প্রকাশিত : রবিবার ০৬ অক্টোবর ২০২৪, খ্রিষ্টাব্দ।। ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল )।। ০২ রবিউস সানি ১৪৪৬ হিজরি।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মো. শওকত হোসেন : অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় জম্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
আজ (৬ অক্টোবর) রবিবার বিকেল ৫টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহিত করতে ৬ অক্টোবরকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করেছে সরকার। জন্ম ও মৃত্যু নিবন্ধন করা নাগরিক অধিকার। প্রতিটি পরিবারের উচিৎ শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করা। এতে জন্মের সঠিক হিসাব থাকবে। আর সঠিক তথ্য পরিবেশনই দেশের উন্নয়ন সম্ভব। ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদে নির্ধারিত ফি আদায়ের মধ্যে জম্ম-মৃত্যু ও ওয়ারিশ সনদ প্রদানের নির্দেশ দেন৷
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন৷ ##
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor