প্রকাশিত :বুধবার,১জুলাই ২০২০ইং ।। ১৭ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : কাজী সাব্বির আহমেদ দিপু, মুন্সীগঞ্জ : লঞ্চডুবিতে মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার বিভিন্ন এলাকার ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার সকালে লঞ্চডুবির ঘটনায় লাশ উদ্ধারের পর রাত ৯টা পর্যন্ত ১১ জনের মরদেহ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে। পরে রাতেই তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।
হতভাগ্যরা হলেন- মিরকাদিমের ভুবনগড়া এলাকার মো. আফসার উদ্দিন মৃধার ছেলে মো. সায়েম (১৭), গোপপাড়া এলাকার মজিদ গাজীর ছেলে আবু সাঈদ (৩৯), উত্তর রামগোপালপুর এলাকার মৃত দেবেন্দ্র চন্দ্র বণিকের ছেলে সত্যরঞ্জন বণিক (৩২), নৈদিঘির পাথর এলাকার আব্দুল মজিদের ছেলে দিদার হোসেন (৪৬) ও মেয়ে আফসানা খাতুন রুমা (৩৮), একই এলাকার মো. সোহরাবের ছেলে মো. পাপ্পু, পশ্চিমপাড়া এলাকার মো, জান শরীফের ছেলে শিপলু (২৮), একই এলাকার পরশ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৪৮), গোয়ালঘূর্ণি এলাকার আ. রহিম খানের ছেলে মো. শাহাদাত হোসেন খান (৩৭), একই এলাকার কালা চান তালুকদারের ছেলে মো. সুমন তালুকদার (৩৭) ও আলী হোসেন বেপারীর ছেলে আবু তালেব বেপারী (৪৮)।
স্বামী নিখোঁজ, স্ত্রীর বিলাপ ‘কারও কথাই শুনলা না’ :কত কইছি ফল বেচা ছাইর্যা দেও। বাড়ি আর ঢাকায় ছোটাছুটি করার কী দরকার। বয়স হয়েছে বাড়িতেই থাকো। কিন্তু কারও কথাই শুনলা না। বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে নিখোঁজ স্বামী মিন্টু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম বুকফাটা কান্নারত অবস্থায় এসব কথা বলছিলেন। মো. মিন্টু মিয়া ঢাকা থেকে পাইকারি দরে ফল কিনে এনে বিক্রি করতেন। লঞ্চডুবিতে মঙ্গলবার বিকেল পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন।
নিউজটি শেয়ার করুন .. ..