শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে অচলাবস্থা সাড়ে ৫ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

0
18
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে অচলাবস্থা সাড়ে ৫ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

প্রকাশিত:  রবিবার,২২ সেপ্টেম্বর ২০১৯।। ৭ই আশ্বিন,১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর: লৌহজং প্রতিনিধি: শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে নাব্য সংকটের কারণে অচলাবস্থা দেখা দিয়েছে। লৌহজং টার্নিং পয়েন্টে পানি কমে পলি জমে যাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। রবিবার বন্ধ থাকার সাড়ে ৫ ঘন্টার পর ফেরি চলাচল শুরু হলেও তা স্বাভাবিকভাবে চলতে পারছে না। ১৬টি ফেরির মধ্যে ৮টি ফেরি ধীরগতিতে চলাচল করছে বিকেল থেকে।

আজ রবিবার ভোর সাড়ে ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ফেরি সার্ভিস সম্পূর্ণ বন্ধ ছিলো। এরপর, টেস্ট হিসেবে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে একটি ফেরি ছেড়ে যায় কাঁঠালবাড়ির উদ্দেশ্যে। পর্যায়ক্রমে বিকেল সাড়ে ৪টা থেকে ৮টি ফেরি চলাচল করছে। পানি কমে গেলে আবারও ফেরি সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

ফেরি সার্ভিস বন্ধ থাকায় শত শত যানবাহন আটকা পড়েছে দুই ঘাটেই। যাত্রীদের চাপ পড়েছে লঞ্চ ও স্পিডবোটে। অন্যদিকে, লৌহজং টার্নিং পয়েন্টে বিআইডব্লিউটিএ বছরের পর বছর ধরে ড্রেজিং চালিয়ে যাচ্ছে। কিন্তু, তাতে কোন কাজ হচ্ছে না। ডুবোচরের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে প্রায় ফেরি সার্ভিস বন্ধ ও ব্যাহত হচ্ছে।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে নাব্য সংকটের বিষয়ে বিআইডব্লিউটিসি মাওয়া’র উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, ‘নদীতে রোলিং বেশি ও পলি পরে নাব্যতা সংকটের সৃষ্টি হয়েছে। শনিবার রাত সাড়ে ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে সকল ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর, সকাল ৯টার পর একটি ফেরি শিমুলিয়া থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন