প্রকাশিত:সোমবার,২৫ জানুয়ারি ২০২১ইং।। ১০ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ(শীতকাল)।।৯ই জমাদিউ্স-সানি,১৪৪২হিজরী
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঘনকুয়াশায় ফেরি চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকার পর রবিবার সকাল ১০টা থেকে আবার সচল হয়েছে। কিন্তু দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ এই রুটে ফেরি বন্ধ থাকায় দুই পাড়ে শতশত যান পারাপারের অপেক্ষায় রয়েছে।
বিআইডবিøউটিসির এজিএম মো শফিকুল ইসলাম জানায়, বহরের ১৭ ফেরির মধ্যে চারটি রোরোসহ ১৫ টি ফেরি চলাচল করছে। আর দীর্ঘ সময় ধরে ফেরি বন্ধ থাকায় নাইট কোচসহ যানবাহনের অপেক্ষমান লাইন দীর্ঘ এখন।
এদিকে ৮৭টি লঞ্চ ও সাড়ে ৪ শ’ স্পীডবোর্টও এখন স্বাভাবিক চলাচল করছে।
কুয়াশায় কনকনে শীতে মাঝ নদীতে আটকা পড়া ছয়টি ফেরি গন্তব্য পৌঁছাতে সক্ষম হয়ছে। শনিবার দিবাগত রাত দেড় টার দিকে আকস্মিক এই নৌ রুট কুয়াশার চাঁদরে ঢাকা পরে। বয়া-বাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
তবে ফেরি সচলের পর আবার পারাপার শুরু হয়েছে। তবে বেলা বাড়ার পর আরও সমানে গাড়ি আসার কারণে লাইন তেমন কমেনি।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor