প্রকাশিত : রবিবার ২৩মার্চ, ২০২৫খ্রিষ্টাব্দ।। ৯ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ২২ রমজান, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : পবিত্র রমজানের শেষ দশকে মদিনার মসজিদে নববিতে ইতিকাফে বসেছেন ১২০ দেশের প্রায় চার হাজার হাজার মুসল্লি। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সূত্রে আরব নিউজের খবরে এ তথ্য জানা যায়।
খবরে বলা হয়, পুরুষ মুসল্লিদের জন্য মসজিদের পশ্চিম দিকের ছাদের অংশ এবং নারী মুসল্লিদের জন্য উত্তর-পূর্ব অংশ নির্ধারণ করা হয়েছে। পুরুষরা ৬ ও ১০ নম্বর সিড়ি এবং নারীরা ২৪ ও ২৫ নম্বর দরজা দিয়ে নির্ধারিত স্থানে প্রবেশ করতে পারবেন।
তাছাড়া ইফতার, রাতের খাবার, সাহরি এবং মোবাইল চার্জিং স্টেশনের সুবিধাও রয়েছে। প্রতি মুসল্লিকে একটি কেয়ার কিট ও রিস্টব্যান্ড দেওয়া হয়েছে, যা তাদের চলাচল ও নির্ধারিত এলাকায় প্রবেশ সহজ করবে।
গালফ নিউজের খবর অনুযায়ী, মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে ১০ হাজার ইতেকাফকারীর জন্য যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com