শ্রীনগরে রমজান মুন্সীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

0
9
শ্রীনগরে রমজান মুন্সীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল)।। ২৬ জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর :  শ্রীনগর প্রতিনিধি থেকে শেখ আছলামঃ শ্রীনগরে সিংগাপুর প্রবাসী রমজান মুন্সীর হত্যাকারীদর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিক শ্রীনগর প্রসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়াজন করেন এলাকাবাসী। এ সময় শতশত নারী-পুরুষ,শিশু ও সব শ্রেনী পেসার মানুষ হত্যাকারীদর দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। স্বজনদের অভিযোগ দেউলভাগে রমজান মুন্সীর ক্রয়কত জায়গায় ভবণ নির্মাণর প্রস্ততি নিলে পার্শ্ববর্তী প্লটর মালিক মুক্তার মাঝির পুত্র ইভান বাঁধা দেয়। এনিয়ে বিরোধ চলে আসছিল। রমজান মুন্সী বাড়ি থেকে গত ২৫ নভম্বর বের হয়ে নিখাঁজ হয়। ৩দিন পর তার লাশ উদ্ধার হয়। উল্লেখ গত বুধবার বলা ১১ টার দিক সিংগাপুর প্রবাসী দুই সন্তানের জনক উপজেলার গাদিঘাট এলাকার রমজান মুন্সীর হা-পা বাঁধা বস্তাবদি লাশ দেউলভোগ খাল থেকে উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ।মানববন্ধনে বক্তারা শ্রীনগর প্রশাসনকে হত্যাকারীদের ধরতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়। রমজান মুন্সী শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামর সিরাজুল ইসলাম খোকা মুন্সীর পুত্র।মানববন্ধনে উপস্থিত ছিলেন,শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ইদ্রিস,সাধারণ সম্পাদক ওবায়দুল ইয়ামিন,১নং যুগ্ন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তারেক,জিল্লুর রহমান,মোসারফ হোসেন,রাজু তালুকদার,সিরাজ তালুকদার প্রমূখ।

(বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

 ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন