পদ্মা সেতু প্রকল্পের বিপুল পরিমাণ সামগ্রীসহ আটক ৩

0
9
পদ্মা সেতু প্রকল্পের বিপুল পরিমাণ সামগ্রীসহ আটক ৩

প্রকাশিত : শুক্রবার,২০ মার্চ ২০২০ ইং ।। ৬ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর :স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ঝিলু-লৌহজং :মুন্সীগঞ্জের লৌহজং থেকে নির্মাণাধীন পদ্মা সেতু প্রকল্পের বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে র‌্যাব।

গত বুধবার উপজেলার মাওয়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব-১১।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি চক্র দীর্ঘদিন ধরে পদ্মা সেতু প্রকল্পে ব্যবহৃত নানা সামগ্রী পাচার করে স্থানীয় ভাঙাড়ির দোকানসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। এর মধ্যে রয়েছে- লোহার রড, পদ্মা সেতুর ক্র্যান বার, প্লেট পাইপ, অ্যাঙ্গেল, ইউ চ্যানেল, সেপ এবং লোহার অন্যান্য ক্ষুদ্রাংশ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৫টা থেকে মাওয়া চৌরাস্তা সংলগ্ন ও কুমারভোগ এলাকার বিভিন্ন ভাঙাড়ি দোকানে অভিযান চালানো হয়। রাত ১১টার দিকে প্রায় ৪০ টন বিভিন্ন প্রকার লোহার সামগ্রী উদ্ধার হয়। এ সময় আটক করা হয় এডওয়ার্ড সাহা, হারুন শেখ ও রফিকুল ইসলাম শুভ নামে তিনজনকে।

র‌্যাব-১১-এর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান বলেন, এডওয়ার্ড সাহা পদ্মা সেতুর পাইলিং কাজে কর্মরত আছেন। প্রথমে তাকেই আটক করে এসব মালপত্রের সন্ধান পাই। পরে মাওয়া চৌরাস্তা সংলগ্ন মনিব আয়রন স্টোর ও আরিফ ভাঙাড়ি স্টোর থেকে ওই সামগ্রী উদ্ধার হয়। এ বিষয়ে লৌহজং থানায় মামলা হয়েছে।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন