রিবার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ শহরের মালপাড়াস্থ প্রতিষ্ঠানটির জ্ঞানপীঠ স্বদেশ গবেষণা কেন্দ্রের শিল্পী আব্দুল হাই মিলনায়তনে সকাল ১০ টায় সম্মেলনটি উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. নূহ-উল-আলম লেনিন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশীদ-ই-মাহবুব, সহ-সভাপতি অধ্যাপক ডা. আব্দুল মালেক ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ঝর্না রহমান, অধ্যাপক আলম শহীদ, নাছির উদ্দিন আহমেদ জুয়েল এবং প্রভাষক শামীমা নাসরিন। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ কেন্দ্রের সভাপতি অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হাসান। সম্মেলনে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন মুন্সীগঞ্জ কেন্দ্রের সাধারণ সম্পাদক আবু হানিফ। সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপনের পর সংগঠনের সার্বিক কর্মকাণ্ড ও ভবিষ্যত করণীয় বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখছেন ড. নূহ-উল-আলম লেনিন
কেন্দ্রীয় সভাপতি ড. নূহ-উল-আলম লেনিন এর সভাপতিত্বে ২য় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন মুন্সীগঞ্জ কেন্দ্রের আগামী তিন বছরের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি নির্বাচন করা হয়। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হন রামপাল কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হাসান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোঃ আবু হানিফ।
৩৩ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি সভাপতি অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হাসান, সহ-সভাপতি সাইফুল ইসলাম বাদল, সহ সভাপতি আব্দুল্লাহ-আল-মাহমুদ আনোয়ার, সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ, সহ সাধনার সম্পাদক মোঃ মামুন হোসাইন, যুব উন্নয়ন ও ক্রীড়া সম্পাদক আবিদ হাসান অভি, প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মোহাম্মদ মিলন, সমাজ উন্নয়ন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু সাত্তার মুন্সী, শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইলিয়াস খান, নারী ও শিশু কল্যাণ সম্পাদক স্বর্ণা আক্তার, পাঠাগার ও পাঠ্যক্রম সম্পাদক শুভঙ্কর বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ ফরিদ, দপ্তর সম্পাদক সুমন পাল, কার্যকরী সদস্য- মোঃ জামাল হোসেন (সিনিয়র), শাহরিয়ার জহির আসিফ, রাজ মল্লিক, শামীম হোসেন সাগর, মিয়া আল মামুন লিটন, সাদিয়া জহির, ফয়সাল হোসেন, সোহেল আহমেদ ভূঁইয়া, সজল মিয়া, আসাদুজ্জামান কানুন, মোহাম্মদ মহিউদ্দিন তালুকদার, জামাল হোসেন, হাসান রোমান, মাহাবুবুর রহমান, সাইফুল ইসলাম সুজন, আখতার হোসেন, আবু রেজা ভূঁইয়া শাকিব এবং ইব্রাহীম ওয়ালিদ।
মুন্সিগঞ্জ কেন্দ্রের সংগীত একাডেমীর শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।