প্রকাশিত :মঙ্গলবার, ১৬ জুন ২০২০ ইং । ২রা আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : জরুরি ভিত্তিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের একটি ফেসবুক গ্রুপ ও অপর একটি ফেসবুক পেজে যুক্ত হওয়ার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একইসঙ্গে শিক্ষকদের ট্রেনিংগুলো অনলাইনে পরিচালনার পরিকল্পনা নেয়া হয়েছে। সূত্রমতে, জুম প্লাটফর্মে অথকা ফেসবুকের ক্লোজ গ্রুপ পেজের মাধ্যমে এই প্রশিক্ষণ চালু করতে পারে পিটিআই।
ফেসবুক গ্রুপটির নাম ‘Head Teachers of GPS BD’ এবং পেজটির নাম ‘Directorate of Primary Education’।
এই পেজ ও গ্রুপে যোগ দিতে নির্দেশনা দিয়ে সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা/থানা শিক্ষা অফিসারদের রোববার (১৪ জুন) চিঠি পাঠানো হয়েছে।
প্রশাসনিক বিভিন্ন দিক নির্দেশনা জরুরি ভিত্তিতে পেতে ফেসবুক গ্রুপ ও পেজে প্রধান শিক্ষকদের যুক্ত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ।
এতে বলা হয়েছে, করোনার কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে টিভিতে ক্লাস সম্প্রচার করা হচ্ছে। এসময় জরুরি যোগাযোগে শিক্ষকদের গ্রুপে যুক্ত হতে বলা হলো।
নিউজটি শেয়ার করুন .. ..