প্রকাশিত:শনিবার,২৮ সেপ্টেম্বর ২০১৯ ইং ।। ১৩ই আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক :বৃত্তি নিয়ে চীনের ৬টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যাচ্ছে বিভিন্ন পলিটেকনিক ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ১৩১ শিক্ষার্থী। চায়নার টিভিইটি স্কলারশীপ পেয়েছেন তাঁরা। খুব শিগগিরিই তারা চীনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে স্কলারশীপ পাওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, চীনের জিয়াংশু এগ্রি-অ্যানিমেল হাসবেন্ডারি ভোকেশনাল কলেজে ৬ জন, জিয়াংশু ভোকেশনাল কলেজ অব এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রিতে ৩১ জন, জিনান ভোকেশনাল কলেজে ২৯ জন, জ্যাংঝু ভোকেশনাল ইনস্টিটিউট অব মেকাট্রনিক টেকনোলজি ২৩ জন, শ্যাংডং পলিটেকনিক এ ১২ জন এবং হুয়ান ইনস্টিটিউট অব শিপবিল্ডিং টেকনলজিতে ২৯জন শিক্ষার্থী শিক্ষা বৃত্তি নিয়ে পড়তে যাচ্ছেন।