প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ইং ।। ২৯শে শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : র্যাব-১১র প্রেস রিলিজে জনান, ১২আগস্ট (বুধবার) গোপন সংবাদের ভিত্তিতে দুপুর পৌনে ৩টায় র্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল উপজেলা শ্রীনগর বাজারস্থ ডালপট্টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ব্যবসায়ী স্বপন সাহা (৩৭) কে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
প্রেস রিলিজে আরও নিশ্চত করেন, উপজেলার দেউলভোগ গ্রামের কাঁলাচান সাহার ছেলে মাদক কারবারী স্বপন সাহা (৩৭) দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে নিশ্চিত হন। এ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..