শুরু হয়েছে কাবার গিলাফ পরিবর্তন

0
0
শুরু হয়েছে কাবার গিলাফ পরিবর্তন

প্রকাশিত : রবিবার,৭ জুলাই ২০২৪ ইংরেজি, ২৩ আষাঢ়,১৪৩১বাংলা(বর্ষা কাল),৩০ জিলহজ ১৪৪৫ হিজরি

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :  প্রতিবছর ১ মহররম কাবা শরিফের কালো কাপড়ে মোড়ানো গিলাফ পরিবর্তন করা হয়। শনিবার (৬ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকেই সৌদি আরবে ১ মহররম ১৪৪৬। তাই সেখানে কাবার গিলাফ পরিবর্তন কার্যক্রম শুরু হয়েছে।

কাবার গিলাফ কালো রেশমি কাপড় দিয়ে তৈরি করা হয়। এর গায়ে কোরআনের আয়াত স্বর্ণের প্রলেপ দিয়ে লেখা হয়।
সৌদি আরবে একটি বিশেষ কারখানা আছে যেখানে শুধু এই কাবার গিলাফ তৈরি করা হয়। সেখানে এর জন্য দক্ষ কারিগর কর্মরত আছেন। যারা কয়েকমাস যাবৎ কাজ করে এটি তৈরি করা সম্পন্ন করেন।
কাবার গিলাফ খোলার কাজ করছেন খাদেমগণ। ছবি : আরিফ বিল্লাহ আরিফি
প্রতিবছর হজের দিনে গিলাফ পরিবর্তন করা হলেও গত বছর ১ মহররম পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়া হয়।
যেভাবে তৈরি হয় কাবার গিলাফ
কাবার গিলাফ তৈরির প্রক্রিয়াটি দশটি ধাপে করা হয়। প্রথমে রেশম ও সুতার পিণ্ডি সংগ্রহ করে ল্যাবে সেগুলোর গুণগত মান পরীক্ষা করা হয়। এরপর সুতায় রং লাগানো হয় এবং স্বয়ংক্রিয় মেশিনে কাপড় বোনা হয়। এরপর কাপড় পুরো বছর টিকে থাকার উপযোগী হলো কি না, তা দেখা হয়। ৬৫৮ বর্গমিটারের গিলাফটি তৈরিতে ৬৭০ কিলোগ্রাম কালো রেশম ব্যবহার করা হয়। ৪৭টি কাপড়ের টুকরাকে বিশেষ মেশিনে সেলাই করা হয়। এরপর কালো গিলাফের গায়ে মেশিনের ছাপ দিয়ে লেখা হয় আল্লাহর নাম ও গুণাবলি, ‘ইয়া আল্লাহ, ইয়া মান্নান, ইয়া দাইয়ান, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আজিম ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ।’
এরপর গিলাফ চলে যায় গিল্ডিং অ্যান্ড এমব্রয়ডারি বিভাগে। সেখানে ক্যালিগ্রাফার ও হস্তশিল্পীদের হাতে পরম যত্নে চারপাশের সোনালি বেল্ট এবং কাবার দরজার পর্দা তৈরি হয়। ২৩ থেকে ৬০ বছর বয়স এমন ৫০ জনের বেশি শিল্পী তাতে কোরআনের আয়াত ও অন্যান্য দোয়া এমব্রয়ডারি করেন। এ কাজে ১০০ কেজি খাঁটি রুপা এবং ১২০ কেজি সোনার প্রলেপযুক্ত রুপার সুতা ব্যবহৃত হয়।
গিলাফের মোট পাঁচটি টুকরা বানানো হয়। চারটি টুকরা চারদিকে এবং পঞ্চম টুকরাটি দরজায় লাগানো হয়। টুকরাগুলো পরস্পর সেলাইযুক্ত। যাতে কয়েকটি আয়াত এবং সুরা রয়েছে—সুরা ফাতিহা, সুরা ফালাক, আন নাস ও কুরাইশ। সোনার বেল্ট ছাড়াও তাতে আল্লাহর বিভিন্ন নাম অঙ্কিত ১৭টি ছোট ছোট বাতি সদৃশ এমব্রয়ডারি রয়েছে।
প্রথমে সাদা রঙের কাপড় টানা হয়। এরপর কালো রেশম রাখা হয়। এরপর এমব্রয়ডারি করার জন্য তা টেনে শক্ত করা হয় এবং সোনা-রুপা দিয়ে আবৃত করার আগে নিচে সাদা সুতা দিয়ে ভরাট করা হয়। গিলাফে আরবিতে ‘মক্কা আল-মোকাররম’, চলতি সন এবং সৌদি বাদশাহর নাম যুক্ত করা হয়। এমব্রয়ডারি শেষ করতে সময় লাগে ৮ থেকে ১০ মাস। এরপর টুকরাগুলো একসঙ্গে সেলাই করা হয় এবং কাবাঘরে ঝোলানোর আগপর্যন্ত বিশেষ স্থানে সংরক্ষণ করা হয়।

 

 (বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন