লৌহজংএ পদ্মা নদীতে কাফনে মোড়ানো লাশ উদ্ধার

0
17
লৌহজংএ পদ্মা নদীতে কাফনে মোড়ানো লাশ উদ্ধার

প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ইং।। ২৯শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ (বর্ষাকাল)।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি :  লৌহজং উপজেলার দক্ষিণ হলদিয়া পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের ‘৭০ বছর বয়সী’ এক বৃদ্ধের কাফনে মোড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ৮টার দিকে লৌহজং উপজেলার দক্ষিণ হলদিয়া সংলগ্ন পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন জানান, দক্ষিণ হলদিয়া গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সোমবার রাত ৮টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

“তাৎক্ষণিক লাশটির পরিচয় পাওয়া যায়নি। তবে লাশটি কাফনের কাপড়ে মোড়ানো ছিল।”

বেশ কিছু দিনের পুরনো লাশটির ‘মাংস খসে অনেকটা কঙ্কালে পরিণত’ হওয়ায় ধারনা করা হচ্ছে, পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত কোনো কবর থেকে ভেসে এসেছে।

লাশটি নৌ পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেন তিনি।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে এবং আগামীকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

“লাশটি কঙ্কাল হলেও এর গালে দাড়ি ছিল। বয়স আনুমানিক ৭০ বছর হবে।”

নিউজটি শেয়ার করুন .. ..               

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন