প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ইং ।। ৩০ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : অফিস ডেস্ক : করোনায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের নাগেরহাট গ্রামে ১জন করোনা ভাইরাসের রুগী সনাক্ত হয়েছে ৫০ বছরের একজন পুরুষ।আজ সোমবার ১৩ এপ্রিল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় আক্রান্ত ব্যাক্তির নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ পাওয়া গেছে। সে নারায়ণগঞ্জে বসবাস করতেন এবং কাঁচা মালের ব্যবসা করতেন। গত মঙ্গলবার নিজ বাড়ী নাগের হাটে রাস্তা ঘাট বন্ধ থাকায় অনেক কস্ট করে পায়ে হেটে এসেছেন।খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১১ এপ্রিল নমুনা সংগ্রহ করে নেয়।
উল্লেখ্য যে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১১ এপ্রিল নমুনা সংগ্রহ করে নেওয়ার সময় তাকে কোয়ারেন্টাইনে রেখে যান কর্তৃপক্ষ।বাড়িটিকে লকডাউন করা হয়।