সিরাজদিখানে মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু

0
16

প্রকাশিত:রবিবার,২০জানুয়ারি ২০১৯।

বিক্রমপুর খবর::অনলাইন ডেস্ক: সিরাজদিখানে মোটর সাইকেলের ধাক্কায় আফরোজা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধা রাস্তার পাশে ছিটকে পরে মাথা ফেটে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।গত ১৭ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার মালখানগর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামে এ ঘটনা ঘটে ।

সে বাড়ৈপাড়া গ্রামের মৃত তাইজুদ্দিন বেপারির স্ত্রী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮ টার দিকে বাড়ি হতে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে দৌড় দিয়েছিলেন আফরোজা বেগম। এ সময় ব্রীজের ঢাল নেমে বেতকা থেকে ইছাপুরার দিকে মোটর সাইকেলটি যাচ্ছিল।

মোটর সাইকেলের সাথে ধাক্কা লেগে বৃদ্ধা পাকা রাস্তার পাশে পরে গিয়ে মাথা ফেটে যায়। মোটর সাইকেল চালক কয়েকগজ দুড়ে পরে যায়, চালক উঠে বৃদ্ধাকে লোকজনের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃদ্ধার ছেলে মনির হোসেন লাশ বাড়ি নিয়ে আসে এরপর মোটর সাইকেল চালককে আটক করলে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে তাকে ছেড়ে দেওয়া হয়।

সিরাজদিখান থানার উপ-পুলিশ পরিদর্শক সবুর খান জানান, রাস্তাপাড় হওয়ার সময় দৌড় দেওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। তাদের দুইপক্ষ সমঝোতা হয়েছে।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন