শ্রীনগরে পুলিশের অভিযানে গ্রেফতার-২২

0
13

প্রকাশিত:রবিবার,২০জানুয়ারি ২০১৯।

বিক্রমপুর খবর: নিজস্ব প্রতিনিধি:মুন্সীগঞ্জ শ্রীনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করেছে। ১৯ জানুয়ারি শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে থানা পুলিশ ১ টি টেটা, ১টি রামদা, ৩ টি ছুরিসহ ৬৫ পিছ ইয়াবা উদ্ধার করে। এছারাও ওয়ারেন্ট ভুক্ত পলাতক ১১ জন ও ৯ জন মাদক ব্যবসায়িসহ অন্যান্য মামলার ২ আসামিকে গ্রেফতার করে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা-যায়, উপজেলার সমষপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে অন্তর (২৪), শ্যামসিদ্ধি গ্রামের জাকির হোসেনের মেয়ে স্বপ্না (২৪), পশ্চিম দেউলভোগ গ্রামের মৃত মতলব বেপারির ছেলে কামাল (৩০), গাদিঘাট গ্রামের মৃত মরন ফকিরের ছেলে শাহজাহান (৫৫), ছয়গাও গ্রামের মৃত বিল্লাল শেখের ছেলে রাজন (৩১), উত্তরগাঁও গ্রামের তরুন সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার(৫৩), তন্তর গ্রামের মৃত সফি উদ্দিনের ছেলে শেখ কামাল (৩৫), হ্রারা গ্রামের মৃত সরু খানের ছেলে মনজু (৫৩), পানিয়া গ্রামের মান্ননের ছেলে শরিফ (৩৪), কবুতর খোলা গ্রামের আবুল কালামের ছেলে মাসুদ (৪০), উত্তর বালাসুর গ্রামের আঃ রাজ্জাক এর ছেলে টিটু (৪০) ওয়ারেন্ট ভূক্ত আসামী। এছারা ষোলঘর গ্রামের মৃত রুস্তম শেখের ছেলে এম ডি হোসেন (৪৫) পূর্ব হড়পাড়া গ্রামের রামচন্দ্র মন্ডলের ছেলে চয় চন্দ্র মন্ডল (৪৭), উত্তর রাঢ়ীখাল গ্রামের মৃত গোলাম নবীর ছেলে সানি (৪০), পাটাভোগ গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে টিংকু শেখ (৩৬) ও মনিন্দ্র মন্ডলের ছেলে তপন(২৭), পুর্ব বেজগাও গ্রামের মৃত আব্দুর রহমান শেখের ছেলে ইকবাল হোসেন (৩৮), দোগাছী গ্রামের মৃত আঃ মান্নান মাদবরের ছেলে উজ্জল মাদবর (৩০), ভিম দাসের ছেলে কৃষ্ণ দাস (২৬), বিরতারা গ্রামের এমদাদের ছেলে ইব্রাহিম (২০) মাদক ব্যবসায়ীসহ অন্যান্য মামলায় ষোলঘর গ্রামের নয়ন ইসলামের ছেলে সায়মন (২৬), সুন্ধারদিয়া গ্রামের পরিমন সরকারের ছেলে মানিক সরকার (২৬ কে গ্রেফতার করে থানা পুলিশ।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ইউনুচ আলী বলেন, ওয়ারেন্ট ভূক্ত গ্রেফতার আসামীদের মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এবং মাদক ও অন্যান্য গ্রেফতারকৃত অন্যান্যদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন