প্রকাশিত:শুক্রবার,১৮ জানুয়ারি ২০১৯ ::বিক্রমপুর খবর::
বিক্রমপুরের কৃতি সন্তান বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রাক্তন সভানেত্রী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেগম আশরাফুন নেছা মোশারফ আর নেই। আজ সকাল ৮ টা ১৫ মিনিটে স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মিরপুর-মোহাম্মদপুর-তেজগাঁও-ধানমন্ডি উত্তর এলাকার প্রথম এমপি এবং এম.সি.এ. স্বাধীনতা-পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংগঠক মরহুম ডাক্তার মোশাররফ হোসেনের পত্নী মুক্তিযোদ্ধা মিসেস আশরাফুন নেছা মোশারফ।
মরহুম ডাক্তার মোশাররফ হোসেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ছিলেন। তিনি মুজিব নগর সরকারের স্বাস্থ্য পরিচালক এবং প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সামরিক উপদেষ্টা ছিলেন। ১৯৭২ সালে রচিত বাংলাদেশের প্রথম সংবিধানে তাঁর স্বাক্ষর আছে।
মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,সাবেক জাতীয় সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা আশরাফুন্নেসা মোশারফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেগম আশরাফুন নেছা মোশারফের গ্রামের বাড়ি শ্রীনগর উপজেলার দামলা গ্রামে। তাঁহার দাক নাম মিনা। তাঁহার বাবার নাম মীর মোশারফ আলী কাঞ্চন মিয়া।
আশরাফুন নেছা মোশারফ এর নামাজে জানাযা এবং রাষ্ট্রীয় ভাবে সম্মান প্রদর্শন করা হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। মরহুমার জানাজায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি,ডেপুটি স্পিকার মো:ফজলে রাব্বী মিয়া এমপি,মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ,সংসদ সদস্য,সর্বস্তরের নাগরিক,রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীরাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।
মরহুমার প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মরহুমার কফিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশ ওবায়দুল কাদের এমপি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।এরপর সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী এমপি’র পক্ষে সার্জেন্ট অ্যাট আর্মস,সংসদের ডেপুটি স্পিকার মো:ফজলে রাব্বী মিয়া এমপি,আওয়ামী লীগের পক্ষে ওবায়দুল কাদের এমপি’র নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ, মতিয়া চৌধুরী এমপি’র নেতৃত্বে মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের পক্ষে দশম সংসদের হুইপ আতিকুর রহমান আতিক এমপি ও হুইপ ইকবালুর রহিম এমপি এবং ঢাকা জেলা প্রশাসনের পক্ষে মরহুমার কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এর আগে মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড.আব্দুস সোবহান গোলাপ এমপি এবং পরিবারের পক্ষে স্মৃতিচারণ করেন ফারজানা রশিদ ব্রাউনিয়া।
মৃত্যুর সময় আশরাফুন নেছা মোশারফ ৩ ছেলে এবং ৪ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।