প্রকাশিত:শনিবার,২৯ জানুয়ারি ২০২২ইং।। ১৫ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।।২৫ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি।।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজংয়ে অজ্ঞাত যুবক (২০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের মৌছামান্দ্রা স্লুইজ গেইট এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদশর্ী সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গোয়ালীমান্দ্রা গ্রামে স্লুইজ গেইট এলাকায় লাশটি স্থানীয়রা দেখতে পায়। পরে শ্রীনগর ও লৌহজং থানা পুলিশকে খবর দিয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে অজ্ঞাতনামা যুবকের লাশটি পুলিশ উদ্ধার করে। এখনও মারদেহটির কোন পরিচয় পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে রাতের আঁধারে যুবকটিকে মেরে এখানে ফেলে গিয়েছে। মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাঠালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। সে সাথে এ বিষয়ে লৌহজং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।#
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’